পুরভোট প্রসঙ্গে BJP-তৃণমূলকে একযোগে কটাক্ষ তথাগতর https://ift.tt/c6WtvHD - MAS News bengali

পুরভোট প্রসঙ্গে BJP-তৃণমূলকে একযোগে কটাক্ষ তথাগতর https://ift.tt/c6WtvHD

এই সময় ডিজিটাল ডেস্ক: পুরভোটে সবুজ ঝড়ে ধরাশায়ী রাজ্যেরবিরোধী শিবিরগুলি। BJP শূন্য হয়ে গিয়েছে রাজ্য। এমতাবস্থায় পুরভোট প্রসঙ্গে এবার বিস্ফোরক মন্তব্য করলেন প্রাক্তন BJP নেতা তথাগত রায়। তাঁর দাবি, BJP-র একাংশের কারণেই তৃণমূলের জয় হয়েছে। পাশাপাশি, তৃণমূলকেও কড়া ভাষায় আক্রমণ শানিয়েছেন তথাগত। বুধবার তাঁর টুইট, "ভোটের নামে বৃহদাকার এক প্রতারণার সাক্ষী হয়েছে পশ্চিমবঙ্গের (বাংলা বা বেঙ্গল নয়) ১০৮টি পুরসভা। যার ফলাফল হাস্যকর এবং অদ্ভুত! আমি অবাক হচ্ছি এটা ভেবে যে তৃণমূলীরা কী ভাবে আনন্দ করে লোকসমাজে মুখ দেখাচ্ছে! এদিনের ফলাফল ভয়ানক। কিন্তু, এটা প্রত্যাশিত নয়।" BJP-কে আক্রমণ করে তিনি বলেন, "পশ্চিমবঙ্গ BJP আবারও মুখ থুবড়ে পড়েছে। বলা চলে, BJP দলই রাজ্যকে তৃণমূলের হাতে তুলে দিয়েছে।অথচ বারবার পদ্ম শিবিরের নেতাদের তরফে বলা হয়েছে, 'উনিশে হাফ, একুশে সাফ', 'ইস বার দোশো পার', ইত্যাদি ইত্যাদি। দুশো পার হয়েছে ঠিকই। কিন্তু, তৃণমূলের। BJP -র নয়। তখন রাজ্যের দায়িত্ব যে মিস্ত্রির হাতে ছিল তিনি 'মার দুঙ্গা গার দুঙ্গা' বলেছিলেন একসময়। তারপর বিড়ালের মতো মিউমিউ করে বলেছেন, তিন সে ৭৭ তো কিয়া!" এদিন আবারও কুকুরের মুখের সঙ্গে কৈলাস বিজয়বর্গীয় ছবি কোলাজ করে টুইট করেন তথাগত। তাঁর কথায়, "এদিকে টাকাপয়সা গুছিয়ে, নারীসঙ্গ করে পালিয়ে গিয়েছিলেন এক নেতা। তবে তার আগে দুপুর ১২টা নাগাদ তিনি পরাজয় স্বীকার করে নেন। এতে BJP -র কিছু কাউন্টিং এজেন্ট পালিয়ে যায়। আর কিছুজনকে ভাগিয়ে দেওয়া হয়। অতীতের এইসব আচরণই আজকের ফলাফলের কারণ। পুলিশও বসে বসে আইনশৃঙ্খলার অবনতি হতে দেখেছে। আজ বাংলার হিন্দুরা হচ্ছেন পরিস্থিতির আসল শিকার।" আগেও কৈলাস বিজয়বর্গীয়র ছবির সঙ্গে সারমেয়র ছবি কোলাজ করে তোপ দেগেছিলেন মেঘালয়ের প্রাক্তণ রাজ্যপাল। সে সময়ও বিষয়টি নিয়ে নিন্দার ঝড় উঠেছিল। গত বছর ২ মে বাংলার বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণা হওয়ার পরেই রাজ্য BJP নেতৃত্বের একাংশের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন তথাগত রায়। এদিন আবারও একইভাবে পদ্ম শিবিরকে কটাক্ষ করলেন তিনি। উল্লেখ্য, মুকুল রায়ের দলত্যাগের সময়ও কৈলাস বিজয়বর্গীয়কে 'বোকা বিড়াল' বলে সম্বোধন করেছিলেন তিনি। সে সময় টুইটে তথাগত লিখেছিলেন, "মমতা বন্দ্যোপাধ্যায় প্লিজ এই বোকা বিড়ালটিকে তৃণমূলে নিয়ে যান। ইনি বন্ধুকে না পেয়ে হতাশ হবেন। তাঁরা সারাদিন একসঙ্গে ফিসফিস করত।"


from Bengali News, Bangla News, বাংলা সংবাদ, বাংলা নিউজ, News in Bengali, কলকাতা বাংলা খবর - Ei Samay https://ift.tt/0iDtC28
Previous article
Next article

Leave Comments

Post a Comment

ads

Articles Ads 1

ads

Advertisement Ads