ইতিহাসের দোরগোড়ায়, এক কদম দূরে 'লক্ষ্য'পূরণ https://ift.tt/IUBhjyu - MAS News bengali

ইতিহাসের দোরগোড়ায়, এক কদম দূরে 'লক্ষ্য'পূরণ https://ift.tt/IUBhjyu

ফর্মের ধারাবাহিকতা দেখিয়ে অল ইংল্যান্ড ওপেন ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপের ফাইনালে পৌঁছে গেলেন ভারতের ১ নম্বর শাটলার ()। ২১ বছর পর কোনও ভারতীয় পুরুষ ব্যাডমিন্টন ফাইনালে উঠলেন। কোয়ার্টার ফাইনালে গতকাল ওয়াকওভার পেয়েছিলেন। শনিবার সেমিফাইনাল ম্যাচে লক্ষ্য হারালেন মালয়েশিয়ার প্রতিপক্ষ লি জি জিয়াকে। খেলার ফলাফল ২১-১৩, ১২-২১, ২১-১৯ । গত বছর অল ইংল্যান্ড চ্যাম্পিয়নশিপ জয় করেছিলেন লি। কিন্তু, দাপট পুরো ম্যাচেই বজায় রাখলেন এই প্রবাসী বাঙালি। ১ ঘণ্টা ১৬ মিনিটের স্নায়ুযুদ্ধ জয় করে ফাইনালের টিকিট পেয়ে গেলেন লক্ষ্য। এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি, ভারতীয় পুরুষ ব্যাডমিন্টন তারকাদের মধ্যে ইতিপূর্বে প্রকাশ পাড়ুকোন এবং পুলেল্লা গোপীচাঁদ এই অল ইংল্যান্ড ওপেন ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপের খেতাব জয় করেছিলেন। এবার লক্ষ্য সেই স্বপ্নপূরণ আরও একবার করতে পারেন কি না, এখন সেইদিকেই প্রত্যেকের নজর রয়েছে। প্রথম গেমে জয়লাভ করে শুরুটা বেশ ভালোই করেছিলেন বিশ্ব ব্যাডমিন্টন ব়্যাঙ্কিংয়ে থাকা লক্ষ্য সেন। কিন্তু, দ্বিতীয় গেমে ঘটে যায় ছন্দপতন। আর সেকারণেই মালয়েশিয়ার ব্যাডমিন্টন তারকা লি জি জিয়া সহজেই জয়লাভ করেন। তবে তৃতীয় গেমে এই দুই খেলোয়াড়ের মধ্যে যথেষ্ট কঠিন লড়াই দেখতে পাওয়া যায়। সত্যি কথা বলতে কী, একটা সময় তো তৃতীয় গেমে লক্ষ্য ১২-১৬ ব্যবধানে পিছিয়েও পড়েছিলেন। কিন্তু এরপরই অসাধারণ পারফরম্যান্সের জোরে তিনি কামব্যাক করেন। এবং সেইসঙ্গে এই সেমিফাইনাল ম্যাচটাও নিজের পকেটে পুরে নেন। এই টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনালে চিনের লু গুয়াং ঝু লক্ষ্য সেনকে ওয়াকওভার দিয়ে দিয়েছিলেন। অন্যদিকে লি জি জিয়া জাপানের কেন্তো মোমোটার বিরুদ্ধে কঠিন লড়াইয়ের পর জয়লাভ করেছিলেন। ইতিপূর্বে এই টুর্নামেন্টের তৃতীয় বাছাই এন্টোনসেনকে হেলায় হারিয়েছিলেন লক্ষ্য। ম্যাচের ফলাফল দাঁড়িয়েছিল ২১-১৬ এবং ২১-১৮। অ্যান্ডার্স এন্টোনসেন ইতিপূর্বে দু'বার বিশ্ব চ্যাম্পিয়নশিপের খেতাব জয় করেছেন। এবার লক্ষ্যের সামনে ফাইনাল ম্যাচ জয়ের সুবর্ণ সুযোগ রয়েছে। আগেই বলা হয়েছে, প্রকাশ পাড়ুকোন (১৯৮০) এবং পুলেল্লা গোপীচাঁদ (২০০১) ছাড়া আর কেউ এই খেতাব জয় করতে পারেনি। ইতিপূর্বে ভারতের একনম্বর মহিলা ব্যাডমিন্টন তারকা সাইনা নেহওয়াল ২০১৫ সালে এই টুর্নামেন্টের রানার্স হয়েছিলেন। ইতিপূর্বে বিশ্ব চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ পদক পদক জয় করেছিলেন লক্ষ্য। বিগত ৬ মাস ধরেই দুর্দান্ত ফর্মে রয়েছেন তিনি।


from Bengali News, Bangla News, বাংলা সংবাদ, বাংলা নিউজ, News in Bengali, কলকাতা বাংলা খবর - Ei Samay https://ift.tt/vWUtCSV
Previous article
Next article

Leave Comments

Post a Comment

ads

Articles Ads 1

ads

Advertisement Ads