রোহিতের সঙ্গে হোলিতে মজে রিতিকা, জড়িয়ে ধরে রং মাখালেন হার্দিক https://ift.tt/CFSm7Z0 - MAS News bengali

রোহিতের সঙ্গে হোলিতে মজে রিতিকা, জড়িয়ে ধরে রং মাখালেন হার্দিক https://ift.tt/CFSm7Z0

২০২৪ আইপিএল টুর্নামেন্টে নিলাম অনুষ্ঠানের আগে মুম্বই ইন্ডিয়ান্স রোহিত শর্মাকে অধিনায়কত্ব থেকে সরিয়ে দিয়েছিল। রোহিতের নেতৃত্বে মুম্বই ইন্ডিয়ান্স পাঁচবার আইপিএল খেতাব জয় করলেও, তাঁর সিংহাসনে বসানো হয় হার্দিক পান্ডিয়াকে। রোহিত যে এই সিদ্ধান্তে একেবারে খুশি হতে পারেননি, সেটা ইতিমধ্যেই বেশ কয়েকবার চোখে পড়েছে। এমনকী, তাঁর স্ত্রী রিতিকাও এই ব্যাপারে একটি সোশ্যাল মিডিয়া পোস্ট করে ক্ষোভ প্রকাশ করেছিলেন। এমনকী, মুম্বই ইন্ডিয়ান্স সমর্থকরাও হার্দিককে সোশ্যাল মিডিয়ায় ক্রমাগত কটাক্ষ করতে শুরু করে। এমনকী রবিবার নরেন্দ্র মোদী স্টেডিয়ামে হার্দিক পান্ডিয়াকে মুম্বই ইন্ডিয়ান্স সমর্থকদের তীব্র ভর্ৎসনার মুখেও পড়তে হয়েছে।

রিতিকাকে জড়িয়ে রং মাখালেন হার্দিক

গুজরাট টাইটান্সের বিরুদ্ধে হারের ধাক্কা কাটতে না কাটতেই একদিন পরেই মুম্বই ইন্ডিয়ান্স ক্রিকেটাররা জমিয়ে দোল খেললেন। সহ দলের বাকি ক্রিকেটাররাও এই উৎসবে সামিল হয়েছিলেন। এই ইভেন্টের একটি ভিডিয়ো সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। সেখানে দেখতে পাওয়া যাচ্ছে, রোহিত শর্মা তাঁর স্ত্রী এবং মেয়ে সামাইরার সঙ্গে চুটিয়ে রং খেলছেন। ঠিক সেইসময় হার্দিক পিছন থেকে এসে রিতিকার কাঁধে হাত রাখেন। রিতিকা পিছন ফিরে তাকান এবং দুজনেই সৌহার্দ্যের আলিঙ্গন করেন। এরপর হার্দিক সামাইরার দিকে তাকান এবং রোহিতের মেয়ে পিচকিরি দিয়ে তাঁকে রং মাখিয়ে দেন।

স্টেডিয়ামে তীব্র ভর্ৎসনার মুখে হার্দিক

নরেন্দ্র মোদী স্টেডিয়ামে গুজরাট টাইটান্স এবং মুম্বই ইন্ডিয়ান্সের মধ্যে চলতি আইপিএল টুর্নামেন্টের ম্যাচ আয়োজন করা হয়েছিল। এই ম্যাচ চলাকালীন মুম্বই ইন্ডিয়ান্স সমর্থকদের তীব্র ভর্ৎসনার মুখেও পড়তে হয়েছে হার্দিক। টস করতে এসেও তাঁকে সমালোচনার মুখে পড়তে হয়। ফ্যানেরা চিৎকার করতে শুরু করেন, 'হমারে ক্যাপ্টেন ক্যায়সা হো, রোহিত শর্মা জ্যায়সা হো।' এমনকী, প্যাভিলিয়নে ফিরে যাওয়ার সময় মুম্বই সমর্থকরা তাঁকে 'ছাপড়ি' বলেও সম্বোধন করেন।গত মরশুমে গুজরাট টাইটান্স দলের অধিনায়ক ছিলেন হার্দিক পান্ডিয়া। কিন্তু, মুম্বই ইন্ডিয়ান্স দলে তাঁর 'ঘর ওয়াপসি' অনেকেই মেনে নিতে পারেননি। বিশেষ করে রোহিত শর্মাকে অধিনায়কের পদ থেকে সরিয়ে দেওয়ার পর ফ্যানেরা আরও রেগে যান। এবার মুম্বই ইন্ডিয়ান্স তাদের ঘরের মাঠ ওয়াংখেড়েতে খেলতে নামবেন। সেখানেও হার্দিকের জন্য পরিস্থিতি খুব একটা অনুকূল হবে না বলেই আশা করা হচ্ছে।


from Bengali News, Latest Bangla Sangbad, News in Bengali, বাংলা খবর - Ei Samay https://ift.tt/bhFuwAa
Previous article
Next article

Leave Comments

Post a Comment

ads

Articles Ads 1

ads

Advertisement Ads