খারকিভে বোমা ছুড়ছে রুশ সেনা! আতঙ্কে বাসিন্দারা https://ift.tt/o9nuGx6 - MAS News bengali

খারকিভে বোমা ছুড়ছে রুশ সেনা! আতঙ্কে বাসিন্দারা https://ift.tt/o9nuGx6

এই সময় ডিজিটাল ডেস্ক: খারকিভে বোমা নিক্ষেপ করছে রাশিয়া! বুধবার ইউক্রেনের বিদেশ মন্ত্রকের তরফ থেকে প্রকাশ্যে আনা হয়েছে খারকিভের মাটিতে বোমা পড়ার একটি ভিডিয়ো। যেখানে দেখা যাচ্ছে, বোমা নিক্ষেপের কয়েক সেকেন্ডের মধ্যেই ধোঁয়ায় ছেয়ে গিয়েছে ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহরের আকাশ। ক্রেমলিন নিজেদের প্রতিবেশী দেশের উপর আবারও ভ্যাকিউম বোমা নিক্ষেপ করল কিনা, তা নিয়ে ধন্দ্র রয়েছে। এই ভ্যাকিউম বোমাকেই 'ফাদার অফ অল বম্ব' বলা হয়ে থাকে। পরমাণু বোমা না হলেও, মারাত্মক শক্তিশালী এই বোমা। যাকে নিষিদ্ধ বলে ঘোষণা করা হয়েছিল জেনেভা সম্মেলনে। ওই বোমা যেখানে ছোঁড়া হয়, তার তিনশো মিটার জায়গা জুড়ে তেজস্ক্রিয়তা ছড়িয়ে পড়ে। খুব দ্রুত অক্সিজেন শুষে নিতে পারে ওই বোমা। কিয়েভের পর রাশিয়ার টার্গেটে খারকিভ। এদিনই ভারতীয়দের যেন তেন প্রকারেণ শহর ছাড়ার নির্দেশ দিয়েছিল দূতাবাস। কূটনৈতিকদের একাংশের আশঙ্কা ছিল, এদিন রাতের দিকে বড় কোনও হামলা করতে পারে রাশিয়া। তার আগেই ভারতীয় পড়ুয়াদের সুরক্ষিতভাবে বের করে আনতে চাইছিল ভারত। তাই তড়িঘড়ি এই শহর ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে ইউক্রেনে অবস্থিত ভারতীয় দূতাবাসের তরফে। এদিন ভারতীয় দূতাবাসের তরফে বলা হয়, "যে সমস্ত ছাত্রছাত্রীরা বাস বা কোনও যান পাচ্ছেন না বা রেলে জায়গা পাচ্ছেন না তাঁদের প্রয়োজনে পায়ে হেঁটেও Pisochyn (11 km), Babai (12 km) and Bezlyudivka (16 km)-তে পৌঁছনোর কথা বলা হয়েছে।" সূত্রের খবর, ইউক্রেন থেকে ভারতীয়দের ফিরিয়ে আনা নিয়ে মস্কোর সঙ্গে কথাবার্তা চলছিল কেন্দ্রের। বর্তমানে ভারতীয়দের ফেরানোর ক্ষেত্রে সাহায্য করছে মস্কো। বিশেষত যুদ্ধ বিধস্ত খারকিভ থেকে ভারতীয় ছাত্রছাত্রীদের ফেরানোর জন্য রাশিয়ার সাহায্য নিচ্ছে ভারত। জানা গিয়েছে, মানবিকতার খাতিরে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে পুতিনের দেশও। জানা গিয়েছে, সীমান্তে ভারতীয় পতাকা দেখিয়েই ইউক্রেন থেকে বেরচ্ছেন ভারতীয় পড়ুয়ারা। রাশিয়ার সাহায্য নিয়ে খারকিভ ছেড়েছেন ভারতীয় যুবতীরা। শেষ পাওয়া খবর অনুযায়ী, ভারতীয় যুবকদেরও খারকিভ থেকে বের করার চেষ্টা করছে রুশ সৈন্যরা। জাতীয় সংবাদমাধ্যমকে এক প্রশাসনিক আধিকারিক বলেন, "রাশিয়ার সঙ্গে কথোপকথন চলছে। ওঁরা উদ্ধারকাজে আমাদের সাহায্য করছে। রাশিয়ার সাহায্য নিয়ে আমাদের দেশের ছাত্রছাত্রীদের নিরাপদে ফেরানোর চেষ্টা করছি।" রাশিয়া-ইউক্রেন সংঘাত সহ দুনিয়ার আরও খবর পেতে । প্রতি মুহূর্তের লাইভ খবরের আপডেট পেতে ফলো করুন ।


from Bengali News, Bangla News, বাংলা সংবাদ, বাংলা নিউজ, News in Bengali, কলকাতা বাংলা খবর - Ei Samay https://ift.tt/WHBONiY
Previous article
Next article

Leave Comments

Post a Comment

ads

Articles Ads 1

ads

Advertisement Ads