গ্রাহক স্বার্থে Fixed Deposit-এ সবথেকে বেশি সুদ দিচ্ছে কোন ব্যাঙ্ক? দেখে নিন… https://ift.tt/2dnjEce - MAS News bengali

গ্রাহক স্বার্থে Fixed Deposit-এ সবথেকে বেশি সুদ দিচ্ছে কোন ব্যাঙ্ক? দেখে নিন… https://ift.tt/2dnjEce

Interest Rates- এমন একটি বিষয়, যার উপর মধ্যবিত্ত সবথেকে বেশি নির্ভর করে থাকে। এবার এখানে একটি বিষয় রয়েছে, বর্তমানে গোটা দেশে বিভিন্ন ব্যাঙ্ক সুদের হার কমিয়ে দিয়েছে। উপরন্তু, বর্তমানে সারা বিশ্ব তো বটেই এমনকি গোটা দেশেও বিপুল জনপ্রিয়তা পেয়েছে অন্য নানা বিনিয়োগ মাধ্যম। মিউচুয়াল ফান্ড থেকে শুরু করে ক্রিপ্টোকারেন্সি-- সমস্ত বিনিয়োগ মাধ্যমই বেশ জনপ্রিয়তা লাভ করেছে। কিন্তু এই প্রতিটি মাধ্যমের ক্ষেত্রেই প্রধান যে সমস্যা রয়েছে, তা হল-- ঝুঁকি। আর এই ঝুঁকির কারণেই অনেকে বিনিয়োগ করতে চান না এই মাধ্যমে। তাই এখনও ফিক্সড ডিপোজিট ( Fixed Deposit) বা FD- এর উপর সম্পূর্ণ আস্থা হারাননি মধ্যবিত্ত। Read More : সাম্প্রতিককালে দেশের সমস্ত ব্যাঙ্কগুলি সুদের হার বাড়িয়েছে ফিক্সড ডিপোজিট ( Fixed Deposit) বা FD- এর উপর। গ্রাহক-স্বার্থে এই পদক্ষেপ নিয়েছে ব্যাঙ্কগুলি। একনজরে দেখে নেওয়া যাক-- কোন ব্যাঙ্কে ঠিক কপ্তটা সুদ বেড়েছে। SBI এর সুদের হার… দেশের রাষ্ট্রায়ত্ত সর্বোচ্চ লেনদেনকারী সংস্থা State Bank of India বা SBI সাধারণ গ্রাহকদের জন্য 2.90-5.50% হার সুদ প্রদান করে থাকে। বরিষ্ঠ সাধারণ নাগরিকদের জন্য এই সুদের হার 3.40-6.30%। HDFC ব্যাঙ্কের সুদের হার… দেশের অন্যতম বৃহৎ লেনদেনকারী বেসরকারি সংস্থার সাধারণ গ্রাহকদের জন্য সুদের হার 2.50-5.60%। সিনিয়র সিটিজেনদের জন্য সুদের হার 3.00-6.35%। অ্যাক্সিস ব্যাঙ্কের সুদের হার… Axis Bank বা অ্যাক্সিস ব্যাঙ্কের স্থায়ী আমানত বা Fixed Deposit এ সাধারণ গ্রাহকদের উপর সুদের হার 2.50 - 5.75%। বরিষ্ঠ সাধারন নাগরিকদের ( Senior Citizen) জন্য সুদের হার 2.50-6.50%। ব্যাঙ্ক অফ বরোদার সুদের হার ব্যাঙ্ক অফ বরোদা ( Bank of Baroda) বা BOB এর সুদের হার 2.80-5.25%। এটা সাধারণ নাগরিকদের জন্য। বরিষ্ঠ সাধারণ নাগরিকদের জন্য সুদের হার 3.30-6.25%। IDFC ব্যাঙ্কের সুদের হার এই ব্যাঙ্ক সবথেকে বেশি সুদ প্রদান করে থাকে৷ এই ব্যাঙ্কের সাধারণ গ্রাহকদের জন্য সুদের হার 2.50-6.00%। বরিষ্ঠ সাধারণ নাগরিকদের ( Senior Citizen) জন্য সুদের হার 3.30-6.50%। Read More : এই ব্যাঙ্কগুলির কোনটিতে আপনার অ্যাকাউন্ট আছে? কমেন্টে জানান আমাদের। উক্ত ব্যাঙ্কগুলো ছাড়াও IDBI ব্যাঙ্ক থেযে শুরু কানাড়া ব্যাঙ্ক কিংবা ব্যাঙ্ক অফ ইন্ডিয়াও সুদের হার বাড়িয়েছে।
Bank FD Interest Rate (Normal) FD Interest Rate ( Senior Citizens)
State Bank Of India 2.90-5.50% 3.40-6.30%
HDFC Bank 2.50-5.60% 3.00-6.35%
Axis Bank 2.50-5.75% 2.50-6.50%
IDFC Bank 2.50-6.00% 3.30-6..50%
Bank of Baroda 2.80-5.25% 3.30-6.25%
Read More :


from Bengali News, Bangla News, বাংলা সংবাদ, বাংলা নিউজ, News in Bengali, কলকাতা বাংলা খবর - Ei Samay https://ift.tt/HfOVNsc
Previous article
Next article

Leave Comments

Post a Comment

ads

Articles Ads 1

ads

Advertisement Ads