বদল হলেও বদলা হল না, চেন্নাইয়ের কাছে বড় ব্যবধানে হার গুজরাটের https://ift.tt/DZYO8P0 - MAS News bengali

বদল হলেও বদলা হল না, চেন্নাইয়ের কাছে বড় ব্যবধানে হার গুজরাটের https://ift.tt/DZYO8P0

২০২৩ সালের IPL ফাইনালের পর এদিন মুখোমুখি হয়েছিল ও গুজরাট টাইটান্স। বদলার ম্যাচে বদলা নিতে পারল না গুজরাট। ব্যাটিং, বোলিং ও ফিল্ডিং তিনটে বিভাগেই গুজরাটকে পরাস্ত করল চেন্নাই সুপার কিংস। IPL-এর সপ্তম ম্যাচে গুজরাটকে ৬৩ রানে হারাল চেন্নাই।এদিন টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেন শুভমান গিল। শুকনো পিচ বলে তাঁর এই সিদ্ধান্ত বলে তিনি জানান। কিন্তু চেন্নাইয়ের দুর্গে আগে বোলিং হোক বা ফিল্ডিং তাতে যে খুব একটা বেশি পার্থক্য পড়ে না সেটার প্রমাণ মিলেছে। প্রথমে ব্যাট করতে নেমে গুজরাট করে চেন্নাই সুপার কিংস করে ২০৬ রান। নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে এই রান করে তারা। দলকে ভালো শুরু দেন অধিনায়ক রুতুরাজ গায়কোয়াড় ও রাচিন রবীন্দ্র। দু'জনেই করেন ৪৬ রান করে। রাচিন দ্রুত রান করেন। তিনি ২০ বলে ৪৬ রানের ঝকঝকে ইনিংস খেলেন। রশিদ খানের বলে তাঁকে স্টাম্প করেন ঋদ্ধিমান সাহা। এরপর অজিঙ্কা রাহানে আউট হন। তিনি করলেন ১২ রান। এরপর শিবম দুবে ফেরেন। তিনি করেন ৫১ রান। অধিনায়ক রুতুরাজ ৪৬ রান করে আউট হন। ড্যারিল মিশেল শেষ পর্যন্ত অপরাজিত থাকেন। তবে এই ম্যাচে নজর কেড়েছেন সমীর রিজভি। তিনি এই প্রথম খেলতে নেমে ৬ বলে ১৪ রান করেন। প্রথম বলেই ছয় মারেন তিনি। ৬ বলের মধ্যে দুটো ছয় মারেন। তবে ব়়ড় শট খেলতে গিয়ে ক্যাচ তুলে ফেরেন। এদিন ঋদ্ধিমান সাহা দারুণ কিপিং করেন। তিনি দুটো স্টাম্প, একটা রান আউট ও একটা ক্যাচ নেন। গুজরাটের হয়ে দুটো উইকেট নেন রশিদ খান। একটি করে উইকেট নেন সাই কিশোর, স্পেনসার জনসন ও মোহিত শর্মা। রান তাড়া করতে নেমে প্রত্যাশামতো শুরু করতে পারেনি গুজরাট। শুভমান গিল LBW হয়ে ফেরেন প্রথমে। করেন মাত্র ৮ রান। এরপর ফেরেন ঋদ্ধিমান সাহা। উইকেটের পিছনে ঋদ্ধি যতটা সাবলীল ছিলেন ব্যাট হাতে ততটা হতে পারলেন না। তিনি করলেন মাত্র ২১ রান। এরপর বিজয় শংকরকে ফেরান ধোনি। ১২ রান ফেরেন বিজয় শংকর। তবে এক প্রান্ত থেকে উইকেট পড়তে থাকলেই সাই সুদর্শন টিকে ছিলেন। ডেভিড মিলারও ব্যর্থ হন। তিনি করেন ২১ রান। প্রত্যেকে বড় শট খেলতে গিয়ে ফেরেন। এরপর ফেরেন আজমাতুল্লার ওমরজডাই, রাহুল তেওটিয়া, রশিদ খান। সাই সুদর্শন করেন ৩৭ রান। তবে এই লড়াই পর্যাপ্ত ছিল না। শেষের দিকে একের পর এক উইকেট হারাতে থাকে গুজরাট। নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৪৩ রান করে তারা। বল হাতে দুটো করে উইকেট নেন দীপক চাহার, মুস্তাফিজুর রহমান, তুষার দেশপান্ডে। একটি করে উইকেট নেন ড্যারিল মিশেল ও মথিশা পাথিরানা।


from Bengali News, Latest Bangla Sangbad, News in Bengali, বাংলা খবর - Ei Samay https://ift.tt/fziE5NI
Previous article
Next article

Leave Comments

Post a Comment

ads

Articles Ads 1

ads

Advertisement Ads