স্বদেশি তকমা পেতে মানতে হবে মুখ্যমন্ত্রীর শর্ত, অসমে বাঙালি মুসলিম কত? https://ift.tt/HDXN9Lw - MAS News bengali

স্বদেশি তকমা পেতে মানতে হবে মুখ্যমন্ত্রীর শর্ত, অসমে বাঙালি মুসলিম কত? https://ift.tt/HDXN9Lw

বাংলাভাষী মুসলিমদের স্বদেশি তকমা পাওয়ার ক্ষেত্রে একগুচ্ছ শর্ত আরোপ করেছেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। তিনি হুঁংকার দিয়েছেন, অসমের মূল ভূখণ্ডের বাসিন্দা হিসেবে পরিচিত হতে গেলে নির্দিষ্ট কিছু শর্ত মেনে চলতে হবে। কী সেই শর্ত? কেন বাংলাভাষী মুসলিমদের অসমে স্বদেশি তকমার প্রয়োজন? কত শতাংশ এমন রয়েছে উত্তর পূর্ব ভারতের এই রাজ্যটিতে?

আসমে বাঙালি মুসলিমের সংখ্যা কত?

২০২১ সালের তথ্য অনুযায়ী, অসমে ৯০ লাখ বাংলাভাষী মুসলিম বাসিন্দা থাকেন। মোট মুসলিমের সংখ্যা সেখানে ১ কোটি ৩০ লাখ। সে রাজ্যের ৩৩টি জেলার মধ্যে ন'টিতে মুসলিম বাসিন্দাদের সংখ্যা বেশি। ২০২২ সালে অসম মন্ত্রিসভা আনুষ্ঠানিকভাবে ৪০ লাখ অসমীয়া ভাষী মুসলিমকে স্বদেশি অসমীয়া মুসলিম হিসেবে স্বীকৃতি দেয়। অসমীয়া ভাষী আদিবাসী মুসলিমরা মোট মুসলিম জনসংখ্যার প্রায় ৩৭ শতাংশ। বাকি ৬৩ শতাংশ বাংলাভাষী মুসলিম। ফলে সংখ্যাগরিষ্ঠ মুসলিম নাগরিক অসমে এখনও স্বদেশি তকমা থেকে বঞ্চিত হয়ে রয়েছেন।

কী কী শর্ত দিয়েছেন হিমন্ত বিশ্ব শর্মা?

মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বলেন, 'নিজেদের অসমের অধিবাসী হিসেবে দেখতে হলে অসমীয়া সমাজের কিছু সাংস্কৃতিক নিয়ম এবং ঐতিহ্য অনুসরণ করতে হবে। পরিবারে দু'য়ের বেশি সন্তান থাকলে অসমের মূল ভূখণ্ডের বাসিন্দা হওয়ার যোগ্যতা হারাবেন বাংলাভাষী মুসলিমরা। এ ছাড়াও তাঁদের বন্ধ করতে হবে বহুবিবাহ প্রথা, নাবালিকার কন্যাদানের মতো নিয়মগুলি।' মুখ্যমন্ত্রী আরও বলেন, 'অসমের বাসিন্দা হতে গেলে নাবালিকা মেয়েদের বিয়ে দেওয়া যাবে না। সন্তানকে মাদ্রাসায় পাঠানো যাবে না। তাদের শিক্ষিত করে ডাক্তার বা ইঞ্জিনিয়ার তৈরি করুন। মেয়েদের স্কুলে পাঠান। পৈতৃক সম্পত্তির উপর অধিকার আছে মেয়েদেরও। যদি অসমীয় সংস্কৃতি ও ঐতিহ্য গ্রহণ করেন, তবেই মূলনিবাসী হওয়ার ছাড়পত্র মিলবে।' অসমীয়া সংস্কৃতির মূল্যবোধকে সম্মান দেওয়ার আহ্বান জানিয়েছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। মাদ্রাসার পরিবর্তে শিশুদের স্কুলে পাঠানো উচিত বলে মনে করছেন তিনি। তাঁর বক্তব্য, 'মুসলিম সম্প্রদায়কে মাদ্রাসার পরিবর্তে মেডিসিন এবং ইঞ্জিনিয়ারিংয়ের মতো ক্ষেত্রে মনোযোগ দেওয়া উচিত। কন্যাদের শিক্ষিত করা এবং পৈতৃক সম্পত্তির উত্তরাধিকার দেওয়া উচিত।' বাংলাভাষী মুসলিমরা অসমে মিঞা নামে পরিচিত। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা তাঁদের অসমের মূল ভূখণ্ডে থাকার জন্য এই বিশেষ শর্তগুলি দিয়েছেন। উল্লেখ্য, অসমের মতো ত্রিপুরাতেও বাংলাভাষী মুসলিমদের সংখ্যা অনেকটাই বেশি। সে রাজ্যে মোট ৩ লাখ ৮০ হাজার বাঙালি মুসলিমের বসবাস।


from Bengali News, Latest Bangla Sangbad, News in Bengali, বাংলা খবর - Ei Samay https://ift.tt/ACHru3m
Previous article
Next article

Leave Comments

Post a Comment

ads

Articles Ads 1

ads

Advertisement Ads