ছয় মাসেই 40% রিটার্ন! বাজারে চমক রাকেশ ঝুনঝুনওয়ালার… https://ift.tt/Rj82anT - MAS News bengali

ছয় মাসেই 40% রিটার্ন! বাজারে চমক রাকেশ ঝুনঝুনওয়ালার… https://ift.tt/Rj82anT

Rakesh Jhunjhunwala: বাজারে ফের একবার চমক দিলেন রাকেশ ঝুনঝুনওয়ালা। নিজের পোর্টফোলিও স্টকে বিনিয়োগ বাড়ালেন৷ ফলও এল সঙ্গে সঙ্গেই। প্রিয় কোম্পানির, প্রিয় শেয়ার থেকে ছয় মাসে রিটার্ন পেলেন 40%। ফের একবার সাফল্যের পালক তাঁর মুকুটে। রাকেশ ঝুনঝুনওয়ালাকে ভারতের ওয়ারেন বাফেট বলা হয়ে থাকে। অনেকে বাবার এও বলে থাকেন যে তিনি হলেন শেয়ার বাজারের কিং। এছাড়া তাঁর নামের সঙ্গে জুড়ে গিয়েছে বিগ বুল প্রভৃতি নামও। ঝুনঝুনওয়ালা অবশ্য নিজে এসব মানেন না। মনে করেন-- শেয়ার বাজারের কোনও কিং বা রাজা নেই। বাজারে যে নিজেকে রাজা মনে করেন, তাঁর পতন অবশ্যম্ভাবী। তবে তাঁর বিনিয়োগের ধরণ যদিও এই কথা বলে না। তিনি যে স্টকে হাত দেন-- সেখানেই সোনা ফলান৷ টাটা গোষ্ঠীর বিভিন্ন কোম্পানির বিভিন্ন স্টকের প্রতি তাঁর প্রেমের কথা সকলেই জানেন। বিভিন্ন সময়ে সেই কোম্পানিগুলিতে বিনিয়োগ করে কিংবা বিনিয়োগের পরিমাণ বাড়িয়ে তিনি বেশ বড় রিটার্ন পেয়েছেন। সম্প্রতি সেই তালিকায় যুক্ত হল অপর একটি নাম। সেই কোম্পানির নাম এস্কর্টস ( Escorts)। এই কোম্পানি দীর্ঘদিন ধরে রাকেশ ঝুনঝুনওয়ালার পোর্টফোলিওতে থাকা স্টকগুলির মধ্যে একটা। সেই স্টকে বিনিয়োগ বাড়িয়েছেন মিঃ ঝুনঝুনওয়ালা। বেশি শেয়ারে বিনিয়োগ করেছেন। ফলস্বরূপ বেশি রিটার্নও পেয়েছেন৷ এস্কর্টসে রাকেশ ঝুনঝুনওয়ালার 62 লাখ শেয়ার ছিল৷ তার উপর তিনি 0.46% বিনিয়োগ বাড়িয়েছেন। ফলত তাঁর শেয়ারের পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে প্রায় 75 লাখ। কোম্পানির প্রায় 5.68% এর মালিক রাকেশ ঝুনঝুনওয়ালা নিজে। আগে এই মালিকানার পরিমান ছিল 5.22%। এই শেয়ারের মোট ভ্যালুয়েশন প্রায় 1100 কোটি টাকা। কোভিড অতিমারি চলার সময় রাকেশ ঝুনঝুনওয়ালার হাতে শেয়ার ছিল 7.7%। এরপর যদিও একটানা শেয়ারের পরিমাণ কমেছে। দু বছরের মধ্যে কমতে কমতে তা এসে দাঁড়িয়েছে প্রায় 5.5 % এর কাছাকাছি। তবে এই প্রথমবার শেয়ারের পরিমাণ বাড়িয়েছেন তিনি। ফল হিসাবে 6 মাসে 41% রিটার্ন পেয়েছেন তিনি। আপনিও কি রাকেশ ঝুনঝুনওয়ালার অনুসারী হয়ে বাজারে বিনিয়োগ করতে চান? কমেন্টে জানান আমাদের কমেন্টবাক্সে। Read More :


from Bengali News, Bangla News, বাংলা সংবাদ, বাংলা নিউজ, News in Bengali, কলকাতা বাংলা খবর - Ei Samay https://ift.tt/65iST8W
Previous article
Next article

Leave Comments

Post a Comment

ads

Articles Ads 1

ads

Advertisement Ads