মিটল সমস্যা, গলল বরফ? ঈশানকে দেখেই একগাল হাসি জয় শাহর https://ift.tt/WrDTYf4 - MAS News bengali

মিটল সমস্যা, গলল বরফ? ঈশানকে দেখেই একগাল হাসি জয় শাহর https://ift.tt/WrDTYf4

গুজরাট টাইটান্সের বিরুদ্ধে ৬ রানে হেরে গিয়েছে মুম্বই ইন্ডিয়ান্স। এই ম্যাচে শূন্য রানে আউট হয়েছেন মুম্বইয়ের তরুণ ওপেনার ঈশান কিষান। তা নিয়ে অবশ্য কম জলঘোলা হয়নি। কিন্তু, ম্যাচের পর এমন একটি ঘটনার সাক্ষী থাকল গোটা ক্রিকেট বিশ্ব, যা হয়ত কখনও কল্পনাই করা হয়নি। ম্যাচের পর ঈশান কিষানের দিকে এগিয়ে এলেন ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের সচিব জয় শাহ। তাঁদের মধ্যে বেশ অনেকক্ষণই কথাবার্তা হয়েছে। যদিও কী আলোচনা হয়েছে, সেই ব্যাপারে এখনও স্পষ্টভাবে কিছু জানা যায়নি। তবে ভারতীয় ক্রিকেট সমর্থকরা ইতিমধ্যেই জল্পনা করতে শুরু করেছেন যে ঈশানের সঙ্গে বোর্ডের যে বরফ শীতল সম্পর্ক তৈরি হয়েছিল, সেটা কিছুটা হলেও গলতে শুরু করেছে।জাতীয় দলের দরজা ইতিমধ্যেই ঈশান কিষানের সামনে কার্যত বন্ধ হয়ে গিয়েছে। বিগত কয়েকমাস তিনি টিম ইন্ডিয়ার হয়ে জায়গা তৈরি করতে পারেননি। আশা ছিল, আইপিএল টুর্নামেন্টে ভালো পারফরম্যান্স করে তিনি হয়ত জাতীয় ক্রিকেট দলে ফের কামব্যাক করতে পারবেন। কিন্তু, তা আর হল কই? রবিবার অহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে গুজরাট টাইটান্সের বিরুদ্ধে খেলতে নেমেছিল। এই ম্যাচে ঈশান চারটে বল খেললেও তিনি রানের খাতা খুলতে পারেননি। ঈশানের এই পারফরম্য়ান্স নিয়ে ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় সমালোচনার ঝড় উঠতে শুরু করেছে।২০২৪ আইপিএল টুর্নামেন্টে মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে কেমন পারফরম্যান্স করেন, সেইদিকে সকলেই তাকিয়ে ছিলেন। কিন্তু, শুরু থেকেই যে আজমতউল্লাহ ওমরজাইয়ের বলে তিনি যে স্ট্রাগল করছিলেন, সেটা স্পষ্ট বুঝতে পারা যাচ্ছিল। গুজরাট টাইটান্সের এই ডান হাতি পেস বোলার তাঁর সুইংয়ের দৌলতে ঈশানকে কার্যত বোকা বানালেন। উইকেটের পিছনে দাঁড়িয়ে ঋদ্ধিমান সাহা কাজের কাজটি করে ফেললেন। তিনি একটি সহজ ক্যাচ তালুবন্দি করে ফেললেন।ঈশান প্যাভিলিয়নে ফিরতেই মুম্বই ইন্ডিয়ান্স যে কিছুটা হলেও চাপে পড়ে যায়, তা নিঃসন্দেহে বলা যায়। কারণ তখনও পর্যন্ত মুম্বইয়ের স্কোরবোর্ডে একটাও রান যোগ করতে পারেনি। এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি, ২০২৩ সালের নভেম্বর মাসে ঈশান শেষবার প্রতিযোগিতামূলক ক্রিকেট খেলেছিলেন। তারপর থেকে এই প্রথমবার কামব্যাক করলেন তিনি।গত বছর ডিসেম্বর মাসে ঈশান ভারতীয় ক্রিকেট দলের সঙ্গে দক্ষিণ আফ্রিকা সফরে গিয়েছিলেন। কিন্তু, টেস্ট সিরিজ শুরু হওয়ার আগেই তিনি ভারতীয় ক্রিকেট স্কোয়াড থেকে নিজের নাম প্রত্যাহার করে নেন। এমনকী, ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের পক্ষ থেকে বারংবার তাঁকে রনজি ট্রফি খেলতে বলা হলেও, সেই পরামর্শ কার্যত পাত্তা দেননি ঈশান। এমনকী, ঝাড়খণ্ডের হয়ে লিগ পর্যায়ের শেষ ম্যাচটা না খেলার কারণে বিসিসিআই তাঁর নাম কেন্দ্রীয় বার্ষিক চুক্তি থেকে বাদ দিয়েছিল।


from Bengali News, Latest Bangla Sangbad, News in Bengali, বাংলা খবর - Ei Samay https://ift.tt/9RG6H1b
Previous article
Next article

Leave Comments

Post a Comment

ads

Articles Ads 1

ads

Advertisement Ads