বীরভূমে বাড়িতে মজুত বিস্ফোরক ফেটে মৃত শিশু https://ift.tt/0LpUnJR - MAS News bengali

বীরভূমে বাড়িতে মজুত বিস্ফোরক ফেটে মৃত শিশু https://ift.tt/0LpUnJR

এই সময় ডিজিটাল ডেস্ক: বাড়িতে মজুত রাখা বোমা ফেটে মৃত এক শিশু। গুরুতর জখম আরও চার। মর্মান্তিক ঘটনাটি সদাইপুর থানার কুইঠা গ্রামের। গ্রামের মনির শেখ নামে এক ব্যক্তির বাড়ির পেছনে বোমাটি ফাটে। বোমার আঘাতে গুরুতর জখম ওই চার শিশুকে হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে স্থানীয় সূত্রে খবর। পাঁচ শিশুর মধ্যে একজনের মৃতের বয়স এক বছর। বাকিরা তিন থেকে সাত বছর বয়সী। গোটা ঘটনায় এলাকাজুড়ে চাঞ্চল্য। খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ। তারাই আহত শিশুদের নিয়ে হাসপাতালে যান। পলাতক বাড়ির মালিক শেখ মনির সহ আরও কয়েকজন। স্থানীয় সূত্রে জানা গেছে, শেখ মনির তৃণমূল দলের সমর্থক। মনিরের বাড়িতেই মজুত ছিল বিস্ফোরক। বাড়ির ছোটরা খেলার সময় অসাবধানতায় সন্ধ্যার ঠিক আগে ওই বিস্ফোরকের বালতি উল্টে যায়। মারাত্মক বিস্ফোরণে কেঁপে উঠ এলাকা। গুরুতর জখম হয় পাঁচ শিশু। এদিকে খবর পেয়ে সদাইপুর থানার ওসি মিকাইল মিঁয়া পুলিশ ফোর্স নিয়ে ঘটনাস্থলে পৌঁছে যান। বিস্ফোরণস্থল ঘিরে রাখে পুলিশ। বাড়িতে আরও বোমা আছে কিনা খুঁজে দেখতে CID বম্ব স্কোয়াডকে খবর দেওয়া হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে। জানা গেছে এর আগেও এই মনিরের বাড়ি থেকে বহুবার বোমা উদ্ধার হয়েছে। কিছুদিন আগে বিস্ফোরণে ভেঙ্গে চুরমার হয়ে যায় তার রান্নাঘর। আরও জানা গেছে, ওই মনিরের বাবা শেখ রফিক এবং তার একসঙ্গী বেশ কয়েক বছর আগে বোমা বিস্ফোরণে মারা যায়। তাতেও হুঁশ ফেরেনি বাড়ির মালিকের। এবার নিজের বাড়িতে তৈরি করা মৃত্যু ফাঁদ প্রাণ কাড়লো এক নিষ্পাপ শিশুর। পুরভোটের আগে শাসকদল তৃণমূলের সমর্থক মনিরের বাড়িতে বোমা মজুত করছিল এমন অভিযোগ এনেছেন বিরোধীরা। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।মনির কোথা থেকে ওই ধরনের বিস্ফোরক আমদানি করছে জানতে জিজ্ঞাসাবাদ শুরু হয়েছে। জানা গিয়েছে মঙ্গলবার বিকেলে কুইঠা গ্রামের ওই বাড়ির পিছনের ফাঁকা অংশে খেলা করছিলো বাড়ির ৫ শিশু। মঙ্গলবার সন্ধে নাগাদ বল ভেবে বোমা নিয়ে খেলতে যায় ওই শিশুরা। হঠাৎই বোমা ফাটার আওয়াজে কেঁপে ওঠে বাড়ি। বাড়ির ও আশপাশের লোকজন এসে দেখেন ওই ৪ শিশু বিস্ফোরণে জখম হয়ে কাতরাচ্ছে। তাদের মুখ, বুক ঝলসে গিয়েছে বোমার আঘাতে। প্রথমে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলেও পরে আহত শিশুদের সিউড়িতে একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। সন্ধ্যে নাগাদ ওই শিশু মারা যায়।


from Bengali News, Bangla News, বাংলা সংবাদ, বাংলা নিউজ, News in Bengali, কলকাতা বাংলা খবর - Ei Samay https://ift.tt/kqihN07
Previous article
Next article

Leave Comments

Post a Comment

ads

Articles Ads 1

ads

Advertisement Ads