সবজি বাজারে দামে বদল, কী কী কিনলে থাকবেন লাভের ঘরে? https://ift.tt/sF0R8zq - MAS News bengali

সবজি বাজারে দামে বদল, কী কী কিনলে থাকবেন লাভের ঘরে? https://ift.tt/sF0R8zq

মাছ- মাংসের বাজারের তুলনায় সবজির বাজার যে এখনও সস্তা তাতে কোনও সন্দেহ নেই। কিন্তু গত কয়েক মাসের তুলনায় সবজির বাজারেও এসেছে পরিবর্তন। যদি জানুয়ারির দামের তুলনা করা হয়, তাহলে দেখা যাচ্ছে সবজির দাম প্রায় দ্বিগুণ বেড়েছে। বিক্রেতাদের দাবি, শীতকালে প্রচুর সবজি বাজারে পাওয়া যায়, ফলে দামও থাকে কম। কিন্তু শীত মিটতেই বাজারে নানা সবজি ধীরে ধীরে কমতে থাকে। ফলে দাম চড়ে সবজির। যদিও এখনও বাজারে আলুর দামই রয়েছে সবচেয়ে সস্তা।যদি সবজি বাজারের দিকে তাকানো হয়, সেক্ষেত্রে দেখা যাচ্ছে শীতের একাধিক সবজি এখন আর পাওয়া যাচ্ছে না। যেমন বাজার থেকে গায়েব বিট, ওলকপির মতো সবজি। ফুলকপি, বাঁধাকপি বাজারে পাওয়া গেলেও চড়েছে দাম। যেমন প্রতি পিস ফুলকপি বিক্রি হচ্ছে 15 টাকা পিস হিসেবে। বাঁধাকপির কেজি রয়েছে 20 টাকা। অন্যদিকে, জ্যোতি আলুর প্রতি কেজির দাম রয়েছে 12- 14 টাকা। চন্দ্রমুখীর দাম 20 টাকা কেজি। এছাড়া বাজারে চড়া দামে বিক্রি হচ্ছে এঁচড়, কাঁচা আম, পটলের মতো সবজি। এঁচড়ের কেজি রয়েছে 40 - 50 টাকা। কাঁচা আমের দাম কেজিতে 100 টাকা, পটলের কেজি রয়েছে 60- 80 টাকা। পাশাপাশি ঢ্যাঁড়শেরও কেজি রয়েছে 60 টাকা। অন্যদিকে, সস্তায় মিলছে টমেটো, গাজর, সিমের মতো সবজি। টমেটোর কেজি রয়েছে 20 টাকা। গাজরের কেজি 30 টাকা। সিমের কেজি বিক্রি হচ্ছে 40 টাকা করে। কুমড়োর প্রতি কেজির দাম রয়েছে 30 - 40 টাকা।দেখে নেওয়া যাক মাছ বাজারের দামপাশাপাশি মাছের বাজারেও ব্যাপক চড়া দাম। রুই মাছের কেজি 200 টাকা, কাটা রুইয়ের দাম 230 টাকা। কাতলা মাছের কেজি 300- 350 টাকা। পাবদা মাছের দাম শুরুই হচ্ছে 400 টাকা থেকে। ভেটকি মাছের কেজি রয়েছে 500 টাকা। এমনকি ভোলা মাছের কেজি রয়েছে 300 টাকা। প্রতি কেজি লোটে মাছের দাম রয়েছে 120 টাকা। ছোট ট্যাংরার দাম রয়েছে 250 টাকা।দেখে নেওয়া যাক চিকেন, মাটনের দামযদি মাংসের বাজারের দিকে দেখা হয়, তবে চিকেনের প্রতি কেজি দাম 220 - 240 টাকা। গোটা মুরগির কেজি প্রতি দাম 140 - 155 টাকা। মাটনের প্রতি কেজির দাম রয়েছে 700- 780 টাকা।


from Bengali News, বাংলা খবর, Bangla News, Ajker Khobor, Latest Bengali News - Ei Samay https://ift.tt/FD8vBrc
Previous article
Next article

Leave Comments

Post a Comment

ads

Articles Ads 1

ads

Advertisement Ads