২৪ ঘণ্টার মধ্যেই আছড়ে পড়তে চলেছে সাইক্লোন, সোমবার কী প্রভাব পড়বে রাজ্যে? https://ift.tt/cpln5mW - MAS News bengali

২৪ ঘণ্টার মধ্যেই আছড়ে পড়তে চলেছে সাইক্লোন, সোমবার কী প্রভাব পড়বে রাজ্যে? https://ift.tt/cpln5mW

(Sitrang) আগামী ২৪ ঘণ্টার মধ্যেই আছড়ে পড়বে ভারতের উপকূলীয় অঞ্চলে। তবে এর যেরে বাংলায় হাওয়া বদল হবে কিনা, তা নিয়ে আশঙ্কার মেঘ ঘণীভূত হচ্ছিল। যদিও আবহাওয়া দফতরের আশ্বাস, এই ঘূর্ণিঝড়ের তেমন কোনও প্রভাবই পড়বে না বঙ্গে। বর্তমানে দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর (South East Bay Of Bengal) এবং সংলগ্ন আন্দামান সাগর এবং ভারত মহাসাগরের পূর্বদিকে নিম্নচাপ ঘনীভূত হয়েছে। যা ধীরে ধীরে পূর্বদিক থেকে উত্তর-পূর্ব দিকে সরে আসছে। শনিবারই গভীর নিম্নচাপে পরিণত হয়ে গিয়েছে ওই নিম্নচাপ। রবিবারের মধ্যে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের উপরে অবস্থান করবে সেটি। সোমবারই তা উত্তর ও উত্তর পূর্ব দিক দিয়ে মায়ানমারের উত্তর দিক ও দক্ষিণ পূর্ব বাংলাদেশের উপর আছড়ে পড়বে। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, পশ্চিমবঙ্গে (West Bengal) এই ঘূর্ণিঝড়ের সরাসরি কোনও প্রভাবই পড়বে না। তবে () নামের ওই ঘূর্ণিঝড় বাংলাদেশ (Bangladesh) ও উত্তর মায়ানমারের (North Myanmar) দিকে এগোবে। ফলত বাংলার উপকূলের জেলাগুলিতে প্রচুর পরিমাণ জলীয় বাষ্প প্রবেশ করতে পারে বলে খবর। যদিও তাতে আর্দ্রতাজনিত অস্বস্তি আরও বাড়বে বই কমবে না। বর্তমানে ঊর্ধ্বমুখী শহরের তাপমাত্রা (Kolkata Temperature)। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, রবিবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৬ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৪ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ থাকবে ৯৪ শতাংশ। ফলে মার্চেই বঙ্গবাসীর হাঁসফাঁস অবস্থা। চৈত্রের শুরুতেই রেকর্ড গরম কলকাতায়। যদিও পরিসংখ্যান বলছে মার্চের শেষের দিকে কলকাতায় তাপমাত্রা বৃদ্ধির ঘটনা আগেও হয়েছে। একাধিকবার ৪০ ডিগ্রিও ছুঁয়েছে শহরের তাপমাত্রা। কয়েকদিন আগে পর্যন্ত শহর কলকাতায় সকালের দিকে ছিল হালকা শীতের আমেজ। কিন্তু, ভোরের দিকে সেই শীত শীত ভাব কার্যত গায়েব। বাড়ছে গরম। আগামী চার থেকে পাঁচ দিনে ৪ ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে তাপমাত্রার পারদ। দিনের বেলা আরও গরম বাড়বে। জেলাগুলিতে সকাল এবং সন্ধ্যার দিকে শীত শীত ভাব অনুভূত হত কিছুদিন আগে পর্যন্ত। কিন্তু, গায়েব হতে চলেছে এই আমেজও। উত্তরবঙ্গেও বৃষ্টিপাতের কোনও সম্ভাবনা নেই বলে জানা যাচ্ছে। সেখানেও জেলাগুলির তাপমাত্রা ধীরে ধীরে বাড়তে শুরু করবে। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, আপাতত রাজ্যে বৃষ্টিপাতের কোনও সম্ভাবনা নেই।


from Bengali News, Bangla News, বাংলা সংবাদ, বাংলা নিউজ, News in Bengali, কলকাতা বাংলা খবর - Ei Samay https://ift.tt/YKau2Et
Previous article
Next article

Leave Comments

Post a Comment

ads

Articles Ads 1

ads

Advertisement Ads