ইন্দোর মন্দির দুর্ঘটনাকাণ্ডে রাতভর উদ্ধারে সেনা, মৃত ৩৫ https://ift.tt/9LY6XeA - MAS News bengali

ইন্দোর মন্দির দুর্ঘটনাকাণ্ডে রাতভর উদ্ধারে সেনা, মৃত ৩৫ https://ift.tt/9LY6XeA

রাম নবমীতে ইন্দোরের মন্দিরের দুর্ঘটনাকাণ্ডে মৃত্যু মিছিল। মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩৫। নিহতদের মধ্যে নারী ও শিশু রয়েছে বলে খবর পাওয়া গিয়েছে। উদ্ধার কাজে নেমেছে সেনাবাহিনী। বৃহস্পতিবার দুপুরে ইন্দোরের প্যাটেল নগরের দুর্ঘটনা ঘটে। রাম নবমী উপলক্ষে মন্দিরে প্রচুর ভিড় হয়েছিল। ওই সময় আচমকাই একটি স্ল্যাব ভেঙে পড়ায় বহু পুণ্যার্থী কুয়োতে পড়ে যান। প্রত্যক্ষদর্শীদের দাবি, ওই সময় অন্তত ৬১ জন কুয়োতে পড়ে গিয়েছিলেন। ঘটনার সময় মন্দিরের মধ্যে হুড়োহুড়ি পড়ে গিয়েছিল। পরিস্থিতি সামলাতে দ্রুত মন্দির চত্বর খালি করে দেওয়া হয়।এর পরই উদ্ধার কাজে নামে স্থানীয় প্রশাসন। খবর দেওয়া হয় সেনাবাহিনীকে। বৃহস্পতিবার রাতভর চলে উদ্ধার কাজ। সেনা সূত্রে খবর, কুয়োর মধ্যে এখনও বেশ কয়েকজন আটকে রয়েছেন বলে মনে করা হচ্ছে। ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।উদ্ধারকারী দলের নেতৃত্বে থাকা এক সেনা আধিকারিক জানিয়েছেন, মহু ছাউনি থেকে তিনটি ইউনিটকে এই কাজে লাগানো হয়েছে। অন্তত ৭০ জন জওয়ান উদ্ধার কাজ রয়েছেন। "কুয়োর নেমে উদ্ধার কাজ খুবই কঠিন হয়ে পড়ছে। ভিতরের একটি অংশ দিয়ে ক্রমাগত জল বেরিয়ে আসছে। তাছাড়া নীচে পড়ে যাওয়া পুণ্যার্থীরা বিরাট চাঙড়ের তলায় চাপা পড়ে গিয়েছেন। চাঙরের একাংশ কেটেই বৃহস্পতিবার গভীর রাতে একের পর এক মৃতদেহ বের করে আনা হয়।" জানিয়েছেন ওই সেনা আধিকারিক। প্রত্যক্ষদর্শীদের দাবি, কুয়োর উপর স্ল্যাবে দাঁড়িয়ে ছিলেন ভক্তরা। আচমকাই সেই স্ল্যাবটি ভেঙে পড়ে। কেন স্ল্যাবের উপর পুণ্যার্থীদের দাঁড়ানোর অনুমতি দেওয়া হয়েছিল, তা নিয়ে উঠছে প্রশ্ন। ইন্দোরের মন্দিরের দুর্ঘটনাকাণ্ডে ইতিমধ্যেই তদন্তের নির্দেশ দিয়েছে । এছাড়াও নিহতদের পরিবারের সদস্যদের আর্থিক সাহায্য করা হবে। অন্যদিকে ওই ঘটনায় শোকপ্রকাশ করেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। শোতস্তব্ধ "নিহতদের পরিবারগুলিকে সমবেদনা জানাই। আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি।" গতকাল দুর্ঘটনার পর Tweet করেন তিনি। ঘটনায় শোকজ্ঞাপন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান। প্রসঙ্গত, বৃহস্পতিবার ইন্দোরের পাশাপাশি রাম নবমীর উৎসব চলাকালীন আগুন আগে। দ্রুত আগুন মন্দির চত্বরের মধ্যে ছড়িয়ে পড়েছিল। দমকলের বেশ কয়েকটি ইঞ্জিন গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ওই ঘটনায় হতাহতের কোনও খবর নেই।


from Bengali News, বাংলা খবর, Bangla News, Ajker Khobor, Latest Bengali News - Ei Samay https://ift.tt/QD206ys
Previous article
Next article

Leave Comments

Post a Comment

ads

Articles Ads 1

ads

Advertisement Ads