রাশিয়ার উপর নিষেধাজ্ঞা জারি, হুঙ্কার বাইডেনের https://ift.tt/e2lXqFy - MAS News bengali

রাশিয়ার উপর নিষেধাজ্ঞা জারি, হুঙ্কার বাইডেনের https://ift.tt/e2lXqFy

এই সময় ডিজিটাল ডেস্ক: যুদ্ধের দামামা বেজে গিয়েছে রুশ-ইউক্রেন (Russia-Ukraine News) সীমান্তে। মঙ্গলবার ফের একবার যুদ্ধের ইঙ্গিত দিলেন ভ্লাদিমির পুতিন। তিনি স্পষ্ট জানালেন, আরও কোনও শান্তি চুক্তির অস্তিত্ব নেই। সংবাদমাধ্যমের সামনে তিনি বলেন, ''DNR এবং LNR-কে স্বাধীন হিসেবে চিহ্নিত করছি আমরা। Minsk Agreement-এর আর কোনও অস্তিত্ব নেই।'' শুধু তাই নয় ইতিমধ্যেই তিনি দেশের বাইরে রুশ সেনা ব্যবহারের জন্য উচ্চ কক্ষের কাছে অনুমোদন চেয়েছিলেন। সেই ছাড়পত্রও পেয়ে গিয়েছেন তিনি। পাশাপাশি, রুশ কূটনীতিকদের ইউক্রেন থেকে অবিলম্বে ফিরে আসারও নির্দেশ দিয়েছে মস্কো। এদিকে, রাশিয়াকে হুংকার দিয়েছেন বাইডেনও। এদিন মার্কিন প্রেসিডেন্ট বলেন, ''পাশ্চাত্যের সমস্তরকম আর্থিক ক্ষেত্র থেকে বিচ্ছিন্ন করা হবে রুশ সরকারকে। NATO-এলাকা রক্ষা করার জন্য সর্বতভাবে প্রচেষ্টা চালাবে আমেরিকা।'' পাশাপাশি তিনি ইউক্রেনকে সমস্ত রকম সামরিক সহায়তা করবেন বলেও ফের একবার আশ্বস্ত করেন। রীতিমতো হুঙ্কারের সুরে এদিন জো বাইডেন বলেন, ' কে পুতিনকে অধিকার দিয়েছে, প্রতিবেশী দেশের অন্তর্গত অঞ্চলকে স্বাধীন রাষ্ট্র হিসেবে ঘোষণা করার?'' বাইডেনের সংযোজন, ''আমার মনে হয় জোর করে কোনওদিন নিজের সীমানা বৃদ্ধি করা বা অন্যের সীমানা কুক্ষিগত করা যায় না।'' রাশিয়ার মিলিটারি ব্যাংক সহ দু'টি আর্থিক প্রতিষ্ঠানের উপর নিষেধাজ্ঞা জারি করেছে আমেরিকা। বর্তমান পরিস্থিতি বিচার করে আন্তর্জাতিক মহলের একাংশ মনে করছে, যে কোনও মুহূর্তে ইউক্রেনের উপর হামলা হতে পারে। আন্তর্জাতিক সংবাদ সংস্থা সূত্রে খবর, ইতিমধ্যেই রুশ সেনা হামলা চালিয়েছে এবং তাতে একজন ইউক্রেন জওয়ান নিহত হয়েছেন। দেশের পূর্ব দিকে আরও ছ'জন জওয়ান আহত হয়েছে। এদিন রুশ প্রেসিডেন্ট পুতিন বলেন, ''সবচেয়ে ভালো হয় যদি ইউক্রেন NATO চুক্তি থেকে বেরিয়ে আসে এবং স্বাধীনভাবে ভাবনাচিন্তা করে।'' অন্যদিকে, NATO-র তরফে দাবি করা হয়েছে, রাশিয়া যে কোনও মুহুর্তে ইউক্রেনে হামলা চালাবে। NATO প্রধান জেন্স স্টোলেনবার্গ বলেন, ''আমরা দেখতে পাচ্ছি একের পর এক ক্যাম্প থেকে সেনাবাহিনীকে বের করে আনা হচ্ছে। তাদের সম্পূর্ণ প্রস্তুত রাখা হচ্ছে।'' এদিকে, এয়ার ইন্ডিয়ার বিশেষ বিমানে মঙ্গলবার রাতেই ইউক্রেন থেকে দেশে ফেরানো হল ২৪১ জন ভারতীয়কে। এদিন সন্ধ্যা ৬টা নাগাদ ইউক্রেনের রাজধানী কিয়েভ থেকে বোইং ৭৮৭ বিমানটি ভারতীয়দের নিয়ে দিল্লির উদ্দেশে রওনা দেয়। রাতে দিল্লিতে অবতরম করে বিমানটি। দেশে ফিরতে পেরে স্বস্তি পান নাগরিকরা। মূলত ড্রিমলাইনার বি-৭৮৭ এয়ারক্রাফটকে এই উদ্ধারকাজে ব্যবহার করা হচ্ছে। যার মধ্যে ২০০টি আসন রয়েছে। সোমবারই ভারত সরকার থেকে বিমান চলাচলের যাবতীয় নিষেধাজ্ঞা তুলেছে। ১৮ ফেব্রুয়ারি এয়ার ইন্ডিয়া জানিয়েছিল, আগামী ২২, ২৪ এবং ২৬ তারিখ তিনটি বন্দে ভারত মিশন বিমান পাঠানো হবে ইউক্রেনে। Boryspil Airport -এ পৌঁছবে ওই বিমানগুলি। উল্লেখ্য, ইউক্রেনের বৃহত্তম বিমানবন্দর সেটি। এদিনই ইউক্রেনে UNSC -র আপৎকালীন বৈঠক হয়েছে। সেখানে ভারতের তরফ থেকে জানানো হয়েছে, যে কোনও মর্মে নাগরিকদের নিরাপত্তাকে অগ্রাধিকার দেওয়া হবে। UNSC বৈঠকে ভারতের প্রতিনিধি টি এস তিরুমূর্তি বলেন, "আন্তর্জাতিক স্তরে শান্তি এবং নিরাপত্তা বজায় রাখার জন্য যা করণীয় সেটা করার দিকে জোর দেওয়ার পক্ষপাতী আমরা। কূটনৈতিক স্তরে আলাপ আলোচনার পক্ষে রয়েছি আমরা। তবে নাগরিকদের নিরাপত্তাকে অগ্রাধিকার দেব আমরা। বর্তমানে ইউক্রেনে ২০ হাজারেরও বেশি ভারতীয় পড়ুয়া রয়েছে। তাঁরা ওই দেশে থেকে পড়াশোনা করে। ভারতীয় নাগরিকরা ভালো থাকুক, এটাই আমাদের কামনা।"


from Bengali News, Bangla News, বাংলা সংবাদ, বাংলা নিউজ, News in Bengali, কলকাতা বাংলা খবর - Ei Samay https://ift.tt/GLQNseI
Previous article
Next article

Leave Comments

Post a Comment

ads

Articles Ads 1

ads

Advertisement Ads