Bengali News
Bengali News Today
News in Bengali
বাংলা খবর
বাংলা সংবাদ - Ei Samay
from Bengali News, বাংলা খবর, News in Bengali, bengali news today, বাংলা সংবাদ - Ei Samay https://ift.tt/oRxFG4l
LIVE : আজ মাধ্যমিকের রেজাল্ট আউট, ওয়েবসাইটে দেখা যাবে ফল https://ift.tt/E5Acda7
WBBSE 10th Result 2024 Live: 2 মে, বৃহস্পতিবার পরীক্ষার রেজাল্ট আউট। এদিন সকাল 9টা নাগাদ আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশ করবেন মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায়। বিগত বছরগুলির মতো এবারও ওয়েবসাইট ও মোবাইল অ্যাপে রেজাল্ট দেখার সুযোগ পাচ্ছে ছাত্র-ছাত্রীরা। পর্ষদের অফিশিয়াল ওয়েবসাইটে লগ ইন করে মার্কশিট ডাউনলোড করতে পারবে পড়ুয়ারা। সকাল 9টা 45 মিনিট থেকে অনলাইনে দেখা যাবে ফল। তবে এর জন্য লাগবে রোল নম্বর ও জন্ম তারিখ।অনলাইনে ফল দেখার জন্য 2টি ওয়েবসাইট চালু রাখছে মধ্যশিক্ষা পর্ষদ। সেগুলি হল, ও । এছাড়াও বেশ কয়েকটি বেসরকারি সংস্থার ওয়েবসাইটেও দেখা যাবে ফল। রেজাল্ট দেখার জন্য প্রথমে ওয়েবসাইটে করতে হবে লগ ইন। সেখানেই মিলবে রেজাল্টের লিঙ্ক। তাতে ক্লিক করলে খুলবে একটি পেজ। সেখানে লিখতে হবে রোল নম্বর ও জন্ম তারিখ। তারপর সার্চ বাটনে ক্লিক করলেই স্ক্রিনে ফুটে উঠবে রেজাল্ট। মোবাইল অ্যাপে রেজাল্ট দেখতে হলে Google প্লে স্টোর থেকে ডাউনলোড করতে হবে madhyamik results 2024 ও madhyamik result নামের 2টি অ্যাপ। সম্পূর্ণ বিনামূল্যে অ্যাপগুলি ডাউনলোড করা যাবে। মোবাইল অ্যাপে মাধ্য়মিকের রেজাল্ট দেখতে হলে লাগবে রোল নম্বর ও জন্ম তারিখ। একই ভাবে সেখানেও সার্চ বাটনে করতে হবে ক্লিক। PDF ফর্মে মাধ্য়মিকের মার্কশিট ডাউনলোড করতে পারবে পড়ুয়ারা। সকাল 10টা নাগাদ পর্ষদের ক্যাম্প অফিস থেকে বিলি করা হচ্ছে মার্কশিট ও শংসাপত্র। যা প্রধান শিক্ষক-শিক্ষিকা বা টিচার ইনচার্জ সংগ্রহ করবেন। দুপুরের পর ছাত্র-ছাত্রীদের হাতে মার্কশিট ও শংসাপত্র তুলে দেবে স্কুল।লোকসভা ভোটের কারণে এবার মাধ্যমিক পরীক্ষা এগিয়ে এনেছিল পর্ষদ। 2 ফেব্রুয়ারি শুরু হয়েছিল ক্লাস 10-র এই বোর্ড পরীক্ষা। যা ওই মাসের 12 ফেব্রুয়ারি শেষ হয়েছিল। সাধারণত 90 দিনের মধ্যে মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশ করে পর্ষদ। সেদিক থেকে দেখতে গেলে 12 মে পূর্ণ হত 90 দিন। তার আগেই প্রকাশিত হচ্ছে মাধ্য়মিকের ফল।
from Bengali News, বাংলা খবর, News in Bengali, bengali news today, বাংলা সংবাদ - Ei Samay https://ift.tt/oRxFG4l
Previous article
Next article
Leave Comments
Post a Comment