হেডের পাল্টা নটরাজনের বোলিং, নখদন্তহীন পারফরম্যান্সে গোহারান হার দিল্লির https://ift.tt/xAdMJZH - MAS News bengali

হেডের পাল্টা নটরাজনের বোলিং, নখদন্তহীন পারফরম্যান্সে গোহারান হার দিল্লির https://ift.tt/xAdMJZH

IPL-এ এতদিন সর্বোচ্চ রান তাড়া করে জেতার রেকর্ড ছিল ২২৪। অর্থাৎ, সর্বোচ্চ এই ২২৪ রান তাড়া করে জিতেছিল দল। দিল্লির কাছে সুযোগ ছিল সেটা টপকে যাওয়ার। কিন্তু তা হল না। সানরাইজার্স হায়দরাবাদের পাহাড় সমান রানের সামনে পড়ে ১৯৯ রানে গুটিয়ে গেল দিল্লি। ৬৭ রানের সহজ জয় সানরাইজার্সের।এদিন দিল্লির অরুণ জেটলির স্টেডিয়ামের ফ্রেশ পিচে খেলতে নেমেছিল দিল্লি ক্যাপিটালস ও সানরাইজার্স হায়দরাবাদ। উইমেন্স প্রিমিয়ার লিগের ফাইনালের পর এই মাটিতে আর ম্যাচ হয়নি। এত বড় বিরতির পর এই ম্যাচ হল আর এখানে হেরে ফিরতে হল দিল্লিতে। ঘরের মাঠের পিচ বুঝতেই পারলেন না ঋষভ পন্থরা। প্রথমে বল করতে নেমে ভুল করে বসল দিল্লি। প্রথমে ব্যাট করতে নেমে সানরাইজার্স প্রথম বল থেকে সুবিধা নিতে থাকে। ওপেন করতে নেমে ট্রাভিড হেড ও অভিষেক শর্মা প্রতিটা বল ব্যবহার করতে থাকেন। বিপক্ষকে দাঁড়াতেই দেননি। একমাত্র কুলদীপ যাদব বাদে আর কেউ সাফল্য পাননি দিল্লির বোলারদের মধ্যে। এই ম্যাচে ইশান্ত শর্মার অভাব বোঝা গিয়েছে। সানরাইজার্সের হয়ে যা করার সেটা করে দেন হেড ও অভিষেক শর্মা। তাদের ১৩১ রানের ওপেনিং জুটি চলে মাত্র ৬.২ ওভার। এরপর আর ম্যাচের সম্ভবত দরকার ছিল না। তাও দিল্লির ভাগ্য ভালো ক্লাসেন ও মারক্রাম রান পাননি। নীতীশ রেড্ডি ৩৭ রান করেন ও শাহবাজ আহমেদ করেন ৫৯ রান। বাংলার শাহবাজের এটা প্রথম IPL অর্ধশতরান। এদের দাপটে ২৬৬ রানে শেষ হয় সানরাইজার্সের ইনিংস। তাদের সাতটা উইকেট ফেলতে পারে দিল্লি। চারটে উইকেট নেন কুলদীপ যাদব। একটি করে উইকেট নেন মুকেশ কুমার ও অক্ষর প্যাটেল। এই বড় রান তাড়া করতে নেমে দিল্লিকে যেই পারফর্ম করতে হত সেটা তারা পারেনি। পৃথ্বী শহ শুরুটা ভালো করার চেষ্টা করেও পারেননি। তিনি ১৬ রান করে ফেরেন। চোট সারিয়ে ফেরা ওয়ার্নার ব্যর্থ হন। গত ম্যাচে পারফর্ম করা জ্যাক ফ্রেজার ম্যাকগার্ক ৬৫ রান করেন। তিনি বড় রান পান। অভিষেক পোড়েল ৪২ রানের একটা ইনিংস খেলেন। তবে প্রভাব ফেলতে পারেননি কেউ। এরপর ঋষভ পন্থ লড়ার চেষ্টা করেন। কিন্তু অপর প্রান্ত থেকে প্লেয়াররা ডাগ আউটে ফিরতে থাকেন। দিল্লির বোলাররা যেখানে নখদন্তহীন বোলিং করেছিলেন সেখানে সানরাইজার্সের বোলাররা খেললেন পুরো উল্টো। তারা দিল্লির ১০টা উইকেট ফেলে দিলেন। টি নটরাজন মাত্র ১৯ রান দিয়ে নিলেন চারটে উইকেট। নীতীশ রেড্ডি ও ময়াঙ্ক মারকান্ডে দুটো করে উইকেট নেন। ভুবনেশ্বর কুমার ও ওয়াশিংটন সুন্দর নেন একটি করে উইকেট।


from Bengali News, Latest Bangla News, News in Bengali, বাংলা সংবাদ, বাংলা খবর - Ei Samay https://ift.tt/GYlmsKi
Previous article
Next article

Leave Comments

Post a Comment

ads

Articles Ads 1

ads

Advertisement Ads