Bangla Sangbad
Bengali News
Breaking Bangla Khobor - Ei Samay
Latest Bengali News
News in Bangla
বাংলা খবর
from Bengali News, Bangla Sangbad, বাংলা খবর, Latest Bengali News, News in Bangla, Breaking Bangla Khobor - Ei Samay https://ift.tt/WaTXrcz
ফের দুর্যোগ! ২ জেলায় বৃষ্টির সম্ভাবনা, জাঁকিয়ে শীত কবে? https://ift.tt/Wge9cUN
সপ্তাহের শেষে ফের একবার হাওয়া বদল। বুধ থেকে বৃহস্পতিব পূর্ব ও উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে স্বস্তির খবর, আপাতত দক্ষিণবঙ্গের কোনও জেলাতেই বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। তবে উত্তরবঙ্গের জেলাগুলিতে জাঁকিয়ে ঠান্ডা পড়ার পূর্বাভাস রয়েছে। কেমন থাকবে ?কলকাতায় রাতের তাপমাত্রা সামান্য কমেছে। বেড়েছে দিনের তাপমাত্রা। আগামী কয়েকদিন তাপমাত্রা একই রকম থাকবে। বুধবার হাওয়া বদলের সম্ভাবনা রয়েছে। রবিবার সকালে আকাশ ছিল কুয়াশাছন্ন। পরে অবশ্য ধীরে ধীরে দৃশ্যমানতা বাড়বে। তবে বৃষ্টির কোনও সম্ভাবনা কার্যত নেই।শনিবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২০.২ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ছয় ডিগ্রি কম এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৪.৫ ডিগ্রি সেলসিয়াস। এদিন বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ছিল সর্বাধিক ৯৪ শতাংশ এবং সর্বনিম্ন ৭২ শতাংশ। কেমন থাকবে দক্ষিণবঙ্গের আবহাওয়া? এদিন ঘন কুয়াশার হলুদ সতর্কতা জারি করা হয়েছিল বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া ও বর্ধমান সহ সংলগ্ন এলাকায়। হালকা থেকে মাঝারি কুয়াশা দেখা যাবে কলকাতা সহ রাজ্যের অন্যান্য জেলাগুলিতেও। সকালের দিকে দেখা যেতে পারে কুয়াশা এবং পরে আংশিক মেঘলা থাকবে আকাশ। কিছু কিছু জেলায় অবশ্য আকাশ পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে। সকালে কুয়াশা থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আংশিক মেঘলা থাকবে আকাশ। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রার বিশেষ হেরফের হওয়ার সম্ভাবনা নেই। দিনের তাপমাত্রা অবশ্য স্বাভাবিকের থেকে অনেকটাই নীচে থাকতে পারে। আগামী কয়েকদিন স্বাভাবিকের নীচে থাকতে পারে তাপমাত্রার পারদ। রবিবার থেকে মূলত শুষ্ক থাকবে আবহাওয়া। মঙ্গল এবং বুধবার আবহাওয়ার সামান্য বদল হওয়ার সম্ভাবনা রয়েছে।কেমন থাকবে উত্তরবঙ্গের আবহাওয়া?আগামী ৪-৫ দিন কুয়াশার প্রভাব থাকবে উত্তরবঙ্গের প্রায় সমস্ত জেলাগুলিতেই। দার্জিলিং এবং কালিম্পঙে বৃষ্টিপাত চলবে। উত্তরবঙ্গের সমস্ত জেলাগুলিতেই থাকবে ঘন কুয়াশার দাপট। দিনভর শীতের আমেজ বেশি থাকতে পারে। কুয়াশার সতর্কতা জারি করা হয়েছে মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে। এছাড়াও দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহারে থাকবে কুয়াশার দাপট। সিকিমে বৃষ্টি ও তুষারপাতের সম্ভাবনা রয়েছে। এর প্রভাব পড়তে পারে দার্জিলিঙের পার্বত্য এলাকায়। দার্জিলিং ও উঁচু পার্বত্য এলাকায় তুষারপাতের সম্ভাবনা রয়েছে। আগামী শনিবার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে। আগামী দু'দিনে তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি কমতে পারে। তারপরের দু'তিন দিনে তাপমাত্রার খুব একটা হেরফেরের সম্ভাবনা কম।
from Bengali News, Bangla Sangbad, বাংলা খবর, Latest Bengali News, News in Bangla, Breaking Bangla Khobor - Ei Samay https://ift.tt/WaTXrcz
Previous article
Next article
Leave Comments
Post a Comment