খোলামেলা অলিম্পিক্সে আজ দীপিকাদের লড়াই https://ift.tt/HYlZgUx - MAS News bengali

খোলামেলা অলিম্পিক্সে আজ দীপিকাদের লড়াই https://ift.tt/HYlZgUx

প্যারিস অলিম্পিক্সে এবার স্লোগান 'গেমস ওয়াইড ওপেন'। অর্থাৎ কিনা 'গেমস সবার জন্য খোলামেলা।' উন্মুক্ত তো বটেই! অলিম্পিক্সের ইতিহাসে এই প্রথম উদ্বোধন অনুষ্ঠান কোনও স্টেডিয়ামে নয়। হবে স্যেন নদীর বুকে চার মাইল জুড়ে ৮৫ খানা বার্জ আর বোটে ২০৬ দেশের প্রায় আট হাজার ক্রীড়াবিদকে নিয়ে।খেলার মাঠও এবার থাকবে খোলামেলা। একাধিপত্য এবার কম দেখা যাবে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। তাঁদের ধারণা, প্যারিসে উঠে আসবেন অনেক নতুন নায়ক-নায়িকা। সরকারি উদ্বোধনের আগেই বুধবার শুরু হয়ে গিয়েছে ফুটবলের মহারণ। আজ বৃহস্পতিবার ভারতীয় তিরন্দাজরাও শুরু করে দিচ্ছেন অভিযান। দীপিকা কুমারী, অঙ্কিতা ভগত, ধীরাজ বোম্মাদেবরা, প্রবীণ যাদবরা আজ নামছেন র‍্যাঙ্কিং পর্যায়ের লড়াইয়ে।ভারতের অন্যতম নামী প্রাক্তন তিরন্দাজ রাহুল বন্দ্যোপাধ্যায় বলছিলেন, 'এবার অলিম্পিক্সে কোরিয়া, ফ্রান্স, ইতালি, চিনদের দাপট খর্ব করে ভারতের পদক জেতার প্রবল সম্ভাবনা। বিশেষ করে টিম ইভেন্টে।' লন্ডন অলিম্পিক্সে খেলা রাহুলের বিশ্লেষণ, '১২ টিম লড়াই করবে পদকের জন্য। সেখানে তিন থেকে চারটে ম্যাচ জিতলে পারলেই পদক পাওয়া নিশ্চিত। এ ক্ষেত্রে র‍্যাঙ্কিং পর্বে ভালো ফল করে ৪ থেকে ৮ নম্বরের মধ্যে থাকলে সেমিফাইনাল পর্যন্ত উঠে যাওয়ার সুযোগ। শুরুতে তুলনামূলক কম দুর্বল দেশের সঙ্গে খেলা পড়বে।'র‍্যাঙ্কিং পর্বে প্রত্যেক তিরন্দাজকে ৭২টা তির ছুড়তে হয়। মোট স্কোর ৭২০। ছেলেদের বিভাগে প্রবীণ-ধীরাজ ও তরুণ রাই প্রত্যেকে যদি ৭২০ পয়েন্টের মধ্যে ৬৭৫-৬৮০ স্কোর করতে পারেন, তাহলে প্রথম আটে থাকতে পারবে টিম। মেয়েদের দীপিকা-অঙ্কিতা-ভজন কৌরের প্রত্যেকের করা দরকার কমপক্ষে ৬৬৫-৬৭০ করে স্কোর। তিন জনের মোট স্কোরের যোগফলের উপর টিমের র‍্যাঙ্কিং নির্ধারিত হবে। আবার এই র‍্যাঙ্কিং প্রত্যেক তিরন্দাজকে তাঁদের ব্যক্তিগত সিঙ্গলসের লড়াইয়েও ক্রীড়াসূচিতে ভালো জায়গা করে দেবে।বাংলার বধূ দীপিকার কাছে এটা চতুর্থ অলিম্পিক্স। তাঁর অভিজ্ঞতা দেশকে তিরন্দাজিতে প্রথম পদক এনে দিতে পারে বলে মনে করেন রাহুল। দেশের একমাত্র বাঁ-হাতি তিরন্দাজ সিঁথির মেয়ে হলেও তাঁকে বাংলার প্রতিনিধি অবশ্য বলা যাচ্ছে না। কারণ টাটায় চাকরি নিয়ে অঙ্কিতা বেশ কয়েক বছর ধরে ঝাড়খন্ডের স্থায়ী বাসিন্দা। তিরন্দাজিতে দেশে প্রথম পদক এলে তার কৃতিত্ব পাবেন দুই স্বদেশি কোচ ঝাড়খন্ডের পূর্ণিমা মাহাতো আর সিকিমের সোনম ভুটিয়া। কারণ এঁরাই ভারতীয় টিমের কোচ। পুনেতে টানা প্র্যাক্টিস সেরে ভারতীয় তিরন্দাজ টিম ৯ জুলাই থেকে প্যারিসেই প্রস্তুতি নিয়েছে। ফলে সেখানকার আবহাওয়া ও পরিবেশের সঙ্গে দীপিকারা যথেষ্ট মানিয়ে নিয়েছে বলেই আশা। যা পদক জেতার সহায়ক।টিম ইভেন্টে মেয়েদের পদকের লড়াই ২৮ জুলাই। ছেলেদের ২৯ জুলাই। তবে তার সলতে পাকানো শুরু হয়ে যাচ্ছে আজ থেকেই প্যারিসের লে ইনদালিদেশ রেঞ্জে।


from Bengali News, বাংলা নিউজ, বাংলায় সর্বশেষ খবর, Live Bengali News, Bangla News, Ajker Bengali Khabar - Eisamay https://ift.tt/y5s9M2I
Previous article
Next article

Leave Comments

Post a Comment

ads

Articles Ads 1

ads

Advertisement Ads