ফিট নন সূর্য, IPL নিয়ে আশঙ্কা! বড় ধাক্কা মুম্বই ইন্ডিয়ান্সের https://ift.tt/g0X6lW1 - MAS News bengali

ফিট নন সূর্য, IPL নিয়ে আশঙ্কা! বড় ধাক্কা মুম্বই ইন্ডিয়ান্সের https://ift.tt/g0X6lW1

২০২৪ টুর্নামেন্ট শুরু হতে আর খুব বেশিদিন বাকি নেই। কিন্তু, তার আগে শিবিরে একটি দুঃসংবাদ কার্যত সুনামির মতো আছড়ে পড়েছে। ভারতের সেরা টি-২০ ব্যাটার গোড়ালির চোট অপারেশন করানোর পর থেকেই জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে (NCA) রিহ্যাবিলিটেশন (চোট সারানোর প্রক্রিয়া) প্রক্রিয়ার মধ্যে দিয়ে এগিয়ে চলেছেন। পাশাপাশি ইন্ডিয়ান সুপার লিগে মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে শুরু থেকে খেলতে পারবেন না, তা কার্যত নিশ্চিত হয়ে গিয়েছে।এবারের আইপিএল টুর্নামেন্টে ২৪ মার্চ থেকে অভিযান শুরু করবে মুম্বই ইন্ডিয়ান্স। প্রথম ম্যাচে তারা গতবারের রানার্স আপ দল গুজরাট টাইটান্সের বিরুদ্ধে খেলতে নামবে। আইসিসি ব়্যাঙ্কিংয়ে শীর্ষস্থানে থাকা এই ভারতীয় ব্যাটার দলে ফেরার আপ্রাণ চেষ্টা করছেন।

প্রথম ২ ম্যাচে নাও খেলতে পারেন সূর্যকুমার

বিসিসিআই-এর একটি সূত্র মারফৎ জানা গিয়েছে, সূর্য কুমারের রিহ্যাব আপাতত ঠিকঠাকই হচ্ছে। ও আগামী আইপিএল টুর্নামেন্টে চোখ বন্ধ করে কামব্যাক করবে। যদিও এনসিএ-র পক্ষ থেকে এখনও এই ব্যাপারে সবুজ সংকেত দেওয়া হয়নি যে গুজরাট টাইটান্স এবং সানরাইজার্স হায়দরাবাদের (২৭ মার্চ) বিরুদ্ধে প্রথম দুটো ম্যাচে ও খেলতে পারবে কি না। ইতিমধ্যেই নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডলে তাঁর রিহ্যাব প্রক্রিয়ার বেশ কয়েকটি ভিডিয়ো শেয়ার করেছেন। যদিও তিনি এখনও পর্যন্ত ব্যাটিং প্র্যাকটিসের কোনও ভিডিয়ো দেননি। ওই সূত্র আরও জানিয়েছে, মুম্বই ইন্ডিয়ান্সের প্রথম ম্যাচ শুরু হতে আর ১২ দিন বাকি। কিন্তু, তার আগে সূর্যকুমারের হাতে ফিট হওয়ার জন্য যথেষ্ট কম সময়ই বাকি রয়েছে।

২০২৩ ডিসেম্বরে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে খেলেছিলেন শেষ টি-২০ ম্যাচ

সূর্যকুমার যাদব মুম্বই ইন্ডিয়ান্সের যে অন্যতম গুরুত্বপূর্ণ ব্যাটার, তা নিঃসন্দেহে বলা যেতেই পারে। তাঁর নামের পাশে ৬০টি আন্তর্জাতিক টি-২০ ম্যাচে চারটে শতরান এবং ১৭১-এর বেশি স্ট্রাইক রেটে মোট ২,১৪১ রান রয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্র এবং ওয়েস্ট ইন্ডিজে আয়োজিত আসন্ন টি-২০ বিশ্বকাপে সূর্যকুমার যাদব কেমন খেলবেন, তার উপরেই ভারতের খেতাব জয়ের স্বপ্ন অনেকটা নির্ভর করবে। পাশাপাশি আইপিএল টুর্নামেন্টেও মুম্বই ইন্ডিয়ান্স তাঁর দিকেই তাকিয়ে থাকবে। সূর্যকুমার যাদব ভারতের হয়ে ২০২৩ ডিসেম্বরে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে খেলেছিলেন শেষ টি-২০ ম্যাচ খেলেছিলেন। এই ম্য়াচে তিনি টিম ইন্ডিয়াকে নেতৃত্বও দেন।


from Bengali News, Latest Bangla Sangbad, News in Bengali, বাংলা খবর - Ei Samay https://ift.tt/fDbSdel
Previous article
Next article

Leave Comments

Post a Comment

ads

Articles Ads 1

ads

Advertisement Ads