হাঁসখালিতে বাড়ির অদূরেই গুলিবিদ্ধ তৃণমূল নেতা, এলাকায় উত্তেজনা https://ift.tt/JaNu36l - MAS News bengali

হাঁসখালিতে বাড়ির অদূরেই গুলিবিদ্ধ তৃণমূল নেতা, এলাকায় উত্তেজনা https://ift.tt/JaNu36l

Bogtui কাণ্ডের রেশ কাটতে না কাটতেই ফের আক্রান্ত তৃণমূল নেতা। নদিয়ার হাঁসখালিতে গুলিবিদ্ধ তৃণমূল নেতা সহদেব মণ্ডল। তাঁর বয়স আনুমানিক ৪০ বছর। গুরুতর জখম অবস্থায় স্থানীয় জেলা হাসপাতালে তাঁর চিকিৎসা চলছে। স্থানীয় তৃণমূল নেতা তথা জেলা পরিষদের সদস্য কল্যাণ ঢালি জানিয়েছেন, বাড়ির কাছেই গুলিবিদ্ধ হন সহদেব। BJP আশ্রিত দুষ্কৃতীরা তাঁকে খুব কাছ থেকে গুলি করে বলে দাবি কল্যাণের। সহদেবের মাথায় গুলি লেগেছে। প্রথমে সহদেবকে স্থানীয় বগুলা গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় সেখান থেকে তাঁকে রেফার করা হয় শক্তিনগরে। আপাতত সেখানেই তাঁর চিকিৎসা চলছে বলে স্থানীয় সূত্রে জানা গিয়েছে। প্রসঙ্গত, সহদেবের স্ত্রী অনিমা মণ্ডলও প্রত্যক্ষ রাজনীতির সঙ্গে যুক্ত। তিনি তৃণমূলের স্থানীয় নেত্রী এবং বগুলা-২ গ্রাম পঞ্চায়েতের সদস্য। বুধবার রাত সাড়ে আটটা নাগাদ বাজার থেকে বাড়ি ফেরার পথে সহদেবের উপর হামলা চালানো হয় বলে জানিয়েছেন কল্যাণ। সহদেবের পরিবার সূত্রে জানা গিয়েছে, এদিন মুড়াগাছা বাজার থেকে বাড়ি ফিরছিলেন তিনি। সেই সময়েই স্থানীয় বেলতলা পাড়া স্কুল মাঠের কাছে হঠাৎ কয়েকজন দুষ্কৃতী তাঁকে ঘিরে ধরে। সটান সহদেবের মাথা লক্ষ্য করে গুলি চালায় তারা। ঘটনাস্থলেই মাটিতে লুটিয়ে পড়েন তৃণমূল নেতা সহদেব মণ্ডল। এদিকে, গুলির আওয়াজ পেয়ে এলাকার মানুষ ছুটে এলে দুষ্কৃতীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। এরপরই রক্তাক্ত অবস্থায় তৃণমূল পঞ্চায়েত সদস্যের স্বামীকে তড়িঘড়ি বগুলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে অবস্থার অবনতি দেখে শক্তিনগর জেলা হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় সহদেবকে। হাসপাতাল সূত্রে খবর, আশঙ্কাজনক অবস্থায় শক্তিনগর জেলা হাসপাতালেই চিকিৎসাধীন রয়েছেন ওই তৃণমূল নেতা। এ বিষয়ে প্রতিবেশী এক তৃণমূল কর্মী বরকত আলি দফাদার বলেন, এই ঘটনার পিছনে BJP আশ্রিত দুষ্কৃতীরাই জড়িত রয়েছে। যেহেতু সহদেব তৃণমূল করেন, সেই কারণেই তাঁর উপর হামলা চালানো হয়েছে বলে দাবি করেছেন ওই প্রতিবেশী। প্রসঙ্গত, ইতিমধ্যেই বীরভূমের বগটুইকাণ্ড নিয়ে সরগরম রাজ্য রাজনীতি। সেখানে প্রথমে এক তৃণমূল নেতাকে খুন করা হয়। পরে একের পর এক বাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হয়। তাতে দগ্ধ হয়ে প্রাণ য়ায় অনেকের। যাঁদের অধিকাংশই আবার মহিলা। বিষয়টি নিয়ে রাজনৈতিক দলগুলির মধ্যে তরজা চলছে। রাজ্যের মুখ্যমন্ত্রী থেকে বিরোধী দলনেতা, আসরে নেমেছেন সকলে। এরই মধ্যে হাঁসখালিতে এমন ঘটনা ঘটল। উল্লেখ্য, দিন কয়েক আগেই পানিহাটিতে একইভাবে খুন হন তৃণমূলের এক কাউন্সিলর। একই দিনে ঝালদায় খুন হন কংগ্রেসের কাউন্সিলর।


from Bengali News, Bangla News, বাংলা সংবাদ, বাংলা নিউজ, News in Bengali, কলকাতা বাংলা খবর - Ei Samay https://ift.tt/m8BRSP1
Previous article
Next article

Leave Comments

Post a Comment

ads

Articles Ads 1

ads

Advertisement Ads