পাহাড়কে ভালোবাসি, তাই পাহাড়ি কন্যাকে ঘরের বউ করে আনছি: মমতা https://ift.tt/4U62lAZ - MAS News bengali

পাহাড়কে ভালোবাসি, তাই পাহাড়ি কন্যাকে ঘরের বউ করে আনছি: মমতা https://ift.tt/4U62lAZ

খুশির খবর বন্দ্যোপাধ্যায় পরিবারে শীঘ্রই বাজতে চলেছে বিয়ের সানাই। পাহাড়ের কন্যা আসছেন বন্দ্যোপাধ্যায় পরিবারের নতুন বউমা হয়ে। এই খবর শোনালেন স্বয়ং ()। মঙ্গলবার দার্জিলিঙের সভায় দাঁড়িয়ে তিনি জানালেন, তাঁর পরিবারের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চলেছেন পাহাড়ের বাসিন্দা কোনও এক পরিবার। সেই পরিবারের মেয়ের সঙ্গে বিয়ে হতে চলেছে বন্দ্যোপাধ্যায় পরিবারের বিবাহযোগ্য পাত্রের। দার্জিলিঙের সবাই দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) বলেন, ''পাহাড়কে আমি খুব ভালোবাসি। তাই পাহাড়ের মেয়েকে বন্দ্যোপাধ্যায় পরিবারের বউ করে আনছি। পাহাড়কে এত ভালোবাসি যে নিজের বাড়িতে নিয়ে যাচ্ছি।'' এদিন মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “দার্জিলিং হাসছে। টুরিস্ট ভর্তি রয়েছে। প্রতিটি হোটেলে পর্যটক রয়েছে। দার্জিলিঙের এমন পরিস্থিতি যে জুন মাসে জায়গাও পাওয়া যাবে না। এই ধরনের পরিস্থিতি অনেক কম হয়। দার্জিলিং হাসছে। অনেক সময় ধরে অর্থনৈতিক ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হয়েছে। এখন পরিস্থিতি ধীরে ধীরে উন্নতি হচ্ছে।” এদিন মুখ্যমন্ত্রীর ঘোষণা, “দার্জিলিংয়ে হিল ইউনিভার্সিটি গড়ে তোলা হবে। এছাড়াও কার্শিয়াংয়ে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের একটি ক্যাম্পাস গড়ে তোলা হবে।” তিনি আরও বলেন, “যাঁরা ইউক্রেন থেকে ফিরেছিল তাঁদের পড়াশুনার ব্যবস্থা করে দিতে চেয়েছিলাম। কেন্দ্র সেই অনুমতি দেয়নি। বহু পড়ুয়ার জীবনের সঙ্গে ছিনিমিনি খেলছে কেন্দ্র।” মমতা বন্দ্যোপাধ্যায় এদিন বলেন, “আমি চাই সকলে হাসতে থাকুক। সকলে খুশি থাকুক। সেই লক্ষ্যে মানুষের জন্য নিরলসভাবে কাজ করে যাব।” উল্লেখ্য, বর্তমানে উত্তরবঙ্গ সফরে রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেখান থেকে তিনি একের পর এক গুরুত্বপূর্ণ ঘোষণা করেছেন তিনি। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ''গ্রাম ও শহরের ছেলেমেয়েরা নজর রাখুন। যদি দেখেন কেউ কোথাও তছনছ করতে এসেছে, সঙ্গে সঙ্গে খবর দিন। আপনাদের পুরস্কৃত করা হবে। কারও কাছে যদি কোনও খবর থাকে, অমুক জায়গায় পরিকল্পনা করে দাঙ্গা লাগানো হতে পারে কিংবা গন্ডগোল পাকানোর চেষ্টা করা হতে পারে। তাহলে সঙ্গে সঙ্গে স্থানীয় থানায় খবর দিন। আর পুলিশ যদি ব্যবস্থা না নেয়, তবে তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে রাজ্য সরকার। ছবি তুলে পাঠিয়ে এই ধরণের ঘটনা ধরিয়ে দিতে পারলে সঙ্গে সঙ্গে আমরা পদক্ষেপ নেব। আর সেই ব্যক্তিকে সরকার থেকে পুরস্কৃত করা হবে। আগামী দু'মাস সময় দিলাম। কারও বিরুদ্ধে দুর্নীতি, খুন খারাপের অভিযোগ থাকলে দিদি কে বলোর ধাঁচে বিকল্প একটা সেট আপের ব্যবস্থা করব। সেখানে একটা মিসড কল দেবেন। নাম বলবেন, কী ঘটছে বলবেন, সঙ্গে সঙ্গে পদক্ষেপ নেব।''


from Bengali News, Bangla News, বাংলা সংবাদ, বাংলা নিউজ, News in Bengali, কলকাতা বাংলা খবর - Ei Samay https://ift.tt/kExHS5n
Previous article
Next article

Leave Comments

Post a Comment

ads

Articles Ads 1

ads

Advertisement Ads