'ওরা প্রমাণ করল...', ISL-এ মহামেডানকে স্বাগত জানিয়ে প্রশংসায় দেবব্রত সরকার https://ift.tt/lTaC9g1 - MAS News bengali

'ওরা প্রমাণ করল...', ISL-এ মহামেডানকে স্বাগত জানিয়ে প্রশংসায় দেবব্রত সরকার https://ift.tt/lTaC9g1

ইতিহাসের পাতায় নাম লিখল মহমেডান স্পোর্টিং। কলকাতার দ্বিতীয় দল হিসেবে আই লিগ জিতল তারা। এবং কলকাতা তৃতীয় দল হিসেবে তারা খেলবে। গুয়াহাটিতে শিলং লাজংকে ২-১ গোলে হারিয়ে জিতল এবং এরসঙ্গে ISL-এর খেলার ছাড়পত্র আদায় করল। আইলিগ জিতে প্রোমোশন নিয়ে ISL খেলা দ্বিতীয় দল হচ্ছে মহামেডান। প্রথম দল ছিল পঞ্জাব এফসি। মহামেডান এই ম্যাচ জেতার পর তাদের সঙ্গে আনন্দ ভাগ করে নিতে মহামেডান তাঁবুতে উপস্থিত হল ইস্টবেঙ্গলের শীর্ষ কর্তা দেবব্রত সরকার।এদিন শিলং লাজংয়ের বিরুদ্ধে ম্যাচটার জন্য মহামেডান ক্লাব তাঁবুকে বিশেষ স্ক্রিনিংয়ের ব্যবস্থা করা হয়েছিল। সমর্থকদের জন্য ছিল বিনামূল্যে প্রবেশ। সেখানে ভিড় করেন সমর্থকরা। উপস্থিত ছিলেন দেবব্রত সরকারও। মহামেডান ম্যাচ জেতার পর সাংবাদিকদের মুখোমুখি হন দেবব্রত সরকার। তিনি বলেন, ‘এখন অবধি তিনটে ট্রফি হয়েছে। ডুরান্ড কাপ জিতেছে মোহনবাগান, সুপার কাপ জিতেছে আর আইলিগ জিতল মহামেডান। এটা বাংলার জয় হল। বাংলা ভারতীয় ফুটবল শাসন করে এসেছে, আগামীদিনেও করবে এখনও করছে। মহামেডানের পরিকল্পনা, ওরা যেভাবে এগিয়েছে, ওদের সমর্থক, সদস্যরা যেই ধৈর্য দেখিয়েছে সেটা প্রশংনীয়। আমি ইস্টবেঙ্গলের পক্ষ থেকে ওদের ধন্যবাদ দিই। ওরা যেটা করেছে সেটা বাকিদের শেখা উচিত।’মহামেডানকে ISL-এ সুযোগ দেওয়ার দাবি ছিল দীর্ঘদিনের। কিন্তু আইলিগ না জিতে খেলতে আসা মানে বিড পেপার তুলে ফি দিয়ে খেলা। যেটাতে মহামেডানের আপত্তি ছিল। যেই কারণে তাদের অপেক্ষা করতে হল অনেকদিন। আইলিগ জিতে তারা ISL-এ প্রবেশ করল। দেবব্রত সরকার বলেন, ‘ওরা বলেছিল ওরা টাকা দিয়ে খেলবে না, জিতে খেলবে। আজকে ওরা প্রমাণ করল, ওরা জিতে খেলল। বাংলার জয় হয়েছে। তিনটে ক্লাব আগামীদিনে ISL খেলব। ৯০ মিনিট লড়়াই করব।’মহামেডানের আইলিগ জয়ে শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি টুইটারে লেখেন, ‘ইতিহাস লিখল, ক্লাব শিলং লাজংকে ২-১ গোলে হারিয়ে আইলিগ জিতল। ইস্টবেঙ্গল এবং মোহনবাগানের পর কলকাতার আরও একটা ক্লাব ভারতীয় ফুটবলের সর্বোচ্চস্তরে খেলবে এটায় আমার মন গর্বে ভরে গিয়েছে। প্লেয়ার, ম্যানেজার, কোচিং স্টাফ এবং এই সাফল্যের সঙ্গে যারা জড়িত তাঁদের সকলকে অভিনন্দন।’ এছাড়াও বিভিন্ন মহল থেকে মহামেডানকে শুভেচ্ছা জানানো হয়। এবার তারা কলকাতা লিগও জিতেছিল।


from Bengali News, Latest Bangla Sangbad, News in Bengali, বাংলা খবর - Ei Samay https://ift.tt/mhVjgbB
Previous article
Next article

Leave Comments

Post a Comment

ads

Articles Ads 1

ads

Advertisement Ads