'রোহিতের উচিত এবার...', হার্দিকের সমর্থনে বিস্ফোরক তারকা ক্রিকেটার https://ift.tt/KvNOVYS - MAS News bengali

'রোহিতের উচিত এবার...', হার্দিকের সমর্থনে বিস্ফোরক তারকা ক্রিকেটার https://ift.tt/KvNOVYS

হার্দিক পান্ডিয়াকে অকারণে বিতর্কের যুপকাষ্ঠে বলি করা হচ্ছে। ও শুধুমাত্র মুম্বই ইন্ডিয়ান্সে কামব্যাক করতে চেয়েছিল। আর ফ্র্যাঞ্চাইজি মালিকরা ট্রেডিংয়ের মাধ্যমে ওকে গুজরাট টাইটান্স থেকে ফিরিয় আনে। এরপর রোহিত শর্মাকে সরিয়ে হার্দিককে ম্যানেজমেন্টের তরফেই অধিনায়কের পদে বসানো হয়েছে।কিন্তু, এই সিদ্ধান্ত একেবারেই সফল হয়নি। বলা ভালো, ব্যুমেরাং হয়ে গিয়েছে। রাতারাতি সমর্থকদের ঘৃণার পাত্র হয়ে উঠেছেন হার্দিক। গুজরাট টাইটান্স সমর্থকরা তাঁকে বিশ্বাসঘাতক তকমা দিয়েছেন। অন্যদিকে, সমর্থকরা রোহিত শর্মার বদলি হিসেবে মেনে নিতে পারেনি। ইতিমধ্যে মুম্বই আবার পরপর তিনটে ম্যাচ হেরে পরিস্থিতি আরও জটিল করে তুলেছে।নিজের দেশের ক্রিকেটারকেই কেউ এভাবে ভর্ৎসনা করে, তা দেখে অস্ট্রেলিয়া ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক মাইকেল ক্লার্ক রীতিমতো অবাক হয়ে গিয়েছেন। তিনি দাবি করেছেন যে হার্দিকের সঙ্গে দেখা করেছেন এবং মুম্বই ইন্ডিয়ান্সের নয়া অধিনায়ককে দেখে তাঁর একেবারেই খারাপ লাগেনি।তিনি বললেন, 'ভারতে এমন দৃশ্য আমি আগে কখনও দেখিনি। স্থানীয় সমর্থকরা নিজের দলের ক্রিকেটারকেই ভর্ৎসনা করছে। হার্দিক মানসিকভাবে যথেষ্ট ভালো জায়গায় রয়েছে। কিন্তু, ওকে একজন ব্যাটার, বোলার এবং অধিনায়কের মতো পারফরম্যান্স করতে হবে। সাফল্যের বিকল্প আর কিছু হতে পারে না।'পাশাপাশি তিনি এও মনে করেন, 'এই কঠিন পরিস্থিতি থেকে বেরিয়ে আসার জন্য মুম্বই ইন্ডিয়ান্সকে হারের খরা কাটাতে হবে। হার্দিককে অধিনায়ক করার সিদ্ধান্তটা একেবারেই ফ্র্যাঞ্চাইজির ছিল। তবে এবার দায়িত্বটা হার্দিকের। ও কীভাবে মুম্বই ইন্ডিয়ান্সকে নেতৃত্ব দেবে, সেটা ওকেই ঠিক করতে হবে। ওর উপরে ফ্র্যাঞ্চাইজির যথেষ্ট আস্থা রয়েছে। কিন্তু, পারফরম্যান্স যদিও সেকথা বলছে না।'অস্ট্রেলিয়া ক্রিকেট দলের এই প্রাক্তন অধিনায়ক আরও মনে করেন, রোহিত শর্মার এবার এই ব্যাপারে মুখ খোলার সময় এসেছে। হার্দিকের পাশে দাঁড়ানোর সময় এসেছে।তিনি বললেন, 'রোহিত একজন চ্যাম্পিয়ন ক্রিকেটার। সেইসঙ্গে খুব ভালো মনের একজন মানুষ। এই কঠিন পরিস্থিতিতে ওর এবার মুখ খোলা দরকার। জনসমক্ষে এমন কিছু বলা দরকার যা হার্দিককে সাপোর্ট করে। এই দুজনই আবার মুম্বই ইন্ডিয়ান্সকে সাফল্যের সরণীতে ফিরিয়ে আনতে পারে।'এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি, আগামী ৭ এপ্রিল দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে ওয়াংখেড়ে স্টেডিয়ামে খেলতে নামবে মুম্বই ইন্ডিয়ান্স।


from Bengali News, Latest Bangla Sangbad, News in Bengali, বাংলা খবর - Ei Samay https://ift.tt/sptGHVq
Previous article
Next article

Leave Comments

Post a Comment

ads

Articles Ads 1

ads

Advertisement Ads