পানিহাটি কাণ্ডে ধৃত দু'জনের বাবাকেই খুন করেছিল আরমান! https://ift.tt/wN5ue4K - MAS News bengali

পানিহাটি কাণ্ডে ধৃত দু'জনের বাবাকেই খুন করেছিল আরমান! https://ift.tt/wN5ue4K

-তে কুপিয়ে খুনের ঘটনায় ধৃত শেখ বশিরের বাবাকে খুন করেছিল শেখ আরমান। জানা গিয়েছে, মহম্মদ আসিফের বাবার খুনেও দোষী সাব্যস্ত হয়েছিল সে। পুলিশি তদন্তে উঠে এল এই চাঞ্চল্যকর তথ্য। ধৃতের বয়ান অনুযায়ী, বাবার খুনের বদলা নিতেই আরমানকে খুন করে সে। ২০০৭ সালে আসিফের বাবা মহম্মদ রিয়াজকে কুপিয়ে খুন করে আরমান। পুলিশি জেরার মুখে এমনটাই জানিয়েছে খুনের ঘটনায় ধৃত মহম্মদ আসিফ । ২০১২ সালে শেখ বশিরের বাবা উজির আলি নস্করকেও খুন করার অভিযোগ রয়েছে মহম্মদের আরমানের বিরুদ্ধে। শেখ বশির এবং মহম্মদ আসিফের অভিযোগ, ১৫ দিন আগে জেল থেকে বেরিয়ে আরমান তাদেরও খুন করার হুমকি দিচ্ছিল। যেভাবে তাদের দু'জনের বাবাকে খুন করেছে ঠিক সেই কায়দায় বশির এবং আসিফকে খুন করবে বলে হুমকি দিচ্ছিল আরমান। শনিবার সন্ধ্যায় আগরপাড়া নয়াবস্তি এলাকায় শেখ বশির এবং মহম্মদ আসিফ আরমানকে দেখতে পায়। তখনই নিজেদের বাবার হত্যার প্রতিশোধ নিতে তারা আরমানকে খুনের পরিকল্পনা করে। অভিযোগ, আরমানকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে এবং মাথায় ইট দিয়ে থেঁতলে খুন করে দু'জন। তদন্তকারীরা জানিয়েছেন, যেহেতু আরমান তাদের বাবাকে খুন করেছিল এবং জেল থেকে বেরিয়ে তাদেরকেও খুনের হুমকি দিচ্ছিল সেই কারণেই তারা দু'জন মহম্মদ আরমানকে খুন করেছে। অন্যদিকে, শনিবারই ধৃত বশিরের বোন আসমা খাতুন স্বীকার করে নিয়েছিলেন বাবার খুনের বদলা নিতেই মহম্মদ আরমানকে খুন করেছে তাঁর ভাই। আসমার দাবি ছিল, মহম্মদ আরমান তাঁর ভাইকে খুন করতে চাইছিল। তার আগেই শেখ বশির মহম্মদ আরমানকে খুন করে। আসমা এও জানিয়েছেন যে মহম্মদ আরমান জেলে যাওয়ার পর আরমানের ভাই সরফরাজ এবং তাদের মা বাড়িতে এসে নিয়মিত হুমকি দিত। যে ভাবে তাদের বাবা উজিরকে খুন করা হয়েছে ঠিক সেই রকমভাবে বশিরকেও খুন করে দেওয়া হবে। তাঁদের বাবার মতো বশিরকেও দুনিয়া থেকে সরিয়ে দিতেই শনিবার আরমান বাড়ির কাছে আসে বলে জানিয়েছে আসমা। মূলত বাবার খুনের প্রতিশোধ নিতে তার ভাই ওই কাজ করেছে বলে দাবি করেন আসমা। পশ্চিমবঙ্গের আরও খবর পেতে এখনই . উত্তর ২৪ পরগনার খবর পাবেন এই । প্রতি মুহূর্তের লাইভ খবরের আপডেট পেতে ফলো করুন ।


from Bengali News, Bangla News, বাংলা সংবাদ, বাংলা নিউজ, News in Bengali, কলকাতা বাংলা খবর - Ei Samay https://ift.tt/oYQSh1m
Previous article
Next article

Leave Comments

Post a Comment

ads

Articles Ads 1

ads

Advertisement Ads