কাজে এল না রিচার হাফসেঞ্চুরি, RCB-কে হারিয়ে প্লে অফে দিল্লি https://ift.tt/jZghtyP - MAS News bengali

কাজে এল না রিচার হাফসেঞ্চুরি, RCB-কে হারিয়ে প্লে অফে দিল্লি https://ift.tt/jZghtyP

ফের একটি হাড্ডাহাড্ডি ম্যাচ উপহার দিল WPL। ও রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের মধ্যে ম্যাচে শেষ বল পর্যন্ত ছিল উত্তেজনা। শেষ বলে ম্যাচের ফলসালা হল। ১ রানে জিতল দিল্লি ক্যাপিটালস। সঙ্গে তারা ১০ পয়েন্ট নিয়ে দ্বিতীয় দল হিসেবে প্লে অফে প্রবেশ করল।এদিন টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় দিল্লি ক্যাপিটালস। চলতি উইমেন্স প্রিমিয়ার লিগে যেই ছবিটা দেখা গিয়েছে সেটাই করল এবার দিল্লি। টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সুবিধা পাওয়া গিয়েছে। সেটাই করতে চেয়েছেন মেগ ল্যানিং। প্রথমে ব্যাট করতে নেমে ভালো শুরু করেন তিনি। শেফালি বর্মার সঙ্গে জুটি বেঁধে মেগ ল্যানিং ৫৪ রানের পার্টনারশিপ তৈরি করেন। ওপেনিং জুটি ৫৪ রান করার পর পরপর ফিরে যান শেফালি বর্মা ও মেগ ল্যানিং। শেফালি করেন ২৩ রান ও ল্যানিং ২৯ করেন। এরপর দলের হাল ধরেন জেমাইমা রড্রিগেজ ও অ্যালিস ক্যাপসি। ৬০ রান থেকে দলকে ধরে তাঁরা ১৫৭ রানে নিয়ে যান। জেমাইমা করেন ৫৮ রান ও অ্যালিস ক্যাপসি করেন ৪৮ রান। নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৮১ রান করে দিল্লি ক্যাপিটালস। তবে এই রানটা আরও বাড়তে পারত যদি না শ্রেয়াঙ্কা পাটিল থাকতেন। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের হয়ে শ্রেয়াঙ্কা জেমাইমা ও অ্যালিস ক্যাপসিকে বোল্ড করেন। তিনি আরও দুটো উইকেট নেন।রান তাড়া করতে নেমে হতাশ করে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। তারা যেই দাপট নিয়ে শুরু করেছিল সেই দাপট ধরে রাখতে পারেনি। স্মৃতি মন্ধানা মাত্র ৫ রান করে আউট হন। এরপর এলিস পেরি দলের হাল ধরেন। তিনি ৯ রান থেকে দলকে নিয়ে যান ৮৯ রানে। তিনি জুটি বাঁধেন সোফি মোলিনেক্সের সঙ্গে। এলি পেরি ৪৯ রানে ফিরে যান। এরপর চার রানের মাথায় ফেরেন মোলিনেক্স। তিনি করেন ৩৩ রান। তারপর ২৬ রান করে ফেলেন সোফি ডিভাইন। শেষের দিকে লড়াই করেন রিচা ঘোষ। এই বঙ্গতনয়া ৫১ রান করেন। তবে তিনি জিতিয়ে ফিরতে পারেননি। নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৮০ রানে আটকে যায় রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। এক রানে হেরে যায় তারা। বল হাতে দিল্লির হয়ে একটি করে উইকেট নেন মারিজানা কাপ, অ্যালিস ক্যাপসি, শিখা পান্ডে, অরুন্ধতি রেড্ডি।


from Bengali News, Latest Bangla Sangbad, News in Bengali, বাংলা খবর - Ei Samay https://ift.tt/TzBNURb
Previous article
Next article

Leave Comments

Post a Comment

ads

Articles Ads 1

ads

Advertisement Ads