রুপোলি অধ্যায়, অল ইংল্যান্ড ওপেনে রানার আপ ভারতের লক্ষ্য https://ift.tt/JtdMaPb - MAS News bengali

রুপোলি অধ্যায়, অল ইংল্যান্ড ওপেনে রানার আপ ভারতের লক্ষ্য https://ift.tt/JtdMaPb

তৃতীয় ভারতীয় শাটলার হিসেবে ইতিহাস তৈরির সুযোগ ছিল লক্ষ্য সেনের সামনে। ২১ বছরের খরা মেটানোর সুযোগ হাতছাড়া করলেন তিনি। বিশ্বের এক নম্বর শাটলার ভিক্টর অ্যাক্সেলসেনের কাছে হেরে গেলেন ভারতের তরুণ শাটলার। রানার আপ হিসেবে রুপো জয় করলেন Lakshya Sen। ফর্মের শীর্ষে থেকে ফাইনালে নেমেছিলেন। কিন্তু, অভিজ্ঞতার অভাব প্রকট হল ম্যাচে। অভিজ্ঞতার নিরিখে ম্যাচে শেষ হাসি হাসলেন ভিক্টর অ্যাক্সেলসেন। ম্যাচের ফলাফল ২১-১০, ২১-১৫। ম্যাচের শুরুটা আক্রমণাত্মক করেন ভিক্টর অ্যাক্সেলসেন। প্রথম ছয় পয়েন্ট পান তিনি। এরপর লক্ষ্য কামব্যাক করেন। মাঝের দিকে তিনি আক্রমণাত্মক খেলা শুরু করেন। কিন্তু, অ্যাক্সেলসেন ড্রপ ও স্ম্যাশে ফিরে আসেন। এই নিয়ে পরপর চারবার অল ইংল্যান্ড ওপেন খেললেন তিনি। অ্যাক্সেলসেন প্রথম গেম ২১-১০ এ এগিয়ে যান। প্রথম গেমে অ্যাক্সেলসেনের সঙ্গে মানাতে সমস্যায় পড়ছিলেন লক্ষ্য। দ্বিতীয় গেম থেকে ফেরার চেষ্টা করেন লক্ষ্য। কিন্তু,সেখানেও এগিয়ে থেকে শুরু করেন অ্যাক্সেলসেন। তবে লক্ষ্যকে পুরো ম্যাচেই ঠান্ডায় মাথায় দেখা গেছে। প্রথম গেমের থেকে দ্বিতীয় গেমে তিনি পালটা লড়াই দিলেও তা যথেষ্ট ছিল না। ২১-১৫ -তে দ্বিতীয় গেম জিতে যান অ্যাক্সেলসেন। দ্বিতীয় গেমের শেষের দিকে লক্ষ্য সেনকে সমস্যায় পড়তে দেখা গিয়েছিল। একটা সময় তাঁর সব আক্রমণ কার্যত ভোঁতা হয়ে গিয়েছিল। পুরো ম্যাচজুড়ে বিশ্বের এক নম্বর খেলোয়াড় ভিক্টর অ্যাক্সেলসেন লক্ষ্যকে কার্যত কোনও সুযোগ দিলেন না। একেবারে এক নম্বর তারকার মতো খেললেন। তবে লক্ষ্য যখনই আক্রমণাত্মক হয়েছেন, তখনই ভালো ফল পেয়েছেন। কোয়ার্টার ফাইনালে ওয়াকওভার পেয়েছিলেন লক্ষ্য। শনিবার সেমিফাইনাল ম্যাচে লক্ষ্য হারালেন মালয়েশিয়ার প্রতিপক্ষ লি জি জিয়াকে। খেলার ফলাফল ২১-১৩, ১২-২১, ২১-১৯ । গত বছর অল ইংল্যান্ড চ্যাম্পিয়নশিপ জয় করেছিলেন লি। ভারতীয় পুরুষ ব্যাডমিন্টন তারকাদের মধ্যে ইতিপূর্বে প্রকাশ পাড়ুকোন (১৯৮০) এবং পুলেল্লা গোপীচাঁদ (২০০১) এই অল ইংল্যান্ড ওপেন ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপের খেতাব জয় করেছিলেন। ভারতের এক নম্বর মহিলা ব্যাডমিন্টন তারকা সাইনা নেহওয়াল ২০১৫ সালে এই টুর্নামেন্টের রানার্স হয়েছিলেন। ইতিপূর্বে বিশ্ব চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ পদক পদক জয় করেছিলেন লক্ষ্য। বিগত ছ' মাস ধরেই দুর্দান্ত ফর্মে রয়েছেন তিনি। কিন্তু, শেষরক্ষা হল না। তবে ২০ বছর বয়সে যেই খেলা দেখিয়েছেন এই প্রবাসী বাঙালি। তিনি যে ভবিষ্যতে এই খরা কাটাবেন তা বলাই যায়।


from Bengali News, Bangla News, বাংলা সংবাদ, বাংলা নিউজ, News in Bengali, কলকাতা বাংলা খবর - Ei Samay https://ift.tt/08ZbnyU
Previous article
Next article

Leave Comments

Post a Comment

ads

Articles Ads 1

ads

Advertisement Ads