ইউক্রেনে রুশ আগ্রাসন নিয়ে মোদীর কাছে ক্ষোভপ্রকাশ জাপানের প্রধানমন্ত্রীর https://ift.tt/4q82Guk - MAS News bengali

ইউক্রেনে রুশ আগ্রাসন নিয়ে মোদীর কাছে ক্ষোভপ্রকাশ জাপানের প্রধানমন্ত্রীর https://ift.tt/4q82Guk

Japan-এর প্রধানমন্ত্রীর গলায় রাশিয়াকে নিয়ে উষ্মার সুর। শনিবার ভারত সফরে এসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী(Narendra Modi)র কাছে Ukrain সংঘাত নিয়ে একপ্রকার নালিশ জানান তিনি। তবে কূটনৈতিক বাধ্যবাধকতার কারণেই Ukraine নিয়ে কোনও শব্দ উল্লেখ করেননি প্রধানমন্ত্রী মোদী (Narendra Modi) । ইউক্রেন প্রসঙ্গে জাপ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিজের মতামত জানিয়েছেন বলে জানান তিনি। সম্প্রতি রাষ্ট্রসঙ্ঘের আয়োজিত ভোটাভুটিতে ভারত রাশিয়ার বিপক্ষে ভোটদানে বিরত থাকলেও মস্কোর বিরুদ্ধে ভোট দেয় টোকিও। তারপরই মস্কোর প্রকাশিত শত্রু দেশের তালিকায় ঠাঁই পায় জাপান। এচাড়াও দিল্লির হায়দ্রাবাদ হাউজে আয়োজিত বৈঠকে আগামী পাঁচ বছরে ভারতে বিপুল বিনিয়োগের জন্য প্রতিশ্রুতি দিয়েছেন জাপানের প্রধানমন্ত্রী ফুমিয়া কিশিদার। শনিবার ভারত সফরে আসেন জাপানের প্রধানমন্ত্রী। হায়দ্রাবাদ হাউসে বৈঠক করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে। বৈঠকের পর তিনটি মৌ চুক্তি স্বাক্ষরিত হয় নয়াদিল্লি ও টোকিওর মধ্যে। এমনটাই জানানো হয়েছে বিদেশ মন্ত্রকের তরফে। বিদেশমন্ত্রক সূত্রে খবর, আগামী পাঁচ বছরে তিন লক্ষ কুড়ি হাজার কোটি টাকা বিনিয়োগ করবে জাপান। পাশাপাশি ভারতে বুলেট ট্রেনের বিনিয়োগ নিয়েও আলোচনা হয় দু দেশের প্রধানমন্ত্রীর মধ্যে। প্রসঙ্গত মুম্বাই আমেদাবাদ রুটি বুলেট ট্রেন চালানোর জন্য বেশ কিছু বছর আগেই চুক্তিবদ্ধ হয়েছিল ভারতে জাপান। সে সময় জাপানের প্রধানমন্ত্রী ছিলেন শিনজো আবে। এদিন কিশিদা জানিয়েছেন, ভারতে বৈদ্যুতিক গাড়ি তৈরি করবে জাপানের সংস্থাগুলি। বুলেট ট্রেন ছাড়া এদিনের আলোচনায় উঠে আসে একাধিক বিষয়ে। অর্থনৈতিক রাজনৈতিক পরিকাঠামো উত্তর-পূর্ব ভারতের উন্নয়ন সহ একাধিক বিষয়ে আলোচনা হয় দুই দেশের প্রধানমন্ত্রীর মধ্যে। দীর্ঘদিন ধরে প্রাক্তন প্রাক্তন প্রধানমন্ত্রী শিনজো আবের আমল থেকেই নয়াদিল্লির সঙ্গে ঘনিষ্টতা বাড়িয়েছে টোকিও। সেই ধারাই অক্ষুন্ন রাখতে চান কিশিদা। মত বিশেষজ্ঞমহলের। উল্লেখ্য, ২০২১ সালের অক্টোবরে জাপানের প্রধানমন্ত্রী পদে বসেন কিশিদা। সেই সময় কূটনৈতিক সৌজন্যে প্রধানমন্ত্রী মোদী তাঁকে শুভেচ্ছা জানান। এটাই ছিল কিশিদারপ্রথম ভারত সফর। এশিয়া প্রশান্ত মহাসাগরে চিনকে প্রতিহত করতে জাপানের সঙ্গে কোয়াড গোষ্ঠীভুক্ত হয়েছে ভারত। এই দুটি দেশ ছাড়াও সেই গোষ্ঠীতে রয়েছে আমেরিকা ও অস্ট্রেলিয়াও। কৌশলগত সম্পর্কের পাশাপাশি ভারতে জাপানের বিনিয়োগ আগামী দিনে এই দুই দেশকে আরো ঘনিষ্ট করে তুলবে বলেই মনে করছে কূটনৈতিক মহল।


from Bengali News, Bangla News, বাংলা সংবাদ, বাংলা নিউজ, News in Bengali, কলকাতা বাংলা খবর - Ei Samay https://ift.tt/InwPVQ2
Previous article
Next article

Leave Comments

Post a Comment

ads

Articles Ads 1

ads

Advertisement Ads