ফিল্ডিং করতে গিয়ে হাঁটুতে চোট, ছিটকে যাওয়ার পথে কেন উইলিয়ামসন https://ift.tt/xnCe6tA - MAS News bengali

ফিল্ডিং করতে গিয়ে হাঁটুতে চোট, ছিটকে যাওয়ার পথে কেন উইলিয়ামসন https://ift.tt/xnCe6tA

গতবার চ্যাম্পিয়ন হওয়ার পর এবার দলকে আরও শক্তিশালী করতে একাধিক পদক্ষেপ নিয়েছে গুজরাট টাইটান্স। মিনি নিলামে দলে একাধিক প্লেয়ারকে সই করিয়েছে তারা, যাদের মধ্যে অন্যতম হলেন কেন উইলিয়ামসন। নিউ জিল্যান্ডের অধিনায়ক অন্যতম ভয়ঙ্কর প্লেয়ার। IPL-এর আগে তিনি জাতীয় দলের হয়ে বিধ্বংসী ইনিংস খেলেছেন। কিন্তু প্রথম ম্যাচেই চোট পেলেন তিনি।ঘটনাটি কী?ঋতুরাজ গায়কোয়াড়ের একটি ছয় আটকাতে যান কেন উইলিয়ামসন। যারজন্য তিনি লাফ দেন। কিন্তু ল্যান্ডিংয়ের সময় তিনি পা রাখতে মিস করে যান। ফলে হাঁটুর উপরে পড়েন। হাঁটু ধরে তাঁকে শুয়ে পড়তে দেখা যায়। তাঁকে যন্ত্রণায় কাতরাতে দেখে ছুটে আসেন দলের ফিজিও। সঙ্গে সঙ্গে কিউয়ি অধিনায়ককে কাঁধে করে নিয়ে যাওয়া হয় ডাগআউটে।ডাগআউটে যাওয়ার পর তিনি আর ফিল্ডিং করতে নামেননি। তাঁর পরিবর্ত হিসেবে ইমপ্যাক্ট প্লেয়ারের নামও ঘোষণা করা হয়নি। দলের কোচ ও ব্যাটিং পরামর্শদাতা গ্যারি কার্স্টেন জানান, উইলিয়ামসনের পায়ের চিকিৎসা চলছে। যদিও পরে ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে সাই সুদর্শনকে নামায় গুজরাট টাইটান্স। তিনি ব্যাটিং করতেও নামেন। যদিও সাফল্য পাননি।গ্যারি কার্স্টেন উইলিয়ামসনের চোট নিয়ে বলেন, “দেখে ভালো লাগছে না, তবে ফিজিওরা খতিয়ে দেখছেন ওর চোট। আশা করি ও ঠিক আছে।” সানরাইজার্স হায়দরাবাদের হয়ে খারাপ বছরের পর কেন উইলিয়ামসনকে দল থেকে বাদ দেওয়া হয়। অধিনায়ক হিসেবে তিনি যেমন দলকে সাফল্য এনে দিতে পারেননি, তেমনই তিনি ব্যাট হাতেও সাফল্য পাননি। এরপর তিনি মিনি নিলামে ওঠেন। সবাইকে চমকে গিয়ে মিনি নিলামের প্রথম রাউন্ডে তিনি দল পাননি। পরে দ্বিতীয় রাউন্ডে বেস প্রাইসে তাঁকে দলে নেয় গুজরাট টাইটান্স। মাত্র ২ কোটি টাকায় দল পান তিনি।তবে গুজরাটের জার্সিতে প্রত্যাশা তৈরি করলেও তিনি সেই প্রত্য়াশা রাখতে পারলেন না। প্রথম ম্যাচেই চোট পেয়ে বেরিয়ে গেলেন। তবে তাঁর চোট কতটা গুরুতর তা জানা যায়নি। তবে তাঁর চোট নিয়ে গুজরাট শিবির যে চিন্তায় থাকবে তা বলাই যায়। কারণ মিডল অর্ডারে কেন উইলিয়ামসন ভরসার নাম। নিজের দিকে একাই ম্যাচ শেষ করে দিতে পারেন। এমনিতেই চোট আঘাতে জর্জরিত এবারের IPL। সেই তালিকায় উইলিয়ামসনের নামটা জুড়ে গেলে সমস্যা আরও বাড়লে বলেই মনে হয়।


from Bengali News, বাংলা খবর, Bangla News, Ajker Khobor, Latest Bengali News - Ei Samay https://ift.tt/KvGU7xd
Previous article
Next article

Leave Comments

Post a Comment

ads

Articles Ads 1

ads

Advertisement Ads