GST-র অধীনে ক্রিপ্টোকারেন্সি? কী জানাচ্ছে সরকার?? https://ift.tt/G53P6Zq - MAS News bengali

GST-র অধীনে ক্রিপ্টোকারেন্সি? কী জানাচ্ছে সরকার?? https://ift.tt/G53P6Zq

Cryptocurrency-র থেকে আয়ের উপর যে ট্যাক্স বসেছে এই কথা চলতি বছরের কেন্দ্রীয় বাজেটে জানা গিয়েছিল। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সোতারমন জানিয়েছিলেন-- যে ক্রিপ্টো থেকে আয়ের উপর বসছে কর। 30% কর বসানোর কথা ঘোষণা করেছিল কেন্দ্রীয় সরকার। বিষয়টা নিয়ে ইতিমধ্যেই নানা জল্পনা চলেছে। সাম্প্রতিককালে CBDT এর তরফ থেকে জানানো হয়েছে, ক্রিপ্টো থেকে আয়ের উপর যে 30% কর তা এপ্রিল মাসের 1 তারিখ থেকে লাগু হতে চলেছে। এছাড়া যে TDS রয়েছে, তা লাগু হতে চলেছে জুলাই মাস থেকে। সব মিলিয়ে গ্রাহকদের জন্য বেশ কিছু বড় ঘোষণা হয়েছে। পাশাপাশি, কেন্দ্রীয় সরকারের তরফ থেকে ভাবনাচিন্তা করা হচ্ছে, ক্রিপ্টোকারেন্সিকে গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স ( Goods and Service Taxes) বা GST-র অধীনে আনা হবে কিনা। ক্রিপ্টোকারেন্সিকে গুডস বা পণ্য হিসাবে ব্যবহার করে এই আইন লাগু হবে কিনা তা বিবেচনা করবে কেন্দ্রীয় সরকার। যদিও এই নিয়মটা খুব একটা অচেনা নয়, দেশের ক্রিপ্টোকারেন্সি এক্সচেঞ্জকারী সংস্থাগুলোর ক্ষেত্রে পরিষেবা প্রদান করার ক্ষেত্রে 18% প্রদান করে থাকে। এখন সার্বিকভাবে যদি ক্রিপ্টোর উপর GST বসে, তবে সার্বিকভাবে সমস্ত লেনদেনের উপর GST বসবে৷ Read More : কিন্তু কেন ক্রিপ্টোর উপর GST বসাতে চায় কেন্দ্র? GST অফিসিয়ালরা জানাচ্ছেন, ক্রিপ্টোর বিষয়টি লটারি, জুয়া, ঘোড়াদৌড় ( Horse Race) প্রভৃতির ক্ষেত্রে GST লাগু হয়ে থাকে। এই GST এর পরিমাণ 28%। ঠিক সেই জায়গা থেকেই ক্রিপ্টোর উপর GST বসানোর কথা ভাবছে সরকার৷ গোটা দেশজুড়ে ক্রিপ্টো বিনিয়োগকারীর সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে। সারা বিশ্ব তো বটেই, দেশের বাজারেও ক্রিপ্টো বিনিয়োগকারীর সংখ্যা প্রবল। এখন নয়া এই নীতির যদি সত্যিই লাগু হয়-- অর্থাৎ বাস্তবিকই যদি GST বসে, তবে বিনিয়োগকারীদের সুবিধা হবে-- নাকি অসুবিধা হবে তাও বোঝা যাচ্ছে না। কিছু ক্ষেত্রে জটিলতা কমতে পারে। আবার কিছু ক্ষেত্রে বেড়েও যেতে পারে জটিলতা। যদিও GST যে বসছেই এমনটা এখনই বলা হয়নি। কেন্দ্র ভাবনাচিন্তা করছে। তবে সম্ভাবনা রয়েছে। আপনি কি চান ক্রিপ্টোর উপর GST বসুক? কমেন্টে জানান আমাদের কমেন্টবাক্সে। ক্রিপ্টো-ডিজিটাল কারেন্সি এবং NFT এর ফারাক জানেন? না জানলে আজই দেখুন এই ভিডিয়ো।


from Bengali News, Bangla News, বাংলা সংবাদ, বাংলা নিউজ, News in Bengali, কলকাতা বাংলা খবর - Ei Samay https://ift.tt/HDZefSw
Previous article
Next article

Leave Comments

Post a Comment

ads

Articles Ads 1

ads

Advertisement Ads