রাষ্ট্রসংঘের সাধারণ সভাতেও রাশিয়ার বিরুদ্ধে ভোটাভুটিতে অংশ নিল না ভারত https://ift.tt/DdFfzmg - MAS News bengali

রাষ্ট্রসংঘের সাধারণ সভাতেও রাশিয়ার বিরুদ্ধে ভোটাভুটিতে অংশ নিল না ভারত https://ift.tt/DdFfzmg

এই সময় ডিজিটাল ডেস্ক: রাষ্ট্রসংঘের সাধারণ সভাতেও রাশিয়ার বিরুদ্ধে ভোটাভুটিতে অংশ নিল না ভারত। বুধবার UNGA -এর বৈঠকে রাশিয়ার বিরুদ্ধে নিন্দা প্রস্তাব আনা হয়। যার সপক্ষে ১৪১টি ভোট পড়ে। বিপক্ষে ভোট পড়ে পাঁচটি। ইউক্রেনের উপর অতর্কিত আক্রমণ করায় রাষ্ট্রসংঘের তরফে রাশিয়াকে ভর্ৎসনা করার পাশাপাশি দ্রুত সেনা সরানোর কথাও বলা হয়েছে। এদিন রাষ্ট্রসংঘে ভারতের স্থায়ী প্রতিনিধি টি এস তিরুমূর্তি বলেন, "ভারত ইউক্রেনের পরিস্থিতি নিয়ে ভীষণভাবে উদ্বিগ্ন। তবে সামগ্রিক পরিস্থিতি বিবেচনা করে এই মুহূর্তে ভোটদান থেকে বিরত থাকার সিদ্ধান্ত নিয়েছে ভারত।" তাঁর সংযোজন, "আমাদের দেশের এক পড়ুয়া ইউক্রেনে যুদ্ধের বলি হয়েছে। এই মুহূর্তে আমাদের দেশের নাগরিকদের বিশেষত পড়ুয়াদের নিরাপদে দেশে ফেরানোই আমাদের প্রধান লক্ষ্য। ইউক্রেন এবং রাশিয়া দুই দেশের কাছেই আমাদের অনুরোধ যেন নিরাপদে ভারতীয় নাগরিকদের ফেরার ব্যবস্থা করে দেওয়া হয়।" এর আগে রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠকেও রাশিয়ার বিরুদ্ধে ভোট দেয়নি ভারত। বরং Ukraine জট কাটাতে আলোচনায় বসার পরামর্শ দিয়েছিলেন ভারতের প্রতিনিধি। শনিবার সকালেই UNSC -র বৈঠকে রাশিয়ার বিরুদ্ধে প্রস্তাব এনেছিল আমেরিকা। সে সময় ওই প্রস্তাবকে সমর্থন করেছিল ১১টি দেশ। তবে ভারত যে ওই ভোটে অংশ নেবে না নিরাপত্তা পরিষদের বৈঠকে তা জানিয়ে দেন রাষ্ট্রসংঘের ভারতীয় প্রতিনিধি টি এস তিরুমূর্তি। ভারতের পাশাপাশি চিন ও সংযুক্ত আরব আমিরশাহী সেদিনের ভোটদান পর্বে অংশ নেয়নি। যার জেরে UNSC -র ১৫ সদস্যের মধ্যে ১১টি ভোট রাশিয়ার বিপক্ষে যায়। তবে রাষ্ট্রসংঘের স্থায়ী সদস্য রাশিয়া ওই প্রস্তাবে Veto প্রয়োগ করায় ওই প্রস্তাব নাকচ হয়ে যায়। রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ জানিয়েছেন, রাশিয়া এবং ইউক্রেনের যুদ্ধে ভারসাম্য নীতি বজায় রেখে চলছে নয়া দিল্লি। রাশিয়ার সঙ্গে বরাবরই সুসম্পর্ক রয়েছে ভারতের। পাশাপাশি, ইউক্রেনের সঙ্গেও ভালো সম্পর্ক কেন্দ্রের। তাই রাশিয়ার সামরিক অভিযান নিয়ে কড়া ভাষায় নিন্দা করলেও, পুতিনের বিরুদ্ধে ভোটাভুটির পথে হাঁটেনি ভারত। অন্যদিকে, এদিনই রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ফোনে কথা বলেছেন Prime Minister Narendra Modi। সংবাদ সংস্থা সূত্রে জানা গিয়েছে, বুধবার ইউক্রেনের বর্তমান পরিস্থিতি নিয়ে বার্তালাপ করেছেন দুই রাষ্ট্রনেতা। এই মুহূর্তে রাশিয়ার টার্গেটে খারকিভ। ইউক্রেনের ওই শহরে আটকে রয়েছেন বহু ভারতীয় ছাত্রছাত্রী। জানা গিয়েছে, যুদ্ধ কবলিত এলাকা থেকে নিরাপদে কী ভাবে ভারতীয়দের বের করে আনা যায়, তা নিয়ে পুতিনের সঙ্গে আলোচনা করেছেন নমো। রাশিয়া-ইউক্রেন সংঘাত সহ দুনিয়ার আরও খবর পেতে । প্রতি মুহূর্তের লাইভ খবরের আপডেট পেতে ফলো করুন ।


from Bengali News, Bangla News, বাংলা সংবাদ, বাংলা নিউজ, News in Bengali, কলকাতা বাংলা খবর - Ei Samay https://ift.tt/OC4mwfy
Previous article
Next article

Leave Comments

Post a Comment

ads

Articles Ads 1

ads

Advertisement Ads