খামোশ...মোদী বহিরাগত না হলে আমিও নই: শত্রুঘ্ন https://ift.tt/LVu9eoM - MAS News bengali

খামোশ...মোদী বহিরাগত না হলে আমিও নই: শত্রুঘ্ন https://ift.tt/LVu9eoM

"Asansol -এর মানুষ তৃণমূলের সঙ্গেই থাকবে", রবিবার রাতে অন্ডাল বিমানবন্দরে নেমে এমনই মন্তব্য করলেন শত্রুঘ্ন সিনহা। একইসঙ্গে বিরোধীদের দেওয়া ‘বহিরাগত’ তকমা প্রসঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকেও তোপ দাগেন তিনি। আসানসোল লোকসভা উপ-নির্বাচনে জয়ের ব্যাপারে আশাবাদী শত্রুঘ্ন সিনহা। এদিন অন্ডাল বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, “গোটা রাজ্য সহ আসানসোলের মানুষ মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূল কংগ্রেসের সঙ্গেই আছেন।” একইসঙ্গে BJP-র দেওয়া ‘বহিরাগত প্রার্থী’ তকমা খারিজ করে সরাসরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে তোপ দাগেন তিনি। বলেন, “ওঁদের জিজ্ঞাসা করুন, মাননীয় প্রধানমন্ত্রী কাশী-বেনারস থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন। উনি কোথায় থাকেন? উনি যদি বহিরাগত না হন, তাহলে আমি কী ভাবে বহিরাগত হব?” আসানসোল লোকসভা উপ-নির্বাচনে প্রার্থীর নাম ঘোষণা হওয়ার পর এদিনই নির্বাচনী এলাকায় এসে পৌঁছন তৃণমূল প্রার্থী শত্রুঘ্ন সিনহা। এদিন রাত ৮টা ১২ মিনিট নাগাদ মুম্বইয়ের বিমান থেকে অন্ডাল বিমানবন্দরে নামেন তিনি। সঙ্গে ছিলেন বিহারীবাবুর স্ত্রী পুনম সিনহা ও তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। দলীয় প্রার্থীকে অভ্যর্থনা জানাতে অনেক আগে থেকেই বিমানবন্দর চত্বরে ভিড় জমিয়েছিলেন তৃণমূল নেতা থেকে কর্মী-সমর্থকরা। হাজির ছিলেন রাজ্যের পূর্ত ও আইনমন্ত্রী মলয় ঘটক সহ পশ্চিম বর্ধমান জেলার আরও দুই তৃণমূল বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী, হরেরাম সিং, আসানসোল পুর নিগমের মেয়র বিধান উপাধ্যায়, আসানসোল-দুর্গাপুর উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান তাপস বন্দ্যোপাধ্যায় সহ তৃণমূলের অন্যান্য নেতৃবৃন্দ। তৃণমূলের তারকা প্রার্থী বিমানবন্দরের বাইরে বেরিয়ে আসতেই তাঁর নামে জয়ধ্বনি দিতে থাকেন সমর্থকেরা। পালটা হাত নেড়ে সমর্থকদের অভিনন্দন গ্রহণ করেন তিনি। দলীয় কর্মী সমর্থকদের উষ্ণ অভ্যর্থনায় আপ্লুত 'বিহারীবাবু'। দলীয় সূত্র মারফত জানা গিয়েছে, এদিন আসানসোলের ঊষা গ্রামে একটি হোটেলে উঠবেন সস্ত্রীক শত্রুঘ্ন সিনহা। দলের তরফেই সেখানে তাঁর থাকার ব্যবস্থা করা হয়েছে। সোমবার সকালে ওই হোটেল থেকে তিনি প্রথমে যাবেন আসানসোলের জাগ্রত ঘাগরবুড়ি মন্দিরে। সেখানে পুজো দেবেন। তারপর ওই মন্দির থেকে সোজা যাবেন জেলাশাসকের অফিসে। আসানসোল লোকসভা কেন্দ্রের প্রার্থী হিসাবে মনোনয়নপত্র জমা দেবেন তিনি। মনোনয়নপত্র জমা দিতে যাওয়ার সময় শত্রুঘ্ন সিনহার সঙ্গে দলের নেতা-কর্মীরাও থাকবেন। প্রসঙ্গত, আসানসোল উপ-নির্বাচনের প্রার্থী হিসাবে তৃণমূল নেতৃত্ব শত্রুঘ্ন সিনহার নাম ঘোষণা করতেই তাঁকে বহিরাগত তকমা দিয়ে কটাক্ষ শুরু করে BJP নেতা-কর্মীরা। পড়শি রাজ্য বিহারের বাসিন্দা কী ভাবে প্রার্থী হতে পারেন তা নিয়েও প্রশ্ন তোলেন তাঁরা। যদিও বিরোধীদের কটাক্ষ খারিজ করে দিয়ে সদ্য সমাপ্ত উত্তরপ্রদেশ নির্বাচনে গুজরাটের বাসিন্দা কী ভাবে প্রার্থী হলেন তা নিয়ে পালটা প্রশ্ন তোলেন তৃণমূল নেতৃত্ব।


from Bengali News, Bangla News, বাংলা সংবাদ, বাংলা নিউজ, News in Bengali, কলকাতা বাংলা খবর - Ei Samay https://ift.tt/iLC6JNm
Previous article
Next article

Leave Comments

Post a Comment

ads

Articles Ads 1

ads

Advertisement Ads