মঙ্গলবার ভোরে আছড়ে পড়বে অশনি, বাংলায় কি হাওয়া বদল? https://ift.tt/8wBDm4N - MAS News bengali

মঙ্গলবার ভোরে আছড়ে পড়বে অশনি, বাংলায় কি হাওয়া বদল? https://ift.tt/8wBDm4N

উপকূলের আরও কাছে। আগামী কয়েক ঘণ্টার মধ্যেই দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে অবস্থানকারী নিম্নচাপটি গভীর নিম্নচাপে পরিণত হবে। পরে ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হয়ে আছড়ে পড়বে উপকূলে। তখন এর নাম হবে Cyclone Asani। যা শ্রীলঙ্কার দেওয়া। যদিও ওই সাইক্লোনটি পোর্ট ব্লেয়ার হয়ে মায়ানমারের দিকে চলে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এমনটাই জানাচ্ছেন আবহবিদরা। ফলত বাংলায় বিশেষ প্রভাব ফেলবে না ওই ঘূর্ণিঝড়। আপাতত নিকোবর দ্বীপপুঞ্জের উত্তর ও উত্তর-পূর্বে ১৮০ কিলোমিটার, পোর্ট ব্লেয়ারের দক্ষিণ ও দক্ষিণ-পূর্বে ১০০ কিলোমিটারেও কম দূরত্বে এবং মায়ানমারের ইয়াঙ্গনের দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিমে প্রায় ৭০০ কিলোমিটার দূরে অবস্থান করছে। এই নিম্নচাপের আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের আশপাশে অবস্থান করায় সেখানে আগামী কয়েক দিন অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ভূতত্ত্ববিদ ডা. সুজীব কর জানিয়েছেন, "এ বছর বাংলায় একের পর এক সাইক্লোন (Cyclone Update) ধেয়ে আসার সম্ভাবনা রয়েছে। জলবায়ুগত পরিবর্তনের ফলে গত বছর যে কটি সাইক্লোন এসেছে, তার চেয়ে এ বছর বেশি সাইক্লোন আসবে। দিনদিন এই ঘূর্ণিঝড়ের সংখ্যা বাড়বে।" "এ বছর বাংলায় একের পর এক সাইক্লোন ধেয়ে আসার সম্ভাবনা রয়েছে। জলবায়ুগত পরিবর্তনের ফলে গত বছর যে কটি সাইক্লোন এসেছে, তার চেয়ে এ বছর বেশি সাইক্লোন আসবে। দিনদিন এই ঘূর্ণিঝড়ের সংখ্যা বাড়বে।"


from Bengali News, Bangla News, বাংলা সংবাদ, বাংলা নিউজ, News in Bengali, কলকাতা বাংলা খবর - Ei Samay https://ift.tt/zbK8dlF
Previous article
Next article

Leave Comments

Post a Comment

ads

Articles Ads 1

ads

Advertisement Ads