ডার্বি হারলেও, কুয়াদ্রাতকে হারাতে নারাজ! 'পাশে আছি' আশ্বাস ইস্টবেঙ্গলের https://ift.tt/LcJRB2n - MAS News bengali

ডার্বি হারলেও, কুয়াদ্রাতকে হারাতে নারাজ! 'পাশে আছি' আশ্বাস ইস্টবেঙ্গলের https://ift.tt/LcJRB2n

রবিবার মরশুমের শেষ ডার্বি ম্যাচ খেলতে নেমেছিল ইস্টবেঙ্গল এফসি। এই ম্যাচে প্রতিপক্ষ মোহনবাগান সুপার জায়ান্টের বিরুদ্ধে ম্যাচের ফলাফল কী হতে চলেছে, সেটা আগেই আঁচ করা হচ্ছিল। হলও তাই। কলকাতা ডার্বিতে মোহনবাগানের কাছে ৩-১ গোলে হারল ইস্টবেঙ্গল। পাশাপাশি চলতি ইন্ডিয়ান সুপার লিগে সুপার সিক্সে ওঠার স্বপ্নও একেবারে শেষ হয়ে গেল। আর এই হারের পরই ইস্টবেঙ্গল সমর্থকরা রীতিমতো হতাশায় ভেঙে পড়েছেন। কিন্তু, এতকিছুর পরেও তারা দলের প্রধান কোচ তথা 'প্রফেসর' কার্লেস কুয়াদ্রাতের পাশে থাকারই আশ্বাস দিয়েছেন।এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি, কুয়াদ্রাত ইস্টবেঙ্গল দলের দায়িত্ব গ্রহণ করার আগে যে ছবিটা মারাত্মক কিছু ভালো ছিল, তেমন কিন্তু নয়। চলতি মরশুমে ডুরান্ড কাপে এই দুটো দল একে অপরের বিরুদ্ধে খেলতে নেমেছিল। তার আগেও বেশ কয়েকটা ম্যাচে টানা মোহনবাগান জয়লাভ করেছে। অবশেষে কুয়াদ্রাতের কোচিংয়ে ডার্বির গ্রুপ পর্যায়ের ম্যাচে ভাঙল আগল। নন্দকুমার শেখরের গোলে জয়লাভ করল ইস্টবেঙ্গল। সেইসময় এই স্প্যানিশ কোচকে নিয়ে লাল-হলুদ সমর্থকরা অবশ্য কম নাচানাচি করেননি।কিন্তু, ডুরান্ডের ফাইনালেই আবার হিসেব সুদে-আসলে মিটিয়ে দিয়েছিল মোহনবাগান সুপার জায়ান্ট। পেত্রাতোসের গোলে ইস্টবেঙ্গলকে হারিয়ে ডুরান্ড খেতাব জয় করল মোহনবাগান। লাল-হলুদ সমর্থকরা কিছুটা হতাশ হলেও, কুয়াদ্রাতের উপর ভরসা রাখা ছাড়া তাদের সামনে আর কোনও রাস্তা খোলা ছিল না। যাইহোক, কলিঙ্গ সুপার কাপে ফের মুখোমুখি হল এই দুই চিরপ্রতিদন্দ্বী দল। টুর্নামেন্টের ভার্চুয়াল কোয়ার্টারে ফের পরাস্ত মোহনবাগান। এই একটা হার, গোটা টুর্নামেন্ট থেকে সবুজ-মেরুন ব্রিগেডকে ছিটকে দিয়েছিল। আবারও কুয়াদ্রাতকে নিয়ে নাচানাচি শুরু করল ইস্টবেঙ্গল সমর্থকরা। ইতিমধ্যে এই টুর্নামেন্টের খেতাবও ওডিশাকে হারিয়ে জয়লাভ করল ইস্টবেঙ্গল। কুয়াদ্রাতকে আর পায় কে? লাল-হলুদ সমর্থকদের কাছে তিনিই তখন অবিসংবাদিত 'ঈশ্বর'। টানা ১২ বছর ইস্টবেঙ্গল ক্লাবের ক্যাবিনেটে কোনও সর্বভারতীয় টুর্নামেন্টের ট্রফি আসেনি। সেই খরা মিটিয়েছিলেন কুয়াদ্রাত। আশা করা হয়েছিল যে দল যখন এত ভালো একটা ছন্দে এগোচ্ছে, ইন্ডিয়ান সুপার লিগেও হয়ত ভালো পারফরম্যান্স করতে পারবে। কিন্তু, এখানেই ধরণী পপাত চ। একেবারে মুখ থুবড়ে পড়ল ইস্টবেঙ্গল। প্রথম লেগের ডার্বি ২-২ ব্যবধানে ড্র করার পর দ্বিতীয় লেগে ৩-১ গোলে হেরে গেল। পাশাপাশি দলটাও ক্রমশ নীচে নামতে নামতে পয়েন্ট টেবিলে আপাতত ১০ নম্বরে এসে দাঁড়িয়েছে। উল্লেখ্য, চেন্নাইয়িন এফসি'র (১৮ পয়েন্ট) থেকে গোল পার্থক্যে কিছুটা এগিয়ে থাকার কারণে তারা ওই জায়গায় রয়েছে। নাহলে, ১১ নম্বরে যে কোনও মুহূর্তে নেমে যাবে। এই পরিস্থিতিতে দলের কোচের দায় যে থেকেই যায়, সেটা আর আলাদা করে বলে দেওয়ার দরকার পড়ে না।তবুও ইস্টবেঙ্গল সমর্থকরা এখনও মনে করছেন যে কুয়াদ্রাত আদতেই ম্যাজিশিয়ন। তাঁর জাদুকাঠির ছোঁয়ায় আগামীদিনে হয়ত এই দলটা আবারও ঘুরে দাঁড়াতে পারবে। হাতে এখনও অনেকটাই সময় বাকি রয়েছে। আগামী ৩ এপ্রিল পরের ম্য়াচ খেলতে নামবে লাল-হলুদ ব্রিগেড। যদিও ডার্বিতে হলুদ কার্ড দেখার জন্য এই ম্যাচে তিনি হয়ত ডাগ আউটে থাকতে পারবেন না। কিন্তু, তাঁর ক্ষুরধার পরিকল্পনা ইস্টবেঙ্গলকে ঘুরে দাঁড়াতে সাহায্য করে কি না, সেটাই আপাতত দেখার।


from Bengali News, Latest Bangla Sangbad, News in Bengali, বাংলা খবর - Ei Samay https://ift.tt/mQybF2f
Previous article
Next article

Leave Comments

Post a Comment

ads

Articles Ads 1

ads

Advertisement Ads