স্যেনের বুকে তৈরি ইতিহাস https://ift.tt/wYaiPVO - MAS News bengali

স্যেনের বুকে তৈরি ইতিহাস https://ift.tt/wYaiPVO

শহরের মাঝামাঝি একটা স্টেশন মিরোমেনিল। রোলাঁ গারো যাওয়ার পথে সেই স্টেশনে মেট্রো পৌঁছতেই হঠাৎ এগিয়ে এলেন এক রেলকর্মী। ফরাসিতে কিছু বললেন, লোকজন ট্রেন থেকে নামতে শুরু করে দিল।ভাগ্য ভালো, সেই রেলকর্মী ইংরেজি জানতেন। তাঁকে জিজ্ঞাসা করাতে অন্য মেট্রোর রুট বাতলে দিলেন। কিন্তু বলতে চাইলেন না কেন আচমকা মেট্রো অর্ধেকেরও কম পথ এসে থমকে গেল। স্থানীয়রা ভীষণ বিরক্ত এই ঘটনায়। তবে হইহল্লা, চিৎকার না করে কেউ মেট্রোর লাইন বদলে ফেললেন, কেউ 'সর্তি' অর্থাৎ স্টেশন থেকে বেরোনোর রাস্তা ধরলেন।অন্য এক ফরাসি ভদ্রলোক বলছিলেন, এই কাণ্ড অলিম্পিক্সের উদ্বোধনের জন্যই। আগের দিন দুপুরেই কিছু স্টেশন বন্ধ ছিল আইফেল টাওয়ার, শঁজে লিজে, আর্ক দে ত্রিয়ম্ফ চত্বরে। এদিন কিছু লাইনকেই মাঝপথে বন্ধ করে দেওয়া হয়েছে। আর সেটা যে ভাবে আচমকা ট্রেন থামিয়ে করা হয়েছে, বিরক্তি ও বিপত্তি তা ঘিরেই।তবে অলিম্পিক্স উদ্বোধনের কয়েক ঘণ্টা আগে ফ্রান্সের মুখ পুড়ল অন্য একটি ঘটনায়। নানা স্টেশনে মেট্রো থমকে যাওয়ার বিভ্রাটের মধ্যেই চাঞ্চল্য তৈরি হল, প্ল্যানমাফিক 'ক্রিমিন্যাল অ্যাক্টিভিটি'র মাধ্যমে দেশের নানা প্রান্তে টিজিভি রুখে দেওয়ায়। ফ্রান্সের বিভিন্ন দূরবর্তী শহর এবং ইউরোপের অন্য দেশে যাওয়ার জন্য যে সুপারফাস্ট টিজিভি ট্রেন চলে, সেই ট্রেনের যাত্রাপথে নাকি ঘটেছে সাবোতাজ। কোনও এক গোষ্ঠী লাইনে আগুন জ্বালিয়ে বা কোনও ভাবে ক্ষতিগ্রস্ত করে থমকে দিয়েছে টিজিভির সার্ভিস। এ জন্য লন্ডন থেকে প্যারিস পৌঁছনোর ট্রেনও ছাড়তে পারেনি। উদ্বোধনী অনুষ্ঠানের জন্য যাঁরা প্যারিসে আসছিলেন, তাঁরা আটকে পড়েন দূরে কোথাও।তদন্ত শুরু হয়েছে। তবে এ ক্ষেত্রে অভিযোগের তির সন্ত্রাসবাদীদের দিকে নয়। বরং মনে করা হচ্ছে, এই কাণ্ড ঘটাতে পারেন চরমপন্থী বাম গোষ্ঠী অথবা পরিবেশ কর্মীরা। কিন্তু কেউ দায় না স্বীকার করায় ফরাসি সরকারও অন্ধকারে। তদন্তে যা-ই বেরোক, অলিম্পিক্স উদ্বোধনের সকালে এ রকম ঘটনায় নিঃসন্দেহে অস্বস্তিতে ফরাসি সরকার। তা ছাড়া অনেকে প্রশ্ন তুলছেন, লাইনের ক্ষতি করার মানে তো বড় বিপদও ঘটতে পারত।শুক্রবার ভোর থেকে ঝিরঝিরে বৃষ্টি এমনিতেই মেজাজ বিগড়ে দেওয়ার মতো। দুপুরের পরে তা কমলেও রোড ব্লক, মেট্রোর কিছু লাইন বন্ধ হওয়া, টিজিভি রুখতে সাবোতাজ- সব মিলিয়ে তাল একটু কেটেছিল প্যারিসের।সে সবই অবশ্য পিছনের সারিতে আসতে শুরু করল বিকেলের পরে। যখন স্থানীয় টিভিতে সরাসরি দেখানো শুরু হল উদ্বোধনী অনুষ্ঠানের আগের কিছু অনুষ্ঠান। স্যেন নদীর বুকে যেখানে নৌকাযাত্রা শুরু, সেই পঁ দ'স্তারলিৎজ বা যেখানে শেষ, সেই ত্রোকাদেরোতে চলছিল নানা অনুষ্ঠান। প্রাক্তন তারকা অ্যাথলিট, ভিভিআইপিদের জন্য আইফেল টাওয়ারের সামনে ছিল রেড কার্পেট। দুপুর থেকে প্রস্তুতি শুরু হয়ে গিয়েছিল গেমস ভিলেজেও। স্পেনের বিখ্যাত বাস্কেটবলার পাউ গাসোল মশাল নিয়ে পৌঁছন ভিলেজে। নানা দেশের অ্যাথলিটরা সেজে বিভিন্ন রঙের পোশাকে। উৎসবের আসল রং যেন সেখানেই। একদিন পর থেকেই যাঁদের লক্ষ্য পদক জয়, তাঁরা ক্ষণিক সব ভুলে মেতে উঠলেন খুশিতে। পিভি সিন্ধু থেকে শরথ কমলরা ততক্ষণে তৈরি উদ্বোধনের জন্য ডিজ়াইন করা বিশেষ দেশি পোশাক পরে। কিছু পরে যে ভাবে তাঁদের দেখা গেল নদীর বুকে। দেশের পতাকা হাতে।আইফেল টাওয়ারের চূড়ায় জ্বলে উঠল আলোর রেখা। আনুষ্ঠানিক ভাবে শুরু হয়ে গেল অলিম্পিক্স। শনিবার থেকেই পদকের লক্ষ্যে শহরের বিভিন্ন প্রান্তের ভেন্যুতে নেমে পড়বেন রোহন বোপান্না থেকে লক্ষ্য সেন, মানু ভাকের থেকে হরমনপ্রীত সিংরা। সপ্তাহ দুয়েকের জন্য স্বপ্নের জাল বোনা শুরু ভারতবাসীর।


from Bengali News, বাংলা নিউজ, বাংলায় সর্বশেষ খবর, Live Bengali News, Bangla News, Ajker Bengali Khabar - Eisamay https://ift.tt/hW6qzdJ

Leave Comments

Post a Comment

ads

Articles Ads 1

ads

Advertisement Ads