ডার্বি বাতিল মনে করিয়ে দিল ব্ল্যাক লাইভস ম্যাটার https://ift.tt/LsKSYVr - MAS News bengali

ডার্বি বাতিল মনে করিয়ে দিল ব্ল্যাক লাইভস ম্যাটার https://ift.tt/LsKSYVr

সামাজিক প্রেক্ষাপটের প্রভাব খেলার মাঠে যে পড়েনি, তা নয়। তবে ম্যাচ বন্ধের সে রকম উদাহরণ খুব একটা মিলবে না অতীতে তাকালে। খুব কাছাকাছি এমন ঘটনা ঘটেছিল বছর চারেক আগে আমেরিকায়। ইউএসএ তখন উত্তাল ব্ল্যাক লাইভস ম্যাটার প্রতিবাদে।সেই সময়ে একের পর এক ম্যাচ বাতিল হয়েছিল বাস্কেটবল থেকে ফুটবলে। আইস হকি বা আমেরিকান ফুটবলের ম্যাচও চলে গিয়েছিল বাতিলের খাতায়। কিন্তু তা দর্শকদের প্রতিবাদে বন্ধ হয়নি। বা প্রতিবাদের কারণে ঝামেলার আশঙ্কায় নয়। মূলত ম্যাচগুলি বাতিল হয়েছিল প্লেয়াররাও প্রতিবাদে সামিল হয়ে ম্যাচ বয়কট করায়। সেই সময়ে কোভিডের লকডাউন ভেঙে একটু একটু করে স্বাভাবিক হচ্ছিল নাগরিক জীবন। আমেরিকা তোলপাড় হয় পুলিশের গুলিতে কৃষ্ণাঙ্গের মৃত্যুতে। এক জন নয়, বছর দুয়েকের মধ্যে কয়েকজন ছিলেন পুলিশি অত্যাচারের শিকার। বিভিন্ন খেলার টিমের কৃষ্ণাঙ্গ প্লেয়াররা জোরালো প্রতিবাদ করেন। জাতীয় সঙ্গীতের সময়ে এক হাঁটু মাটিতে রেখে বসে প্রথমে প্রতিবাদ করেছিলেন আমেরিকান ফুটবল প্লেয়ার কলিন কেপারনিক। তার দেখাদেখি এই প্রতিবাদ ছড়িয়ে পড়ে অন্য খেলায়। এমনকি ক্রিকেটেও সেই সময়ে হাঁটু গেড়ে প্রতিবাদ করতে দেখা গিয়েছিল ভারত, অস্ট্রেলিয়া, নিউ জ়িল্যান্ডের ক্রিকেটারদের। ক্ষতিগ্রস্ত হয়েছিল মূলত ইউএসএ-র খেলাধুলো। এনবিএ প্লেয়াররা একযোগে ম্যাচ বয়কটের ডাক দিয়েছিলেন। পরে টিম মালিকরা কৃষ্ণাঙ্গ প্লেয়ারদের পাশে দাঁড়ানোর অঙ্গীকার করলে কোর্টে ফিরতে রাজি হন লেব্রন জেমস-স্টেফ কারিরা। জাপানি টেনিস তারকা নাওমি ওসাকা সিনসিনাটি ওপেনের সেমিফাইনালে পৌঁছলেও ম্যাচ খেলেননি ব্ল্যাক লাইভস ম্যাটার প্রতিবাদে সামিল হয়ে। এ রকমও দিন গিয়েছে, যে দিন মেজর লিগ সকারের পাঁচটি ম্যাচ বাতিল হয়েছিল। তবে কোনও ক্ষেত্রেই দর্শকদের প্রতিবাদের জন্য নিরাপত্তা বিঘ্নিত হতে পারে, এই আশঙ্কায় প্রশাসন ম্যাচ বাতিল করেনি। আর এ ক্ষেত্রে মোহনবাগান-ইস্টবেঙ্গলের ফুটবলাররা ম্যাচ বয়কটের সিদ্ধান্তও নেননি।


from Bengali News, বাংলা নিউজ, বাংলায় সর্বশেষ খবর, Live Bengali News, Bangla News, Ajker Bengali Khabar - Eisamay https://ift.tt/vsnGoqD

Leave Comments

Post a Comment

ads

Articles Ads 1

ads

Advertisement Ads