ফের ভারতের প্রশংসায় পঞ্চমুখ পাক প্রধানমন্ত্রী ইমরান খান! https://ift.tt/q0NztIg - MAS News bengali

ফের ভারতের প্রশংসায় পঞ্চমুখ পাক প্রধানমন্ত্রী ইমরান খান! https://ift.tt/q0NztIg

"India -র বিদেশ নীতি -এর থেকে ভালো", রবিবার এমনই মন্তব্য করলেন পাক প্রধানমন্ত্রী Imran Khan। বর্তমানে তাঁর কুর্সি টলমল। যে কোনও মুহূর্তে পদ খোয়াতে পারেন। এমতাবস্থায় ভারতের ভূয়সী প্রশংসাকে বেশ তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে কূটনৈতিক মহলের একাংশ। আগামী ২৫ মার্চ পাকিস্তানে আস্থাভোট রয়েছে। সেখানে বিরোধীদের দাবি মেনে সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করতে হবে ইমরান খানের সরকারকে। এই পরিস্থিতিতে Khyber Pakhtunkhwa-র Malakand -এর একটি Rally -তে দাঁড়িয়ে Pakistan -এর Prime Minister বলেন, "আমি আজ ভারতের বিদেশ নীতির প্রশংসা করতে বাধ্য হচ্ছি। সবসময় স্বতন্ত্র বিদেশ নীতি বজায় রেখে চলেছে তারা।" তাঁর সংযোজন, "বর্তমানে QUAD-এর সদস্য দেশ ভারত। আমেরিকাও কোয়াডের সদস্য। পশ্চিমী দেশগুলি রাশিয়ার সঙ্গে আর্থিক লেনদেন বন্ধ করা সত্ত্বেও সেখান থেকে তেলের আমদানি করে চলেছে ভারত। কারণ, ভারতের বিদেশ নীতি তাদের দেশের মানুষের স্বার্থের উপর নির্ভর করে।" ইমরান খানের দাবি, তাঁর বিদেশ নীতিও পাকিস্তানের সাধারণ মানুষের কথা মাথায় রেখে। তাঁর কথায়, আমি কখনও কারও সামনে মাথা নত করিনি। আমার দেশের মাথাও যাতে না নত হয়, সেদিকে খেয়াল রাখব। এই প্রথম নয়, চলতি বছরের জানুয়ারি মাসেও ভারতের প্রযুক্তিগত উন্নতি নিয়ে প্রশংসায় পঞ্চমুখ হয়েছিলেন ইমরান খান। বিনিয়োগ আনার জন্য কেন্দ্র যে নীতি নিয়েছে, তারও ভূয়সী প্রশংসা করেছিলেন তিনি। বর্তমানে আমেরিকা, জাপান কিংবা অস্ট্রেলিয়ার মতো QUAD দেশগুলি মস্কোর সঙ্গে যাবতীয় সম্পর্ক ছিন্ন করেছে। পুতিনের দেশের সঙ্গে তেলের আমদানির সম্পর্কও ছিন্ন করেছেন মার্কিন প্রেসিডেন্ট Joe Biden। এমনকী রাশিয়ার বিরুদ্ধে United Nations -এর General Assembly -তে নিন্দা প্রস্তাবও আনা হয়। কিন্তু, ভোটাভুটি থেকে বিরত থাকে ভারত। রাষ্ট্রসংঘে ভারতের স্থায়ী প্রতিনিধি টি এস তিরুমূর্তি জানিয়ে দেন, ইউক্রেনের উপর হামলার বিষয়টিকে ভারত সমর্থন করে না। বরং ভারতের পরামর্শ, দুই দেশ আলোচনার টেবিলে বিষয়টি মিটিয়ে নিক। যেদিন এই ভোটাভুটি চলছিল, সেদিন মস্কোতেই ছিলেন ইমরান খান। তাঁর সরকারও রাশিয়ার বিরুদ্ধে হওয়া ভোটাভুটি থেকে বিরত থেকেছিল। বর্তমানে ইমরান ঘনিষ্ঠ মন্ত্রীদের দাবি, তাঁর বিরুদ্ধে যে অনাস্থা প্রস্তাব আনার কথা চলছে, তার জন্য দায়ী পাকিস্তানের বিদেশ নীতি। পশ্চিমের দেশগুলি এক্ষেত্রে প্রভাব খাটাচ্ছে বলেও দাবি করছেন ইমরান ঘনিষ্ঠরা। দুনিয়ার আরও খবর পেতে । প্রতি মুহূর্তের লাইভ খবরের আপডেট পেতে ফলো করুন ।


from Bengali News, Bangla News, বাংলা সংবাদ, বাংলা নিউজ, News in Bengali, কলকাতা বাংলা খবর - Ei Samay https://ift.tt/pguVi1t
Previous article
Next article

Leave Comments

Post a Comment

ads

Articles Ads 1

ads

Advertisement Ads