ই-বাইকের ব্যাটারি ফেটে আগুন, ঝলসে মৃত ভারতীয় https://ift.tt/Bz4KYWe - MAS News bengali

ই-বাইকের ব্যাটারি ফেটে আগুন, ঝলসে মৃত ভারতীয় https://ift.tt/Bz4KYWe

এই সময়: আরও এক ভারতীয়ের মৃত্যু আমেরিকায়। এ বার দুর্ঘটনায়। নিউ ইয়র্ক স্টেটের ম্যানহাটনের এক বহুতল আবাসনের অগ্নিকাণ্ডে ঝলসে মৃত্যু হলো সে দেশে কর্মরত ফাজ়িল খান নামে বছর সাতাশের ওই তরুণ সাংবাদিকের। কী ভাবে লাগল আগুন? স্থানীয় সূত্রের খবর, ই-বাইকের লিথিয়াম-আয়ন ব্যাটারি ফেটেই আগুনের কবলে পড়ে হারলেম এলাকার সেন্ট নিকোলাস প্লেস নামের ওই ছ’তলা আবাসনে। শুক্রবার স্থানীয় সময় দুপুর ২টো নাগাদ আগুন লাগে। প্রাণ বাঁচাতে জানলা-ব্যালকনি থেকে ঝাঁপ দেন অন্তত ১৭ জন বাসিন্দা। তাঁদের মধ্যে ১২ জনের অবস্থা গুরুতর। অনেকে পালাতে পারলেও ফাজ়িল পারেননি। প্রশাসন গিয়ে ফাজ়িলকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে হাসপাতালে পাঠালেও তাঁকে বাঁ চানো যায়নি।সূত্রের খবর, স্থানীয় এক সংবাদমাধ্যমে ডেটা রিপোর্টার হিসেবে কাজ করতেন ফাজ়িল। ভারতীয় হাইকমিশনের পাশাপাশি ওই সংবাদমাধ্যমও তাদের তরুণ প্রতিভার অকালমৃত্যুতে শোকপ্রকাশ করেছে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, আগুন এমনভাবে ছড়িয়ে পড়েছিল যে, অনেকে পারলেও শেষ মুহূর্তে বিল্ডিং ছেড়ে পালাতে পারেননি ফাজ়িল। ভারতে আনা হচ্ছে তরুণের দেহ। কলম্বিয়া জার্নালিজ়ম স্কুলের ছাত্র ফাজ়িল ২০১৮-য় সাংবাদিকতার কেরিয়ার শুরু করেছিলেন ভারতেই। বছর দুয়েক দেশের দু’টি প্রথম সারির ইংরেজি চ্যানেলে কপি রাইটারের কাজ করেছেন তিনি। পরে ২০২০ সালে উচ্চশিক্ষার জন্য চলে আসেন আমেরিকায়। এ দিন তাঁর মৃত্যুতে ভারতীয় দূতাবাস বিবৃতিতে জানিয়েছে, ‘আমরা ফাজ়িলের পরিবার এবং বন্ধুবান্ধবদের সঙ্গে যোগাযোগ করেছি। তাঁর মৃতদেহ ভারতে পাঠানোর বিষয়ে ফাজি়লের পরিবারকে সব রকমের সহযোগিতা করব আমরা।’কী ভাবে ই-বাইকের ব্যাটারির আগুন এমন ভয়ঙ্কর চেহারা নিল, তা স্পষ্ট নয়। তবে নিউ ইয়র্কের দমকল বিভাগ জানিয়েছে, শুধু গত বছরেই লিথিয়াম ব্যাটারি ফেটে ২৬৭টি আগুন লাগার ঘটনা ঘটেছিল। যাতে অন্তত ১৬ জনের প্রাণ যায়। চলতি বছরের প্রথম দু’মাসেই এমন ২৪টি ঘটনা ঘটেছে বলেও প্রশাসন সূত্রের খবর।


from Bengali News, Latest Bangla Sangbad, News in Bengali, বাংলা খবর - Ei Samay https://ift.tt/h4pukYZ
Previous article
Next article

Leave Comments

Post a Comment

ads

Articles Ads 1

ads

Advertisement Ads