ফুটবল বিশ্বকাপ থেকে রাশিয়াকে বহিষ্কার ফিফার https://ift.tt/dL5Tglf - MAS News bengali

ফুটবল বিশ্বকাপ থেকে রাশিয়াকে বহিষ্কার ফিফার https://ift.tt/dL5Tglf

এই সময় ডিজিটাল ডেস্ক: ক্রীড়াজগতে রাশিয়ার কফিনে শেষ পেরেকটা সম্ভবত পুঁতে দিল FIFA। রাশিয়াকে ফুটবল বিশ্বকাপ সহ সমস্তরকম আন্তর্জাতিক প্রতিযোগিতা থেকে বহিষ্কার করে দিল FIFA ও UEFA। সোমবার একটি যৌথ বিবৃতিতে একথা ঘোষণা করা হয় দুই সংস্থার পক্ষ থেকে। পাশাপাশি ইউরোপিয়ান ফুটবলারদের গর্ভনিং বডি রাশিয়ার শক্তি উৎপাদনকারী সংস্থা গজপ্রোম-এর সঙ্গে চুক্তি বাতিল করে। গত রবিবার FIFA-র পক্ষ থেকে জানানো হয়েছিল, দলের নাম, দেশের পতাকা ও জাতীয় সঙ্গীত বাদে খেলতে পারবে রাশিয়া। যার বিরোধিতা শুরু করে ফুটবল খেলিয়ে দেশগুলো। বিশেষ করে বিরোধিতা আসতে থাকে ইউরোপের দেশগুলো থেকে। যারপর এবার রাশিয়াকে বের করেই দিল। এই ঘোষণার পর আসন্ন ইউরোপিয়ান প্রতিযোগিতায় রাশিয়ার অংশগ্রহণেও প্রভাব পড়বে। দুই সংস্থার যৌথ বিবৃতিতে বলা হয়, “FIFA এবং UEFA সিদ্ধান্ত নিয়েছে যে সব রাশিয়ান দল, সে দেশের হয়ে প্রতিনিধিত্ব করুক বা রাশিয়ান ক্লাবের হয়ে, তাদের FIFA ও UEFA-র সমস্ত প্রতিযোগিতা থেকে বহিষ্কার করা হল। আগামী নোটিশ পর্যন্ত এই সিদ্ধান্ত বলবৎ থাকবে।” ২৪ মার্চ বিশ্বকাপের যোগ্যতাঅর্জনকারী ম্যাচের প্লে অফে পোল্যান্ডের বিরুদ্ধে মুখোমুখি হওয়ার কথা রাশিয়ার পুরুষ দলের। পোল্যান্ড আগেই রাশিয়ার বিরুদ্ধে খেলতে অস্বীকার করেছিল। যার অর্থ, ২০২২ কাতার বিশ্বকাপে দেখা যাবে না রাশিয়াকে। পোল্যান্ড ফুটবল অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট সিরাজি কুলেসজা বলেন, “ফুটবল এখানে সঙ্ঘবদ্ধ হয়েছে এবং ইউক্রেনে আক্রান্ত মানুষদের প্রতি আমাদের পূর্ণ সহানুভূতি আছে।” FIFA-র দুই কর্তা জিয়ান্নি ইনফ্যান্তিনো ও আলেকজান্ডার শেফেরিন আশা করেছিলেন ইউক্রেনের পরিস্থিতি ভালো হবে। অর্থাৎ রাশিয়া তাদের আগ্রাসন কিছুটা হলেও কমবে। ফুটবলের মাধ্যমে সমঝোতা সম্ভব বলে মনে করেছিলেন তাঁরা। কিন্তু তাঁদের নরম মনোভাবে কোনও কাজ দেয়নি। UEFA-র চু্ক্তি বাতিল ২০১২ সাল থেকে ইউরোপিয়ান ফুটবলের সর্বোচ্চ সংস্থা UEFA-র প্রধান বিনিয়োগকারী গজপ্রোমের সঙ্গে চুক্তি বাতিল করেছে UEFA। ২০২৪ সাল পর্যন্ত মোট ৪৫ মিলিয়ন ডলারের চুক্তি ছিল দুই সংস্থার মধ্যে। তবে UEFA-র কার্যকরি কমিটিতে থাকা রাশিয়ার ফুটবল ফেডারেশনের প্রেসিডেন্ট অ্যালেকজান্ডার ডুয়োকোভ তাঁর পদে থাকবেন কি না সেই ব্যাপারে এখনও সিদ্ধান্ত নেয়নি UEFA। বিশ্বকাপের প্লে অফ এবার কীভাবে হবে তা নিয়ে দ্রুত সিদ্ধান্ত নিতে হবে FIFA-কে। দোহাতে ১ এপ্রিল বিশ্বকাপের ড্র হবে। আগামী জুলাই মাসে মহিলাদের ইউরোতে রাশিয়া নেদারল্যান্ড, সুইডেন ও সুইৎজারল্যান্ডের সঙ্গে একই গ্রুপে আছে।


from Bengali News, Bangla News, বাংলা সংবাদ, বাংলা নিউজ, News in Bengali, কলকাতা বাংলা খবর - Ei Samay https://ift.tt/D9p4TS8
Previous article
Next article

Leave Comments

Post a Comment

ads

Articles Ads 1

ads

Advertisement Ads