নিয়মরক্ষার ম্যাচেও ১ গোলে মুম্বইয়ের কাছে হার এস সি ইস্টবেঙ্গলের https://ift.tt/VtachDZ - MAS News bengali

নিয়মরক্ষার ম্যাচেও ১ গোলে মুম্বইয়ের কাছে হার এস সি ইস্টবেঙ্গলের https://ift.tt/VtachDZ

এই সময় ডিজিটাল ডেস্ক: ইস্টবেঙ্গলের খেলা থাকলেই এখন সমর্থকদের কপালে চিন্তার ভাঁজ পড়ে। কত গোলে হারতে হবে! মঙ্গলবার ISL-এ মুম্বই FC-র বিরুদ্ধে নিজেদের নিয়ম রক্ষার ম্যাচে বেশি গোল হজম না করলেও ১-০ তে হারতে হল লাল হলুদ ব্রিগেডকে। এদিনও তাদের ডুবিয়ে দিল সেই ডিফেন্সের ব্যর্থতা আর গোল মিস। এদিন শঙ্কর রায়কে গোলে খেলায় ইস্টবেঙ্গল। আর অধিনায়ক ছিলেন বাংলার মহমদ রফিক। কার্ড সমস্যায় ম্যাচে ছিলেন না এই মরশুমে লাল হলুদের সেরা পারফর্মার হীরা মণ্ডল। ম্যাচ শুরুর আগে একদিকে ১৬ ম্যাচে ২৫ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের পঞ্চম স্থানে ছিল মুম্বই। সেখানে ১৭ ম্যাচে খেলে মাত্র ১০ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের শেষতম স্থানে ছিল লাল হলুদ দল। এই ম্যাচ যে মুম্বইকে হারাতে পারে সেটা হয়ত অতি বড় লাল হলুদ সমর্থকও ভাবছিলেন না। কিন্তু, প্রথমার্ধে লাল হলুদের লড়াই ছিল চোখে পড়ার মত। প্রথমার্ধে তারা মুম্বই বক্সে একের পর এক আক্রমণ চালায়। কিন্তু, গোলমুখ খোলেনি। বরং হীরা মণ্ডলকে ছাড়াও লাল হলুদ ডিফেন্স বেশ ভালোই পারফরমেন্স করছিল। কিন্তু, দ্বিতীয়ার্ধে বদলে যায় ছবিটা । কন্ট্রোল ধরে রাখতে পারেনি মারিওর ছেলেরা । মুম্বই সিটি FC-র বিপিন সিংয়ের করা বিশ্বমানের গোলে এগিয়ে যায় ম্যাচের ৫১ মিনিটে। ডানপ্রান্ত দিয়ে বক্সের অনেকটা বাইরে থেকে শট নিয়েও লালহলুদের অরক্ষিত জালে বল জড়িয়ে দেন বিপিন। তাঁর গোলেই অ্যাডভান্টেজ পেয়ে যায় মুম্বই সিটি FC। গোল খেলেও কিন্তু হারিয়ে যায়নি SC ইস্টবেঙ্গল। খেলার শেষ মুহূর্তে একের পর এক আক্রমণ করতে থাকে তাঁরা। একটা শট বারে লেগে ফিরেও আসে। বারবার আক্রমণেও গোলমুখ খোলা যায়নি। দলের গোল মিসে ফের মাথায় হাত দিয়ে বসে পড়েন লাল হলুদের হেডস্যার মারিও রিভেরা। শেষ পর্যন্ত ১-০ গোলে হেরে মাথা নিচু করে মাঠ ছাড়তে হল লাল-হলুদকে। পর পর দুই ম্যাচে হারল SC ইস্টবেঙ্গল। এ বারের ISL-এ এখনও পর্যন্ত মাত্র একটি ম্যাচ জিতেছে ইস্টবেঙ্গল। সাতটি ম্যাচ ড্র করেছে এবং ১০টি ম্যাচে হেরেছে লাল-হলুদ। পয়েন্ট টেবিলে লাস্ট বয় ইস্টবেঙ্গলের স্থান বদল হল না। হয়ত সবার শেষে থেকেই এবারের ISL-এ অভিযান শেষ করবে তারা।পরেরবার শ্রী সিমেন্টস থাকবে না এটা একপ্রকার নিশ্চিত। আর শতবর্ষর ক্লাবকে ISL-এ দেখা যাবে কিনা সেটা নিয়েও প্রশ্ন দেখা দিয়েছে নানা মহলে। তবে, এই ম্যাচ জিতে পয়েন্ট টেবিলে ১৭ ম্যাচে ২৮ পয়েন্ট নিয়ে প্রথম চারে ঢুকে পড়েছে মুম্বই। এটিকে মোহনবাগানের ঘাড়ে নিঃশ্বাস ফেলছে গতবারের চ্যাম্পিয়নরা। প্রথমদিকে ভালো ফুটবল উপহার না দিলেও তারা জেগে উঠেছে শেষ ল্যাপে।


from Bengali News, Bangla News, বাংলা সংবাদ, বাংলা নিউজ, News in Bengali, কলকাতা বাংলা খবর - Ei Samay https://ift.tt/S7gVKGZ
Previous article
Next article

Leave Comments

Post a Comment

ads

Articles Ads 1

ads

Advertisement Ads