সিং ইজ 'কিংস', শশাঙ্কের রাজত্বে ধোনিদের হেলায় হারাল পঞ্জাব https://ift.tt/9stdi8g - MAS News bengali

সিং ইজ 'কিংস', শশাঙ্কের রাজত্বে ধোনিদের হেলায় হারাল পঞ্জাব https://ift.tt/9stdi8g

আরও একবার ব্যাট হাতে দায়িত্ববান ইনিংস খেললেন পঞ্জাব কিংসের তরুণ ব্যাটার শশাঙ্ক সিং। এবারের আইপিএল নিলামে শশাঙ্ককে ভুলবশত দলে নিয়েছিলেন প্রীতি জিন্টার। কিন্তু, প্রতিটা ম্যাচেই শশাঙ্ক সেই ভুলের 'যোগ্য জবাব' দিয়ে যাচ্ছেন। চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধেও তেমনই নজির দেখতে পাওয়া গেল। এই ম্যাচে তিনি শেষপর্যন্ত ২৫ রান করে অপরাজিত থাকেন। আর এই ম্যাচে ৭ উইকেটে জয়লাভ করেছে।এই ম্যাচে টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় পঞ্জাব কিংস। শুরুটা খুব একটা ভালো করতে পারেনি। কিন্তু, ম্যাচ যত সামনের দিকে এগিয়েছে ততই হলুদ ব্রিগেড যেন খোলস ছেড়ে বেরিয়েছে। অজিঙ্কা রাহানে এবং রুতুরাজ গায়কোয়াড় প্রথমে ব্যাট করতে নেমে প্রথম ওভারে মাত্র ৪ রানই তুলতে পেরেছি। কিন্তু, পাওয়ার প্লে শেষে তারা বিনা উইকেটে ৫৫ রান তুলে ফেলেছিল। এই ম্যাচে কিছুটা হলেও নিজের যোগ্যতার প্রতি সুবিচার করতে পারলেন অজিঙ্কা রাহানে। ২৪ বলে ২৯ রান করে তিনি হরপ্রীত ব্রা'রের বলে আউট হলেন এবং প্যাভিলিয়নে ফিরে যান। তবে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে আসেন শিবম দুবে। মঙ্গলবার (৩০ এপ্রিল) আসন্ন টি-২০ বিশ্বকাপের স্কোয়াডে শিবমের নাম ঘোষণা করা হয়েছে। আর পরের দিনই এই ভারতীয় অলরাউন্ডার (যদিও ২০২৪ আইপিএল টুর্নামেন্টে এই প্রথমবার তিনি বল করার সুযোগ পেলেন) শূন্য রানে আউট হয়ে যান। বেশিক্ষণ উইকেটে টিকতে পারেননি রবীন্দ্র জাদেজাও (২)। যদিও জাদেজা এবং শিবমের অভাব অনুভব করতে দেননি অধিনায়ক রুতুরাজ। চলতি আইপিএল টুর্নামেন্টে আরও একটি হাফসেঞ্চুরি তাঁর ব্যাট থেকে বেরিয়ে এসেছে। এই ম্যাচে তিনি ৪৪ বলে হাফসেঞ্চুরি করেন। আর সেইসঙ্গে বিরাট কোহলির থেকে কমলা টুপিও কার্যত কেড়ে নিয়েছেন তিনি।শেষবেলায় ব্যাট করতে নেমেছিলেন চেন্নাই সুপার কিংস দলের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। এই টুর্নামেন্টের গত আট ম্যাচে অপরাজিত ছিলেন রাঁচির রাজপুত্র। অনেকেই মনে করেছিলেন ধোনি হয়ত এই টুর্নামেন্টে অপরাজিত হয়েই মরশুম শেষ করতে পারবেন। কিন্তু, সমর্থকদের সেই প্রত্যাশা পূরণ হয়নি। এই ম্যাচে রান আউট হয়ে যান ধোনি। যদিও তিনি ১১ বলে ১৪ রান করেছেন। আর সেইসঙ্গে চেন্নাই সুপার কিংস নির্ধারিক ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৬২ রান তুলেছিল।জয়ের জন্য ১৬৩ রানের লক্ষ্যমাত্রা সামনে রেখে ব্যাট করতে নামে পঞ্জাব কিংস। ওপেন করতে নামেন জনি বেয়ারস্টো এবং প্রভসিমরন সিং। শুরুটা তারা বেশ ভালোই করেছিল। প্রথম পাওয়ার প্লে চলাকালীন পঞ্জাব প্রভসিমরনের (১০ বলে ১৩ রান) উইকেট হারালেও ৫২ রান স্কোরবোর্ডে তুলে ফেলে। তবে আশার আলো দেখিয়েছিলেন জনি বেয়ারস্টো। তিনি অবশ্য ৩০ বলে ৪৬ রান করেন। তাঁর উইকেট শিকার করেন শিবম দুবে। বেয়ারস্টোকে যোগ্য সঙ্গত দেন রিলে রসৌ। দ্বিতীয় উইকেটে মাত্র ২৮ বলে ৫০ রানের একটা অনবদ্য পার্টনারশিপ গড়ে ওঠে। যাইহোক, বেয়ারস্টো ফিরতে মাঠে নামলেন শশাঙ্ক সিং। এবারের আইপিএল টুর্নামেন্টে শশাঙ্ক ব্যাট হাতে কার্যত কালবৈশাখী ঝড় তুলেছেন। তাঁকে বিশ্বকাপ স্কোয়াডে কেন রাখা হল না, তা নিয়েও প্রশ্ন তুলেছেন অনেকেই। যাইহোক, চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে আরও একবার তিনি নিজের যোগ্যতার প্রতি সুবিচার করলেন। শেষপর্যন্ত অপরাজিত (২৬ বলে ২৫ রান) থেকে দলকে জিতিয়ে ফিরলেন শশাঙ্ক। তাঁকে শেষবেলায় যোগ্য সঙ্গত দিলেন অধিনায়ক স্যাম কারেন ()। পঞ্জাবের এই জয় প্লে-অফের লড়াইকে আরও জোরদার করবে, তা বলা যেতেই পারে।


from Bengali News, বাংলা খবর, News in Bengali, bengali news today, বাংলা সংবাদ - Ei Samay https://ift.tt/p7qWhK4
Previous article
Next article

Leave Comments

Post a Comment

ads

Articles Ads 1

ads

Advertisement Ads