দ্য কাশ্মীর ফাইলস মাস্ট ওয়াচ সিনেমা: দিলীপ https://ift.tt/Y8SiLkK - MAS News bengali

দ্য কাশ্মীর ফাইলস মাস্ট ওয়াচ সিনেমা: দিলীপ https://ift.tt/Y8SiLkK

দেখতে শনিবার সিনেমা হলে পৌঁছেছিলেন BJP -র সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ। শনিবার ছবিটি দেখে বেরনোর সময় দিলীপ বলেন, "সিনেমাটা সকলের দেখা উচিত।" তাঁর সংযোজন, "বিশ্বে হিন্দুদের উপর হওয়া অত্যাচার নিয়ে নানা অত্যাচার হয়েছে। তার উপর বহু সিনেমা হয়েছে। হিটও হয়েছে। লোকে দেখেছে ওই ছবি। কাশ্মীরের পণ্ডিতদের উপর হওয়া অত্যাচার সম্পর্কে জানার জন্য দ্য কাশ্মীর ফাইলস সকলের দেখা উচিত। একটা ইতিহাস চেপে রাখা হয়েছিল। সেটা সকলের জানা উচিত।" এদিন সিনেমা হলে ঢোকার সময় তৃণমূল সরকারকে কটাক্ষ করেন রাজনীতিক। আনিস খানের রহস্যমৃত্যুর পাশাপাশি কাউন্সিলার খুনের পিছনেও পরোক্ষে শাসকদলের বিরুদ্ধে অভিযোগের আঙুল তুললেন তিনি। তাঁর কথায়, "এসব তৃণমূল সরকারের পলিসি।" জানা গিয়েছে, এদিন সল্টলেকের একটি প্রেক্ষাগৃহে ‘দ্য কাশ্মীর ফাইলস’ সিনেমাটি দেখতে আসেন BJP-র সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ। সিনেমা দেখে বেরিয়েই সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্যের আইন-শৃঙ্খলা নিয়ে তৃণমূল সরকারকে একহাত নেন দিলীপ ঘোষ। সম্প্রতি পানিহাটি ও ঝালদার কাউন্সিলার থেকে কয়েকদিন আগে খুন হওয়া বাম ছাত্র নেতা আনিসের প্রসঙ্গ তুলে তিনি বলেন, “ছোটখাটো ঘটনা ঘটানোর জন্য আনিস খানকে হত্যা করা হয়েছে। আমার মনে হয়, পুলিশকে পরীক্ষা করার জন্যই আনিস খানকে হত্যা করানো হয়েছে। এটা ওঁদের পলিসি। একদিনে দু'জন কাউন্সিলারকেও হত্যা করা হয়েছে।” একইসঙ্গে চার বিধায়কের সুরক্ষা বাড়ানোর প্রসঙ্গে BJP সাংসদ বলেন, “এক-একজন মানুষের পিছনে পুলিশ দিয়ে এখানে অ্যাডমিনিস্ট্রেশন চলছে। ১০ কোটি মানুষের সুরক্ষার কী ব্যবস্থা আছে? কলকাতায় প্রকাশ্যে গুলি চলছে দিনেরবেলা। পুলিশেরও ভয় নেই। কেউ ধরাও পড়ছে না, শাস্তিও হচ্ছে না।” তাঁর প্রশ্ন, “এটা কোনও আইন-শৃঙ্খলা? যদি অপরাধ হয় তার সাজা হওয়া উচিত। পুলিশ কী করছে? কতজনকে সাজা দিয়েছে? শত শত খুন হচ্ছে। পুরুলিয়ার ঝালদার কাউন্সিলার খুনের পিছনে বিহারের আততায়ীরা রয়েছে বলে অভিযোগ তুলেছেন রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম। তবে ‘সীমানা পাহারা দিতে পারব না’ বলেও জানিয়েছেন তিনি। এর পরিপ্রেক্ষিতে বলেন, “কিছুই পারবেন না! বেতন দিতে পারবেন না! পেনশন দিতে পারবেন না! পুলিশ-প্রশাসন সামলাতে পারবেন না! তাহলে কেন ক্ষমতায় বসে আছেন? সরে যান। বাংলার মানুষ তো পারব না শুনতে ভোট দেয়নি। দিদি সব পারেন! বিশ্বনেত্রী আজকে পারবেন না কেন বলছেন?” তৃণমূল সরকারের পাশাপাশি দলীয় বিরোধ নিয়ে টুইট প্রসঙ্গে এদিন তথাগত রায়কেও বিঁধেছেন দিলীপ ঘোষ। তথাগত রায়কে কার্যত "কাপুরুষ" তকমা দিয়ে দিলীপের কটাক্ষ, “যাঁরা বাড়িতে বসে জ্ঞান দিচ্ছেন তাঁরা গিয়ে রাস্তায় দাঁড়ান, যেখানে কর্মীরা মার খাচ্ছে। তাঁদের এই কথাগুলো বলুন। বাড়িতে বসে টুইট করার মধ্যে কোনও বীরত্ব নেই। কাপুরুষরা এই সব কাজ করে।”


from Bengali News, Bangla News, বাংলা সংবাদ, বাংলা নিউজ, News in Bengali, কলকাতা বাংলা খবর - Ei Samay https://ift.tt/OQhxBMI
Previous article
Next article

Leave Comments

Post a Comment

ads

Articles Ads 1

ads

Advertisement Ads