ভারতীয় শিবিরে ধাক্কা! চোট পেয়ে ছিটকে গেলেন দীপক চাহার https://ift.tt/1M7nDaY - MAS News bengali

ভারতীয় শিবিরে ধাক্কা! চোট পেয়ে ছিটকে গেলেন দীপক চাহার https://ift.tt/1M7nDaY

এই সময় ডিজিটাল ডেস্ক: শ্রীলঙ্কার বিরুদ্ধে টি-২০ সিরিজে (Sri Lanka T20I Series) নামার আগেই বড় ধাক্কা ভারতীয় শিবিরে। ছিটকে গেলেন তরুণ পেস বোলার ()। এই মুহূর্তে ভারতের অন্যতম তরুণ তারকা ক্রিকেটার তিনি। আইপিএলে চেন্নাই সুপার কিংস বড় দাম দিয়ে চাহারকে কিনেছে । ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে তৃতীয় টি-২০ সিরিজে দুর্ধর্ষ পারফরম্যান্স দেখিয়েছেন রাজস্থানের এই তরুণ তারকা ক্রিকেটার। কিন্তু সেই ক্যারিবিয়ানদের বিরুদ্ধে ইডেনে সিরিজের তৃতীয় টি-২০ ম্যাচে হ্যামস্টিংয়ে চোট পেয়ে মাঠ ছাড়েন। ফিজিওরা জানিয়েছে আপাতত পাঁচ থেকে ছয় সপ্তাহ মাঠের বাইরে তিনি। ভারতীয় দলের সঙ্গে চিন্তায় চেন্নাই সুুপার কিংসও। দক্ষিণ আফ্রিকা সিরিজের শেষ একদিনের ম্যাচে সুযোগ পেয়েছিলেন তিনি। সেখানেই সকলের নজর কেড়েছিলেন এই তরুণ ক্রিকেটার। দুর্ধর্ষ পারফরম্যান্স দেখিয়েছিলেন তিনি। সেই ম্যাচ ভারত জিততে না পারলেও দীপক চাহারের সেই পারফরম্যান্স তাঁকে ভারতীয় দলে জায়গা করে দিয়েছিল। এরপর ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধেও সুযোগ পেয়েছিলেন তিনি।সেখানেও নিজেকে প্রমান করেছেন দীপক চাহার। ইড়েনে তৃতীয় টি-২০ ম্যাচে ক্যারিবিয়ান ব্রিগেডের বিরুদ্ধে বল হাতেও দুর্ধর্ষ শুরুটা করেছিলেন। ওয়েস্ট ইন্ডিজের দুই ওপেনারকেই আউট করেন চাহার। এরপরই বিপত্তি। নিজের শেষ ওভার করার সময়ই ডান পায়ের হ্যামস্ট্রিংয়ে চোট পান দীপক চাহার। হ্যামস্ট্রিংয়ে চোট পেয়ে শ্রীলঙ্কার বিরুদ্ধে টি টোয়েন্টি সিরিজ থেকে ছিটকে গেলেন দীপক চাহার। এরপর আর মাঠে থাকতে পরেননি এই তরুণ ক্রিকেটার। মাঠ ছেড়ে বেড়িয়ে যেতে হয় তাঁকে। এরপর থেকেই শুরু হয়ে গিয়েছিল জল্পনাটা। দীপক চাহার শ্রীলঙ্কার বিরুদ্ধে টি টোয়েন্টি সিরিজে নামতে পারবেন তো। যদিও তাঁকে রেখেই ভারতের দলও ঘোষণা করেছিলেন নির্বাচকরা। কিন্তু তাঁক পরীক্ষা করানোর পর বিশ্রামেরই পরামর্শ দিয়েছেন চিকিত্সকেরা। আপাতত পাঁচ থেকে ছয় সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে তাঁকে। ডাক্তারি ভাষায় তাঁর ডান পায়ের পেশীতে গ্রেড টু টিয়ার হয়েছে দীপক চাহারের। ইতিমধ্যেই নাকি ভারতীয় দলের বায়ো বাবল থেকে ছেড়ে দেওয়া হয়েছে তাঁকে। মঙ্গলবার থেকে রোহিত শর্মারা প্রস্তুতি শুরু করে দিলেও, তিনি মাঠে নামেননি। আপাতত মাঠে ফেরার আগে পাঁচ থেকেস ছয় সপ্তাহ রিহ্যাব সেশনে থাকতে হবে তাঁকে। চাহারের পরিবর্তে কে খেলবেন তার চিন্তা ভাবনা অবশ্য এখন থেকেই ভারতীয় দলের অন্দরে শুরু হয়ে গিয়েছে। শোনাযাচ্ছে চাহারের জায়গায় ভুবনেশ্বর কুমারকে খেলানো হতে পারে। আবার দলে রয়েছেন আভেশ খানও, তাঁকে নিয়েও একটা ভাবনা রয়েছে। সুইং ও অভিজ্ঞতার জন্য ভুবনেশ্বর কুমারই খানিকটা এগিয়ে রয়েছেন।অন্যদিকে দীপক চাহারের খোঁজ খবর নেওয়া শুরু করে দিয়েছে চেন্নাই সুপার কিংস। গতবছর তাদের হয়ে দুর্ধর্ষ পারফম্যান্স দেখিয়েছিলেন তিনি। এছাড়াও এবার তাঁকে ১৪ কোটি টাকায় দলে নিয়েছে চেন্নাই। শুরু থেকে এই ক্রিকেটারকে না পাওয়া গেলে খানিকটা হলেও চিন্তা বাড়বে তাদের। এখন থেকেই তাঁকে নিয়ে খবর নেওয়া শুরু চেন্নাইয়ের। তবে ছ সপ্তাহের মধ্যেই তাঁর সুস্থ হয়ে ওঠার ব্যপারে আশাবাদী সকলে। শ্রীলঙ্কার বিরুদ্ধেতিন ম্যাচের টিটোয়েন্টি সিরিজ শুরু আগামী বৃহস্পতিবার। এখন দেখার চাহার ফিট হতে কতটা সময় নেন!


from Bengali News, Bangla News, বাংলা সংবাদ, বাংলা নিউজ, News in Bengali, কলকাতা বাংলা খবর - Ei Samay https://ift.tt/rqIlpHo
Previous article
Next article

Leave Comments

Post a Comment

ads

Articles Ads 1

ads

Advertisement Ads