Bangla Sangbad
Bengali News
Breaking Bangla Khobor - Ei Samay
Latest Bengali News
News in Bangla
বাংলা খবর
from Bengali News, Bangla Sangbad, বাংলা খবর, Latest Bengali News, News in Bangla, Breaking Bangla Khobor - Ei Samay https://ift.tt/3RF4HmZ
'আমাদের নিয়ে হাসাহাসি করত...', ডার্বি জিতে মোহনবাগানকে খোঁচা কুয়াদ্রাতের https://ift.tt/Sl3IBhk
কামব্য়াক, কামব্যাক আর কামব্য়াক। কলিঙ্গ সুপার কাপ ডার্বিতে ইস্টবেঙ্গলের পারফরম্যান্স দেখে এই একটাই কথা বলতে হয়। ডুরান্ড কাপ ফাইনালে হারের বদলা ইস্টবেঙ্গল নিল সুপার কাপে। আর এই ম্যাচ জয়ের ফলে তারা চলে গেল সুপার কাপ সেমিফাইনালে, অন্যদিকে সুপার কাপ থেকে ছিটকে গেলে মোহনবাগান সুপার জায়ান্ট। এবার যাদের অন্যতম দাবিদার হিসেবে ধরা হয়েছিল মোহনবাগান সুপার জায়ান্ট তাদের মধ্যে অন্যতম, কিন্তু গ্রুপস্তরের নিয়মের কারণে কলকাতার একটা দলকেই যেতে হতো পরের রাউন্ডে আর সেটা হল ইস্টবেঙ্গল। ১৯ মিনিটে গোল খেয়ে পিছিয়ে গিয়েছিল ইস্টবেঙ্গল। মোহনবাগানের হেক্টর ইয়ুৎসে গোল করে এগিয়ে দেন দলকে। অতীতে একাধিকবার পিছিয়ে পড়া অবস্থায় কামব্য়াক করেছে। এরপর অনেকদিন এই কামব্যাকটা দেখা যাচ্ছিল না। এবার হল। শুধু গোল করে সমতা ফেরানোই না, খেলার ফল হল ৩-১। ক্লেইটনের দুই ও নন্দকুমারের এক গোলে জিতল লাল হলুদ। এই নিয়ে দুটো ডার্বিতে গোল হয়ে গেল নন্দর। ম্যাচ জিতে লাল হলুদ কোচ বলেন, ‘আমি মনে করি আমরা আমাদের অন্যতম সেরা গেমটা খেললাম। আমরা জানি মিডফিল্ডের কোথায় দিয়ে ফাঁক খুঁজে বের করব এবং আমরা সেই জায়গাটা সহজেই বের করতে পেরেছি। বড় ম্যাচ জিততে ও চাপের মধ্যে পারফর্ম করতে এই ধরনের জায়গাগুলো খুঁজে বের করতে হবে এবং আমরা সেটাই করেছি। আমাদের প্লেয়াররা জানে এই ধরনের ম্যাচ জিততে মাঝমাঠের লড়াই জেতাটা দরকার।’কুয়াদ্রাতের সাক্ষাৎকারে এরপর আসে ডুরান্ড কাপের প্রসঙ্গ। দীর্ঘদিন পর ডুরান্ড কাপে ডার্বি জিতেছিল ইস্টবেঙ্গল। এরপর ফাইনালে অবশ্য হেরে গিয়ে কাপ হাতছাড়া করে। এবার সেই হারের বদলা হল। তবে কুয়াদ্রাত এটাকে বদলা হিসেবে বলতে নারাজ। তিনি বলেন, ‘এটা বদলার ব্য়াপার নয়। ডুরান্ড কাপ আলাদা প্রতিযোগিতা ছিল। এটা ছিল প্লেয়ারদের মধ্যে কনফিডেন্স এনে দেওয়া, এবং সেটা করতে গিয়ে আমরা এই টুর্নামেন্টে এখনও সফল। মোহনবাগান দারুণ খেলেছে, তবে আমরা জিতেছি।’ তিনি জানান, এই জয়টা আর পাঁচটা জয়ের মতো ছিল না। কারণ ইস্টবেঙ্গলকে নিয়ে অনেকে হাসাহাসি করত, সেখান থেকে কামব্যাক করতে পেরেছেন।তবে জিতলেও শান্ত তিনি। এদিনের ম্যাচটা বড় হলেও তাঁর কাছে প্রাধান্য পাচ্ছে সেমিফাইনালে জায়গা পাকা করাটা। এবার তাঁর লক্ষ্য ISL-এ কামব্য়াক করা। জিততে ভুলে যাওয়া ইস্টবেঙ্গলকে একেরপর এক ম্যাচ জিতিয়ে ও ডুরান্ড ফাইনালে তুলে দিয়ে তিনি দলের মানসিকতায় পরিবর্তন এনেছেন।
from Bengali News, Bangla Sangbad, বাংলা খবর, Latest Bengali News, News in Bangla, Breaking Bangla Khobor - Ei Samay https://ift.tt/3RF4HmZ
Previous article
Next article
Leave Comments
Post a Comment