তেরঙ্গার জোরেই ইউক্রেন ছাড়ছেন পাকিস্তানি পড়ুয়ারা! https://ift.tt/WgPXOLT - MAS News bengali

তেরঙ্গার জোরেই ইউক্রেন ছাড়ছেন পাকিস্তানি পড়ুয়ারা! https://ift.tt/WgPXOLT

এই সময় ডিজিটাল ডেস্ক: তেরঙ্গাকে হাতিয়ার করেই ইউক্রেনের সীমানা পার করছেন পাকিস্তান এবং তুরস্কের পড়ুয়ারা! রোমানিয়ার বুচারেস্ত শহরে পৌঁছনোর পর এমন কথাই জানালেন ভারতীয় পড়ুয়ারা। ছাত্রছাত্রীরা জানিয়েছেন, যুদ্ধকবলিত দেশ ছেড়ে বেরনোর সময় সীমান্তে ভারতীয় পতাকা দেখিয়েছিলেন তাঁরা। বেশ কিছু পাকিস্তানি এবং তুরস্কের ছাত্রছাত্রীও ভারতের পতাকা দেখিয়েই ইউক্রেনের সীমানা পেরোচ্ছেন, দাবি তাঁদের। ভারতীয় পড়ুয়াদের দেশে ফিরিয়ে আনার জন্য অপারেশন গঙ্গা শুরু করেছে ভারত। রোমানিয়া, স্লোভাকিয়া, হাঙ্গেরি ও পোল্যান্ডের সীমানা দিয়েই বের করে আনা হচ্ছে ইউক্রেনে আটকে পড়া ভারতীয়দের। এয়ার ইন্ডিয়া, স্পাইস জেট এবং ইন্ডিগোর বিশেষ বিমানে করে দেশে ফেরানো হচ্ছে পড়ুয়াদের। এই মুহূর্তে রোমানিয়ায় উদ্ধারকারী বিমানের অপেক্ষায় একদল পড়ুয়া। এদিন বুচারেস্ত শহরে অপেক্ষারত ওডিশা থেকে সাদার্ন ইউক্রেনে পড়তে যাওয়া এক পড়ুয়ার কথায়, "আমাদের বলা হয়েছিল ভারতীয় পতাকা সঙ্গে রাখতে। তাহলেই কোনও সমস্যা হবে না। আমরা তড়িঘড়ি বাজার থেকে স্প্রে পেইন্ট কিনে আনি। পর্দা কেটে পতাকা তৈরি করেছি।" তাঁর সংযোজন, “শুধু আমরা নয়, পাকিস্তান এবং তুরস্ক থেকে ইউক্রেনে পড়তে আসা পড়ুয়ারাও ভারতীয় পতাকা ব্যবহার করছে। তেরঙ্গার সাহায্য নিয়ে তাঁরাও যুদ্ধকবলিত দেশ ছেড়ে বেরিয়ে আসছে।" এদিন এক জাতীয় সংবাদমাধ্যমকে ওই পড়ুয়া জানিয়েছেন, মলোদোভা সীমান্ত পর্যন্ত বাসে করে এসেছিলেন তাঁরা। তাঁর কথায়, "মলোদোভার বাসিন্দারা খুবই ভালো। তাঁরা আমাদের বিনামূল্যে ট্যাক্সিতে রোমানিয়ার সীমানায় পৌঁছে দিয়েছেন।" ভারতীয় দূতাবাসকেও এদিন ধন্যবাদ জানিয়েছে ইউক্রেনে আটকে থাকা পড়ুয়ারা। ভারতে ফিরে আসার জন্য বিমান এবং খাবারের বন্দোবস্ত করে দেওয়ায় খুশি তাঁরা। ওডিশার ওই পড়ুয়ার কথায়, "ভারতীয় পড়ুয়ারা যখন এখানে আসছে, তখনই তাঁদের হাতে খাবার তুলে দেওয়া হচ্ছে। তারপর তাঁদের রেজিস্ট্রেশন হচ্ছে এবং জানিয়ে দেওয়া হচ্ছে কোন সময় তাঁদের ফ্লাইট।" এদিন ইউক্রেনে আটকে পড়া ছাত্রছাত্রীদের ফেরানো নিয়ে উচ্চপর্যায়ের বৈঠক করেছেন প্রধানমন্ত্রী। এমনকী বুধবার রাতে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ফোনালাপ সেরেছেন তিনি। সংবাদ সংস্থা সূত্রে খবর, ইউক্রেনের বর্তমান পরিস্থিতি প্রসঙ্গে দীর্ঘক্ষণ কথা বলেন দুই রাষ্ট্রনেতা। পরবর্তীতে খারকিভ শহরো আটকে থাকা ভারতীয় ছাত্রছাত্রীদের নিরাপত্তা নিয়ে পুতিনের কাছে উদ্বেগ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী। যুদ্ধ কবলিত এলাকা থেকে নিরাপদে কী ভাবে ভারতীয়দের বের করে আনা যায়, তা নিয়ে পুতিনের সঙ্গে আলোচনা করেছেন PM Modi। রাশিয়া-ইউক্রেন সংঘাত সহ দুনিয়ার আরও খবর পেতে । প্রতি মুহূর্তের লাইভ খবরের আপডেট পেতে ফলো করুন ।


from Bengali News, Bangla News, বাংলা সংবাদ, বাংলা নিউজ, News in Bengali, কলকাতা বাংলা খবর - Ei Samay https://ift.tt/GbNI6AO
Previous article
Next article

Leave Comments

Post a Comment

ads

Articles Ads 1

ads

Advertisement Ads