পেটের মধ্যে জ্যান্ত মাছ! অপারেশনে চক্ষু চড়কগাছ চিকিৎসকদের https://ift.tt/1MtKGgP - MAS News bengali

পেটের মধ্যে জ্যান্ত মাছ! অপারেশনে চক্ষু চড়কগাছ চিকিৎসকদের https://ift.tt/1MtKGgP

অপারেশন করতেই চক্ষু চড়কগাছ চিকিৎসকদের। রোগীর পেটের মধ্যে থেকে বেরিয়ে এল জ্য়ান্ত মাছ! এমনও হয় নাকি? প্রশ্নের অবকাশ নেই, এমনটাই হয়েছে। আর এমন ঘটনায় তাজ্জব হয়ে গিয়েছেন চিকিৎসকরাও। ভিয়েতনামের ঘটনা। কয়েক দিন আগে এক ব্যক্তি পেটে ব্যথার সমস্য়া নিয়ে চিকিৎসকদের দ্বারস্থ হন। পরীক্ষা-নিরীক্ষার পর পেটের মধ্যে কিছু আটকে রয়েছে নিশ্চিত হওয়ার পর চিকিৎসকরা অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেন। ব্যক্তির অস্ত্রোপচারের পর চোখ কপালে ওঠে চিকিৎসকদের। অপারেশনের পর পেট থেকে বেরিয়ে আসে জ্যান্ত ইল মাছ। ঘটনায় হকচকিয়ে যান চিকিৎসকরাও। মেট্রো ইউক-এর রিপোর্ট অনুযায়ী, ওই ব্যক্তি বেশ কিছুদিন যাবত পেটে অসহ্য ব্যথার সমস্যার ভুগছিলেন। এরপরেই ছুটে যান চিকিৎসকদের কাছে। চিকিৎসকরা আল্ট্রাসোনোগ্রাফি ও এক্স-রে করানোর পরামর্শ দেন। আল্ট্রাসোনোগ্রাফি ও এক্স-রে করার পর চিকিৎসকরা বুঝতে পারেন তাঁর শরীরে কিছু একটা রয়েছে। কোয়াং নিন প্রদেশের একটি হাসপাতালে ভর্তি করা হয় ব্যক্তিকে। এরপর তাঁর পেটের অপারেশন করা হয়। পেট থেকে ৩০ সেন্টিমিটার মাছ বের করা হয়েছেচিকিৎসকরা জানিয়েছেন, ৩৪ বছর বয়সী ওই ব্যক্তির যখন অস্ত্রোপচার হয় তখন তাঁর পেটের ভিতর থেকে মেলে ৩০ সেন্টিমিটার লম্বা একটি জ্যান্ত ইল মাছ। রোগীর অস্ত্রোপচার সফল হয়েছে। চিকিৎসকদের দল নিখুঁত ভাবে অপারেশন করে পেট থেকে মাছটি বের করেছেন। ধীরে ধীরে সেরে উঠছেন ওই ব্য়ক্তি। চিকিৎসকরা জানিয়েছেন, পেটের মধ্যে কিছু একটা আটকে রয়েছে অনুভব করলেও তা যে কী তা বুঝতে পারছিলেন না ওই ব্যক্তি। পেটের ভিতর জ্যান্ত মাছের ক্রমাগত নড়াচড়ার কারণে পেট ফুলে যায়, প্রচণ্ড ব্যথাও অনুভব হয়। হাসপাতালের কর্মী জানান, শরীরে কী ভাবে ওই জ্যান্ত ইল মাছটি প্রবেশ করলে তা নিজেই বলতে পারছেন না রোগী। চিকিৎসকদের ধারণা, মলদ্বার দিয়ে এটি তাঁর অন্ত্রে প্রবেশ করেছে। অস্ত্রোপচারের সময় মাছটি জীবিত দেখে অবাক হয়ে যান চিকিৎসকরা। চিকিৎসক ফাম ম্যান হাংয়ের মতে, এটি অত্যন্ত বিরল ঘটনা। হাসপাতাল সূত্রে খবর, এ রকম ঘটনা আগে কখনও দেখা যায়নি। সময়মতো যদি ওই ইল মাছটিকে অস্ত্রোপচার করে বের না করা হত, তা হলে পেটের ভিতরে সংক্রমণ ছড়িয়ে পড়ত। ফলে রোগীর জীবন বিপন্ন হতে পারত। ইল মাছটিকে বেক করা হলেও এখনও বিপদ কাটেনি রোগীর। সংক্রমণ না কমা পর্যন্ত তাঁকে পর্যবেক্ষণে রাখা হবে।


from Bengali News, Latest Bangla Sangbad, News in Bengali, বাংলা খবর - Ei Samay https://ift.tt/4b2m7MZ
Previous article
Next article

Leave Comments

Post a Comment

ads

Articles Ads 1

ads

Advertisement Ads