''পাকিস্তান থেকে জীবিত ফিরবেন না'', অজি ক্রিকেটারকে হুমকি https://ift.tt/MUFHJvk - MAS News bengali

''পাকিস্তান থেকে জীবিত ফিরবেন না'', অজি ক্রিকেটারকে হুমকি https://ift.tt/MUFHJvk

এই সময় ডিজিটাল ডেস্ক: পাকিস্তানে (Pakistan) খেলতে যাওয়ার আগে ফের ক্রিকেটারকে হুমকি। পাকিস্তানের মাটিতে বহু প্রত্যাশিত অস্ট্রেলিয়া পাক সিরিজের () আগে ক্যাঙারু ব্রিগেডের অল রাউন্ডার, অ্যাশটন অ্যাগারকে () হুমকি দেওয়া হল। এশিয়ার কোনও দেশে খেলতে গেলেই তাঁর মৃত্যু হবে! এভাবেই সতর্ক করা হল তাঁকে। অজি সাংবাদমাধ্যমের খবর অনুযায়ী, সোশ্যাল মিডিয়ায় অ্যাগারকে এই হুমকি দেওয়া হয়েছে। একটি ভুয়ো ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে কথাগুলি লেখা হয়েছিল অজি ক্রিকেটারকে। গোটা বিষয়টি ইতিমধ্যেই তিনি ক্রিকেট অস্ট্রেলিয়া এবং পাকিস্তান বোর্ডকে জানিয়েছেন। এই হুমকি ভারতের কোনও ভুয়ো ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট পাঠানো হয়েছে বলেও চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে। গোটা বিষয়টি নিয়ে ক্রিকেট অস্ট্রেলিয়া অফিসিয়াল বিবৃতিও দিয়েছে। লেখা হয়েছে: "ক্রিকেট অস্ট্রেলিয়া একটি সোশ্যাল মিডিয়া পোস্ট সম্পর্কে অবগত। যার সত্যতা যাচাইয়ে তদন্ত করা হচ্ছে। এই ধরণের সামাজিক মিডিয়া কার্যকলাপের জন্য আরও নিরাপত্তার পরিকল্পনা রয়েছে। কেবলমাত্র অ্যাগারই নন, তাঁর স্ত্রীকেও হুমকি দেওয়া হয়েছে। তাঁকে লেখা হয়, "আপনার স্বামী অ্যাশটন অ্যাগারের জন্য একটি সতর্কবাণী রইল। তিনি যদি পাকিস্তান সফরে খেলতে যান, তবে তিনি জীবিত ফিরে আসবেন না।" যদিও পাকিস্তানে পৌঁছে কোনও নিরাপত্তার অভাব বোধ করছেন না বলেই জানিয়েছেন অজি ক্রিকেটাররা। সেই বার্তাই সবার প্রথম সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে জানান স্টিভ স্মিথ। অস্ট্রেলিয়া দলের জন্য যথাযথ নিরাপত্তা ব্যবস্থা করেছে পাকিস্তান সরকার ও ক্রিকেট বোর্ড। ইসলামাবাদে অস্ট্রেলিয়ার টিম হোটেলের নিরাপত্তার দায়িত্বে মোতায়েন করা হয়েছে চার হাজার পুলিশ কর্মী ও সেনাকে। কামিন্সরা যখন বাসে করে অনুশীলনে বা ম্যাচ খেলতে যাবেন, সে সময় সংশ্লিষ্ট রাস্তার ১৫ কিলোমিটার দূর পর্যন্ত সমস্ত যানবাহন চলাচল নিষিদ্ধ করা হয়েছে। গোটা যাত্রা পথে নজরদারি চালাবে সেনা হেলিকপ্টার। রাওয়ালপিণ্ডির স্টেডিয়ামকেও যেন একটা আস্ত দুর্গে পরিণত করা হয়েছে। স্টেডিয়ামের কাছাকাছি বহুতলগুলিতে মোতায়ন থাকবে স্নাইপার। খেলার দিন স্টেডিয়ামের কাছাকাছি সমস্ত দোকান এবং অফিস বন্ধ রাখর নির্দেশ জারি করেছে প্রশাসন। করাচি এবং লাহোরেও একইরকম নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে অস্ট্রেলিয়ার ক্রিকেটারদের জন্য। আগামী ৪ মার্চ রাওয়ালপিন্ডিতে অস্ট্রেলিয়া পাকিস্তান প্রথম টেস্ট। অতীতে নিউজিল্যান্ড এবং ইংল্যান্ডও হুমকির স্বীকার হয়। গত বছর নিউজিল্যান্ড এবং ইংল্যান্ডের ক্রিকেটারদের পাকিস্তান খেলতে যাওয়ার আগে মৃত্যুর হুমকি দিয়েছিল বলে রটে যায়। কিউইরা ও ব্রিটিশরা পাকিস্তানে সিরিজ আর খেলেনি। এরপরে পাকিস্তান ক্রিকেট বোর্ড ভারতকে একহাত নিয়ে জানায় পাকিস্তানের নাম বিশ্ব ক্রিকেটের কাছে খারাপ করতেই ভারত থেকে ভুয়ো আকাউন্ট খুলে ক্রিকেটারদের হুমকি দেওয়া হচ্ছে


from Bengali News, Bangla News, বাংলা সংবাদ, বাংলা নিউজ, News in Bengali, কলকাতা বাংলা খবর - Ei Samay https://ift.tt/HcvL5du
Previous article
Next article

Leave Comments

Post a Comment

ads

Articles Ads 1

ads

Advertisement Ads