মিইয়ে গেল বাঘেদের গর্জন, বিশ্বকাপে ভারতের কাছে ল্যাজেগোবরে বাংলাদেশ https://ift.tt/x8zUHa3 - MAS News bengali

মিইয়ে গেল বাঘেদের গর্জন, বিশ্বকাপে ভারতের কাছে ল্যাজেগোবরে বাংলাদেশ https://ift.tt/x8zUHa3

চলতি আইসিসি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে দুর্দান্ত শুরু করল ভারতীয় ক্রিকেট দল। প্রথম ম্যাচেই বাংলাদেশকে তারা ৮৪ রানে হারিয়ে দিয়েছে। আর সেইসঙ্গে এই টুর্নামেন্টে জয় দিয়েই শুরু করল টিম ইন্ডিয়া। এই ম্যাচে বাংলাদেশ ক্রিকেট দল টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয়। প্রথমে ব্যাট করতে নেমে টিম ইন্ডিয়া নির্ধারিত ৫০ ওভারে ২৫১ রান করে। এর জবাবে বাংলাদেশের গোটা দল ৪৫.৫ ওভারে ১৬৭ রানেই অলআউট হয়ে যায়।বাংলাদেশের বিরুদ্ধে ২৫১ রান রক্ষা করতে নেমে ভারতীয় বোলাররা দুর্দান্ত পারফরম্যান্স করলেন। টিম ইন্ডিয়ার হয়ে সৌম্য পাণ্ডে একাই ৪ উইকেট শিকার করেছেন। এছাড়া মুসীর খান নিয়েছেন ২ উইকেট। অন্যদিকে রাজ লিম্বানি, অর্শিন কুলকার্ণি এবং প্রিয়াংশু মৌলিয়ার ঝুলিতে একটি করে উইকেট এসেছে। ব্যাট করতে নেমে বাংলাদেশ খুব একটা নজর কাড়তে পারেননি। একমাত্র মহম্মদ সাহেব জেমস ৭৭ বলে ৫৪ রান করেন। এছাড়া আরিফুল ইসলাম ৪১ রানের সঙ্গত দেন। অন্যদিকে টাইগারদের দুই ওপেনার আশিকুর রহমান এবং জিশান আলম ১৪ রান করে করেছেন।শুরুটা খারাপ করেছিল টিম ইন্ডিয়াওভারতীয় ক্রিকেট দলের ব্যাটিং পারফরম্যান্স শুরুর দিকে একেবারেই ভালো হয়নি। মাত্র ৩১ রানেই টিম ইন্ডিয়া জোড়া উইকেট হারায়। এরপর দলের ওপেনার আদর্শ সিং এবং অধিনায়ক উদয় সাহারণ দলের হাল ধরেন। আর সেইসঙ্গে টিম ইন্ডিয়ার স্কোর ১০০ পর্যন্ত টেনে নিয়ে যান। উদয় এবং আদর্শর মধ্যে তৃতীয় উইকেটে ১১৬ রানের পার্টনারশিপ গড়ে ওঠে। যদিও আদর্শ সিং ৭৬ রান করে আউট হয়ে যান।আদর্শ সিং ছাড়াও উদয় সাহারণ অসাধারণ একটি হাফসেঞ্চুরি করেন। উদয় এই ম্যাচে ৯৪ বলে ৬৪ রান করেন। এই ইনিংসে তিনি চারটে বাউন্ডারিও হাঁকিয়েছেন। এছাড়া টিম ইন্ডিয়ার উইকেটকিপার ব্যাটার আরাবল্লী অবিনাশ এবং প্রিয়াংশু মৌলিয়া ২৩ রান করে করেছেন। শেষেবেলায় ২৬ রান করেন সচিন দাস। আর এভাবেই টিম ইন্ডিয়া নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে বাংলাদেশের সামনে একটা চ্যালেঞ্জিং স্কোর খাড়া করে।


from Bengali News, Bangla Sangbad, বাংলা খবর, Latest Bengali News, News in Bangla, Breaking Bangla Khobor - Ei Samay https://ift.tt/kfKF8oy
Previous article
Next article

Leave Comments

Post a Comment

ads

Articles Ads 1

ads

Advertisement Ads