ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে আচমকাই গায়েব ১০ লাখ! অর্থাভাবে চিকিৎসা বন্ধ ক্যানসার আক্রান্ত বৃদ্ধার https://ift.tt/G8mCbNK - MAS News bengali

ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে আচমকাই গায়েব ১০ লাখ! অর্থাভাবে চিকিৎসা বন্ধ ক্যানসার আক্রান্ত বৃদ্ধার https://ift.tt/G8mCbNK

-এর শিকার এবার ক্যানসার আক্রান্ত বৃদ্ধা। দক্ষিণ কলকাতার বেহালা শকুন্তলা পার্কের সত্তোরোর্ধ্ব ক্যানসার আক্রান্ত বৃদ্ধার ফোনে কোনও OTP ছাড়াই তাঁর অ্যাকাউন্ট থেকে উধাও হয়ে গেল প্রায় ১০ লাখ টাকা। কী ভাবে ঘটল এই ? প্রতারণার এই ঘটনার পর তিনমাস পেরিয়ে গেলেও অভিযুক্তের হদিশ পায়নি পুলিশ। টাকাও উদ্ধারও হয়নি। ফলে থমকে গিয়েছে বৃদ্ধার মারণরোগের চিকিৎসা। পুলিশের কাছ থেকে কোনও সাহায্য মিলছে না বলেই অভিযোগ বেহালা শকুন্তলা পার্কের বাসিন্দা বাসন্তী চক্রবর্তী। অবসরপ্রাপ্ত কেন্দ্রীয় সরকারি কর্মী বাসন্তীর ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে গত বছর নভেম্বর মাসে ৯ লাখ ৮০ হাজার টাকা উধাও হয়ে যায়। কোনও OTP ছাড়াই টাকা উধাও হয়ে যায় বলে অভিযোগ বৃদ্ধার। পর্ণশ্রী থানায় অভিযোগও দায়েরও করেছেন তিনি। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কেন্দ্রীয় সরকারি সংস্থা, BSNL-এ কর্মরত ছিলেন পর্ণশ্রীর থানা এলাকার শকুন্তলা পার্কের বাসিন্দা বাসন্তী চক্রবর্তী। চাকরি থেকে অবসর নেওয়ার আগেই তাঁর শরীরে বাসা বাঁধে ক্যানসার রোগ। চাকরি থেকে অবসর নেওয়ার সময় যে টাকা পেয়েছিলেন, সেটা একটি রাষ্ট্রায়ত্ব ব্যাঙ্কে রেখে তা দিয়েই চিকিৎসার খরচ চালাতেন বাসন্তী। গত বছর নভেম্বর মাসে হঠাৎ করেই তাঁর ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে ৯ লাখ ৮০ হাজার টাকা গায়েব হয়ে যায়। বাসন্তী বলেন, ''প্রতারকদের কোনও ফোন বা মেসেজ আসেনি। কোনও OTP শেয়ার করিনি। তারপরেও অ্যাকাউন্ট থেকে পুরো টাকা গায়েব হয়ে যায়।'' ঘটনার পরই পর্ণশ্রী থানায় গিয়ে এ ব্যাপারে লিখিত অভিযোগ দায়ের করেন ৭৮ বছরের এই বৃদ্ধা। কিন্তু, থানার তরফে কোনও সহযোগীতা মেলেনি বলে অভিযোগ বৃদ্ধার। অগত্যা তিন মাস পর টাকা উদ্ধারের জন্য সংবাদমাধ্যমের দ্বারস্থ হয়েছেন বাসন্তী চক্রবর্তী। সংবাদমাধ্যমের সামনে টাকা ফেরত দেওয়ার আবেদন জানিয়ে বাসন্তীর আত্মীয় আবীর দাশগুপ্ত বলেন, “ওঁর চিকিৎসার জন্য প্রতি মাসে প্রচুর অর্থ খরচ হয়। এক একটি পরীক্ষা করতে ২০ থেকে ২২ হাজার টাকা লাগে। কিন্তু, টাকার অভাবে এখন চিকিৎসা বন্ধ।” একই কথা জানিয়ে বাসন্তী বলেন, “থানায় অনেকবার গিয়েছি। কিন্তু, কোনও সুরাহা মেলেনি। টাকার অভাবে আমার এখন চিকিৎসা বন্ধ।” বৃদ্ধার সুবিচারের দাবি জানিয়ে আবীর দাশগুপ্ত বলেন, “আসামীকে ধরা হোক। টাকাটা যেন ফিরে পাওয়া যায়। ক্যানসার রোগের চিকিৎসার অনেক খরচ। টাকাটা না হলে তার পক্ষে চিকিৎসা করাও সম্ভব হবে না।”


from Bengali News, Bangla News, বাংলা সংবাদ, বাংলা নিউজ, News in Bengali, কলকাতা বাংলা খবর - Ei Samay https://ift.tt/mJ4sdvK
Previous article
Next article

Leave Comments

Post a Comment

ads

Articles Ads 1

ads

Advertisement Ads