Ajker Bengali Khabar - Eisamay
Bangla News
Bengali News
Live Bengali News
বাংলা নিউজ
বাংলায় সর্বশেষ খবর
from Bengali News, বাংলা নিউজ, বাংলায় সর্বশেষ খবর, Live Bengali News, Bangla News, Ajker Bengali Khabar - Eisamay https://ift.tt/wg8jpvE
জিতবই: বর্ষপূর্তিতে নেতানিয়াহু, সেলিব্রেশন হামাসেরও https://ift.tt/vbsLKVY

এই সময়: গত বছর ৭ অক্টোবর গোটা বিশ্বকে চমকে দিয়েই ইজ়রায়েলে মিসাইল অ্যাটাক করেছিল হামাস। ইজ়রায়েলের মূল ভূখণ্ডে ঢুকেও রীতিমতো তাণ্ডব চালিয়ে অন্তত ১২০০ জনকে মেরে প্রায় ২৫০ জনকে পণবন্দি করে নিয়ে পালায় গাজ়ায়। ওই দিনই পাল্টা যুদ্ধ ঘোষণা ইজরায়েল। গাজ়ায় হামাসের পাশাপাশি এখন আবার লেবাননে হেজবোল্লার পাশাপাশি ইরানের সঙ্গেও সম্মুখসমরে নেমে পড়েছে বেঞ্জামিন নেতানিয়াহুর দেশ। গত এক বছরে কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয়েছে গাজ়া। তবু হামাস-নিধনে মরিয়া ইজ়রায়েল। যুদ্ধের বর্ষপূর্তিতে দেশের সেনাবাহিনীর উদ্দেশে তাই ইজ়রায়েলি পিএমের ভোকাল টনিক— ‘আমরাই জিতব। গাজ়ায় জিতব, লেবাননে জিতব। ইরানের উপরও হামলার প্রস্তুতি নিচ্ছি আমরা।’ বাহিনীকে সাফ বার্তা তাঁর— ‘শত্রুদের গুঁড়িয়ে একেবারে শেষ করে দাও। এক বছর আগে আমরা একটা ভয়ানক ধাক্কা খেয়েছিলাম। কিন্তু এখন আমরা পুরো বাস্তবটাই পাল্টে দিয়েছি।’ ‘গ্রাউন্ড অপারেশন’ শুরু করে গাজ়ার ৮০ শতাংশ এলাকাই কব্জা করেছে ইজ়রায়েল। ওয়েস্ট ব্যাঙ্কেও চলছে লাগাতার হামলা। এ দিকে একের পর এক শীর্ষ কম্যান্ডারে হারিয়ে যুদ্ধে অনড় হামাসও। ৭ অক্টোবরের হামলাকে ‘গর্বের দিন’ বলে উল্লেখ করে হামাসের বক্তব্য— ওই দিনটা স্বাধীনতাকামী প্যালেস্তাইনের কাছে একটা চিরস্মরণীয় দিন। বর্ষপূর্তিতে সেলিব্রেশনের মেজাজেই দেখা গেল হামাসকে। তাদের পক্ষ নিয়ে এ দিন আবার ইজ়রায়েলের তৃতীয় বৃহত্তম শহর হাইফা-কে টার্গেট করে তারা অন্তত ১৩৫টি মিসাইল ছুড়েছে বলে দাবি হেজবোল্লার। দিনভর এ দিন ইজ়রায়েলের একাধিক শহরে সাইরেন বেজেছে। সারফেস-টু-সারফেস মিসাইল ছুড়েছে ইয়েমেনের হুথি গোষ্ঠীও। একসঙ্গে এত শত্রু সামলে ইজ়রায়েলের ‘লক্ষ্যপূরণ’ তাই সহজ হবে না বলেই মত ওয়াকিবহাল মহলের। তার মধ্যে আবার পণবন্দিদের ফেরানো নিয়ে ঘরে-বাইরে ক্রমশই চাপ বাড়ছে নেতানিয়াহুর উপর।
from Bengali News, বাংলা নিউজ, বাংলায় সর্বশেষ খবর, Live Bengali News, Bangla News, Ajker Bengali Khabar - Eisamay https://ift.tt/wg8jpvE
Leave Comments
Post a Comment