Ajker Khobor
Bangla News
Bengali News
Latest Bengali News - Ei Samay
বাংলা খবর
from Bengali News, বাংলা খবর, Bangla News, Ajker Khobor, Latest Bengali News - Ei Samay https://ift.tt/cnefLws
কাজের ফাঁকে ধূমপানে সময় নষ্ট! সরকারি কর্মীর লাখ লাখ টাকা জরিমানা https://ift.tt/7N9Tjxk

অফিসে কাজ করতে করতে একটু ফুসরত পেলেই ধূমপান। চেয়ার ছেড়ে বারবার উঠে যাওয়া। এই অভিযোগে এবার শাস্তি হল এক সরকারি কর্মচারীর। লাখ লাখ টাকা জরিমানা করা হয়েছে তাঁর। যা ইতিমধ্যেই কেটে নেওয়া হয়েছে ওই ব্যক্তির বেতন থেকে। শুনতে আশ্চর্য লাগলেও এই ঘটনা ঘটেছে জাপানে। শাস্তিপ্রাপ্ত ব্যক্তি ওসাকার একটি সরকারি অফিসে ডিরেক্টর পদে কর্মরত রয়েছেন বলে জানা গিয়েছে। গত ১৪ বছরে কাজের ফাঁকে সাড়ে চার হাজার বার তিনি করেছেন বলে দাবি ফুমিও কিশিদা সরকারের। জাপানি সংবাদ মাধ্যম 'The Straits Times'-র প্রতিবেদন অনুযায়ী, গত কয়েক মাস ধরেই ধূমপানের নেশা ছাড়ানোর জন্য নানা ভাবে চেষ্টা করেছিল কর্তৃপক্ষ। তারপরও ওই কর্মচারী নেশা না ছাড়ায় শাস্তি হিসেবে তাঁর জরিমানা করা হয়। কী ভাবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে পড়লেন ওই ব্যক্তি? 'The Straits Times'-এ প্রকাশিত খবর অনুযায়ী, অফিস চলাকালীন দুই সহকর্মীর সঙ্গে প্রায়ই ধূমপান করতেন ওই ব্যক্তি। এতে তাঁর কাজেও প্রভাব পড়ছিল। বিষয়টি নজরে আসতেই ২০২২-র ডিসেম্বরে তিনজনকেই তলব করে অফিসের দফতর। কিন্তু শাস্তিপ্রাপ্ত কর্মচারীর বিরুদ্ধে অভিযোগ HR-র সামনে মিথ্যে বলেন তিনি। ওই সময় ধূমপান ছাড়তে বলে কড়া হুঁশিয়ারি দেওয়া হয়েছিল তাঁকে। সেই নির্দেশ মানা তো দূরে থাক, উলটে অফিসের সময় লুকিয়ে ধূমপান শুরু করেন তিনি। সূত্রের খবর, এর জেরেই একদিন হাতে নাতে ধরা পড়ে যান ডিরেক্টর পদমর্যাদার ওই ব্যক্তি। সঙ্গে সঙ্গেই শাস্তি দেওয়া হয় তাঁকে। ১.৪৪ মিলিয়ান ইয়েন জরিমানা হয় তাঁর। যা ভারতীয় মুদ্রায় প্রায় ১৩ লাখ টাকা। এছাড়াও শৃঙ্খলাভঙ্গের অভিযোগে বেতন কাটা গিয়েছে ওই অভিযুক্ত ব্যক্তির। দিতে হয়েছে ১০ শতাংশ করও। জরিমানার সমস্ত অর্থ ওই ব্যক্তির গত ছ'মাসের জরিমানা থেকে কেটে নেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। ওসাকা সরকার জানিয়েছে, অনুযায়ী ওই কর্মচারীকে শাস্তি দেওয়া হয়েছে। তাঁর সঙ্গে ঘনঘন ধূমপান করতে যাওয়া দুই সহকর্মীরও জারিমানা করেছে কর্তৃপক্ষ। কর্মস্থলে ধূমপান নিয়ে কড়া আইন রয়েছে জাপানি শহর ওসাকায়। দেড় দশক আগে অর্থাৎ ২০০৮-এ এই নিয়ে আইন পাশ করে সরকার। সেই আইনে বলা হয়েছে, কোনও সরকারি অফিস বা সংস্থায় কোনভাবেই ধূমপান করা যাবে না। এই আইন ভাঙার অপরাধে এবারই যে প্রথম শাস্তি হল, এমনটা নয়। বছর চারেক আগে ২০১৯-এ একটি সরকারি স্কুলের শিক্ষকের বিরুদ্ধে কর্মস্থলে সাড়ে তিন হাজারবার ধূমপানের অভিযোগ উঠেছিল। সেই ঘটনাতেও বিপুল অংকের টাকা জরিমানা করেছিল কর্তৃপক্ষ।
from Bengali News, বাংলা খবর, Bangla News, Ajker Khobor, Latest Bengali News - Ei Samay https://ift.tt/cnefLws
Leave Comments
Post a Comment